মুসাররাত আবির
যুক্তরাজ্যে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বৈশ্বিক র্যাঙ্কিং অনুসারে প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর একটি। বিশ্ববিদ্যালয়টিকে ইংরেজি ভাষাভাষী জগতের সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয় বলা হয়। এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আর্থসামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক পরিবেশের শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ দেওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়।
অক্সফোর্ডে গাঁটের পয়সা খরচ করে পড়াশোনা করা বেশ ব্যয় বহুল। তবে শিক্ষার্থীদের এমন বৈচিত্র্য নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়; যাতে আর্থিক প্রতিবন্ধকতার কারণে কারও উচ্চশিক্ষা বাধাগ্রস্ত না হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রদত্ত তেমনই একটি স্কলারশিপ হলো ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ’। এর আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হয়। এ ছাড়া নানান সুযোগ-সুবিধাও দেওয়া হবে। এই স্কলারশিপটি কেবল স্নাতকের ক্ষেত্রে প্রযোজ্য। এই স্কলারশিপের সময়সীমা ৩ থেকে ৪ বছর।
যেসব বিষয়ে আবেদন করা যাবে
আর্কিওলজি, বায়োকেমিস্ট্রি, বায়োলজি, বায়োমেডিকেল, সায়েন্স, রসায়ন, ইতিহাস, কম্পিউটার সায়েন্স, আর্থ সায়েন্স, ইকোনমিকস, ইংলিশ লিটারেচার, চারুকলা, আইন, গণিত, মেডিসিন, ভাষাতত্ত্ব, সংগীত, দর্শন, পদার্থবিজ্ঞান, অর্থনীতি ও ব্যবস্থাপনা
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
আবেদনের প্রক্রিয়া
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কয়েকটি কলেজের সমন্বয়ে গঠিত। স্নাতকে যখন আবেদন করবেন, তখন আপনাকে নির্দিষ্ট কলেজে আবেদন করতে হবে, সরাসরি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা, গবেষণাগার ও কেন্দ্রীয় লাইব্রেরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করে। অর্থাৎ বিষয় নির্বাচন করার পর আপনাকে খুঁজতে হবে কোন কোন কলেজ আপনার পছন্দের বিষয়ে শিক্ষার্থী ভর্তি করে।
যদি আপনি রসায়ন নিয়ে পড়তে চান, তাহলে রসায়ন যেসব কলেজে পড়ানো হয়, সেগুলো থেকে আপনাকে কলেজ নির্বাচন করতে হবে। প্রতিটি কলেজে তারা যেসব বিষয় পড়ায়, সেগুলোর জন্য নির্দিষ্ট সংখ্যক আসন থাকে।
তাই রসায়নের জন্য যাঁরা আবেদন করেছেন, তাঁদের সবার সঙ্গে আপনাকে প্রতিযোগিতা করতে হবে না; বরং যাঁরা রসায়নে পড়ার জন্য ওই কলেজে আবেদন করবেন, শুধু তাঁদের সঙ্গেই আপনাকে প্রতিযোগিতা করতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ ফেব্রুয়ারি ২০২২
যুক্তরাজ্যে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বৈশ্বিক র্যাঙ্কিং অনুসারে প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর একটি। বিশ্ববিদ্যালয়টিকে ইংরেজি ভাষাভাষী জগতের সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয় বলা হয়। এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আর্থসামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক পরিবেশের শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ দেওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়।
অক্সফোর্ডে গাঁটের পয়সা খরচ করে পড়াশোনা করা বেশ ব্যয় বহুল। তবে শিক্ষার্থীদের এমন বৈচিত্র্য নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়; যাতে আর্থিক প্রতিবন্ধকতার কারণে কারও উচ্চশিক্ষা বাধাগ্রস্ত না হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রদত্ত তেমনই একটি স্কলারশিপ হলো ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ’। এর আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হয়। এ ছাড়া নানান সুযোগ-সুবিধাও দেওয়া হবে। এই স্কলারশিপটি কেবল স্নাতকের ক্ষেত্রে প্রযোজ্য। এই স্কলারশিপের সময়সীমা ৩ থেকে ৪ বছর।
যেসব বিষয়ে আবেদন করা যাবে
আর্কিওলজি, বায়োকেমিস্ট্রি, বায়োলজি, বায়োমেডিকেল, সায়েন্স, রসায়ন, ইতিহাস, কম্পিউটার সায়েন্স, আর্থ সায়েন্স, ইকোনমিকস, ইংলিশ লিটারেচার, চারুকলা, আইন, গণিত, মেডিসিন, ভাষাতত্ত্ব, সংগীত, দর্শন, পদার্থবিজ্ঞান, অর্থনীতি ও ব্যবস্থাপনা
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
আবেদনের প্রক্রিয়া
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কয়েকটি কলেজের সমন্বয়ে গঠিত। স্নাতকে যখন আবেদন করবেন, তখন আপনাকে নির্দিষ্ট কলেজে আবেদন করতে হবে, সরাসরি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা, গবেষণাগার ও কেন্দ্রীয় লাইব্রেরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করে। অর্থাৎ বিষয় নির্বাচন করার পর আপনাকে খুঁজতে হবে কোন কোন কলেজ আপনার পছন্দের বিষয়ে শিক্ষার্থী ভর্তি করে।
যদি আপনি রসায়ন নিয়ে পড়তে চান, তাহলে রসায়ন যেসব কলেজে পড়ানো হয়, সেগুলো থেকে আপনাকে কলেজ নির্বাচন করতে হবে। প্রতিটি কলেজে তারা যেসব বিষয় পড়ায়, সেগুলোর জন্য নির্দিষ্ট সংখ্যক আসন থাকে।
তাই রসায়নের জন্য যাঁরা আবেদন করেছেন, তাঁদের সবার সঙ্গে আপনাকে প্রতিযোগিতা করতে হবে না; বরং যাঁরা রসায়নে পড়ার জন্য ওই কলেজে আবেদন করবেন, শুধু তাঁদের সঙ্গেই আপনাকে প্রতিযোগিতা করতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ ফেব্রুয়ারি ২০২২
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে