মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এলজিইডির একটি পাকা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের শুরুতেই শিডিউল অনুযায়ী কাজ না করে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। সঠিকভাবে বালু দিয়ে বেট তৈরি না করে ও নিম্নমানের ইট দিয়ে চলছে নির্মাণকাজ। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে ১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৪৬৬ টাকা ব্যয়ে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ডোকলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে ডোকলাখালী স্ট্যান্ড পর্যন্ত দেড় কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করছে পটুয়াখালীর মেসার্স রুনাথ এন্টারপ্রাইজ।
সরেজমিন দেখা যায়, একেবারে নিম্নমানের ইটের খোয়া এবং সঠিকভাবে বালু দিয়ে বেট তৈরি না করে চলছে নির্মাণকাজ। এ ছাড়া সড়কের পাশের জমি কেটে সোল্ডার তৈরি করা হচ্ছে। ফলে যেকোনো সময় রাস্তা ধসে পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই ঠিকাদার রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করছেন। একাধিকবার বললেও তিনি এভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় আবুল হোসেন ও ফারুক খান বলেন, ‘এলজিইডির যোগসাজশে ঠিকাদার সড়কটি নির্মাণে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করছেন। আমরা সড়কে নিম্নমানের সামগ্রী দিতে নিষেধ করলেও তাঁরা শুনছেন না।
এলাকাবাসীর পক্ষে আবুল হোসেন, মহসিন ও ফারুক খান বলেন, এলজিইডির যোগসাজশে ঠিকাদার সড়কটি নির্মাণে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করছেন।
পটুয়াখালীর মেসার্স রুনাথ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাজিব হোসেন বলেন, ‘আমরা শিডিউল অনুযায়ী কাজ করছি। ১ লাখ ইট কিনলে ২০ হাজার ইট খারাপ হতেই পারে।
কাজের তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘শুনেছি কিছু খারাপ ইট আনা হয়েছে। সেগুলো সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।’
উপজেলা প্রকৌশলী মো. আশিকুর রহমান বলেন, পরিদর্শন করে যদি দেখা যায়, সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এলজিইডির একটি পাকা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের শুরুতেই শিডিউল অনুযায়ী কাজ না করে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। সঠিকভাবে বালু দিয়ে বেট তৈরি না করে ও নিম্নমানের ইট দিয়ে চলছে নির্মাণকাজ। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে ১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৪৬৬ টাকা ব্যয়ে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ডোকলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে ডোকলাখালী স্ট্যান্ড পর্যন্ত দেড় কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করছে পটুয়াখালীর মেসার্স রুনাথ এন্টারপ্রাইজ।
সরেজমিন দেখা যায়, একেবারে নিম্নমানের ইটের খোয়া এবং সঠিকভাবে বালু দিয়ে বেট তৈরি না করে চলছে নির্মাণকাজ। এ ছাড়া সড়কের পাশের জমি কেটে সোল্ডার তৈরি করা হচ্ছে। ফলে যেকোনো সময় রাস্তা ধসে পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই ঠিকাদার রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করছেন। একাধিকবার বললেও তিনি এভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় আবুল হোসেন ও ফারুক খান বলেন, ‘এলজিইডির যোগসাজশে ঠিকাদার সড়কটি নির্মাণে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করছেন। আমরা সড়কে নিম্নমানের সামগ্রী দিতে নিষেধ করলেও তাঁরা শুনছেন না।
এলাকাবাসীর পক্ষে আবুল হোসেন, মহসিন ও ফারুক খান বলেন, এলজিইডির যোগসাজশে ঠিকাদার সড়কটি নির্মাণে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করছেন।
পটুয়াখালীর মেসার্স রুনাথ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাজিব হোসেন বলেন, ‘আমরা শিডিউল অনুযায়ী কাজ করছি। ১ লাখ ইট কিনলে ২০ হাজার ইট খারাপ হতেই পারে।
কাজের তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘শুনেছি কিছু খারাপ ইট আনা হয়েছে। সেগুলো সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।’
উপজেলা প্রকৌশলী মো. আশিকুর রহমান বলেন, পরিদর্শন করে যদি দেখা যায়, সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে