সুনির্মল বসু
আমাদের মতো অনেকেই স্কুলে সুনির্মল বসুর একটি কবিতা পড়েছেন এবং অনেকেই সেটা মুখস্থ করেছেন। কবিতাটির নাম ‘সবার আমি ছাত্র’। তার কয়েক ছত্র এমন: ‘আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে; কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে...’।
তিনি কিন্তু ছিলেন মুন্সিগঞ্জের বিক্রমপুরের মালখানগরের সন্তান। জন্ম হয়েছিল গিরিডিতে, বাবার কর্মস্থলে। লেখার হাত ছিল খুব ভালো, সেটা তাঁর লেখার সঙ্গে পরিচিত হলেই বোঝা যায়।
যে সময় স্কুলে পড়াশোনা করেছেন তিনি, সে সময় ইংরেজি, ইতিহাস, ভূগোল, জ্যামিতি সবকিছুই ইংরেজিতে পড়তে হতো।
ম্যাট্রিকে যখন পড়ছেন তিনি, তখন ইংরেজি গদ্য ও পদ্য পড়তেন বটে, কিন্তু প্রশ্ন আসত সম্পূর্ণ বাইরে থেকে। বাংলারও কোনো নির্দিষ্ট বই ছিল না। শিক্ষক হিমাংশুবাবু তাঁদের রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথদের কবিতা পড়াতেন।
তিনি একদিন ক্লাসে এসে বললেন, ‘কবির কান কী রকম হয়?’
প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো লেখার চেষ্টা করল। আপন মনের মাধুরী মিশিয়ে লেখা। কেউ লিখল, কীভাবে কবিদের কানে ছন্দগুলো বাজে। সাধারণ মানুষের তুলনায় একটু বিশেষভাবে জগতের সুরতরঙ্গ তাঁরা অনুভব করেন ইত্যাদি ইত্যাদি।
একটা ছেলে অবশ্য কবির কান নিয়ে সাহিত্যের ধারেকাছে গেল না। সে একেবারে ‘বাস্তব’ জগৎ থেকে উদাহরণ টেনে এনে লিখল, ‘কবির কান আমাদের চেয়ে আকারে কিছু বড়। হেমচন্দ্র, নবীনচন্দ্র, মাইকেল, রবীন্দ্রনাথ প্রভৃতির চিত্রে দেখা যায়, তাঁহাদের কান অনেকটা ঝুলিয়া রহিয়াছে। এই কানের দৌলতেই তাঁহারা কবি। কান বড় না হইলে কবি হওয়া যায় না। বিলাতের বড় বড় কবিরাও বড় বড় কানের অধিকারী।’
এই লেখা পড়ে হিমাংশুবাবু হেসেই খুন। তিনি হাসতে হাসতে বললেন, ‘ওহে, তোমার কি ধারণা কবিরা সবাই গাধা–তাই তাঁদের গাধার মতো কান থাকতে হবে?’
সূত্র: সুনির্মল বসু, জীবনখাতার কয়েকপাতা
আমাদের মতো অনেকেই স্কুলে সুনির্মল বসুর একটি কবিতা পড়েছেন এবং অনেকেই সেটা মুখস্থ করেছেন। কবিতাটির নাম ‘সবার আমি ছাত্র’। তার কয়েক ছত্র এমন: ‘আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে; কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে...’।
তিনি কিন্তু ছিলেন মুন্সিগঞ্জের বিক্রমপুরের মালখানগরের সন্তান। জন্ম হয়েছিল গিরিডিতে, বাবার কর্মস্থলে। লেখার হাত ছিল খুব ভালো, সেটা তাঁর লেখার সঙ্গে পরিচিত হলেই বোঝা যায়।
যে সময় স্কুলে পড়াশোনা করেছেন তিনি, সে সময় ইংরেজি, ইতিহাস, ভূগোল, জ্যামিতি সবকিছুই ইংরেজিতে পড়তে হতো।
ম্যাট্রিকে যখন পড়ছেন তিনি, তখন ইংরেজি গদ্য ও পদ্য পড়তেন বটে, কিন্তু প্রশ্ন আসত সম্পূর্ণ বাইরে থেকে। বাংলারও কোনো নির্দিষ্ট বই ছিল না। শিক্ষক হিমাংশুবাবু তাঁদের রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথদের কবিতা পড়াতেন।
তিনি একদিন ক্লাসে এসে বললেন, ‘কবির কান কী রকম হয়?’
প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো লেখার চেষ্টা করল। আপন মনের মাধুরী মিশিয়ে লেখা। কেউ লিখল, কীভাবে কবিদের কানে ছন্দগুলো বাজে। সাধারণ মানুষের তুলনায় একটু বিশেষভাবে জগতের সুরতরঙ্গ তাঁরা অনুভব করেন ইত্যাদি ইত্যাদি।
একটা ছেলে অবশ্য কবির কান নিয়ে সাহিত্যের ধারেকাছে গেল না। সে একেবারে ‘বাস্তব’ জগৎ থেকে উদাহরণ টেনে এনে লিখল, ‘কবির কান আমাদের চেয়ে আকারে কিছু বড়। হেমচন্দ্র, নবীনচন্দ্র, মাইকেল, রবীন্দ্রনাথ প্রভৃতির চিত্রে দেখা যায়, তাঁহাদের কান অনেকটা ঝুলিয়া রহিয়াছে। এই কানের দৌলতেই তাঁহারা কবি। কান বড় না হইলে কবি হওয়া যায় না। বিলাতের বড় বড় কবিরাও বড় বড় কানের অধিকারী।’
এই লেখা পড়ে হিমাংশুবাবু হেসেই খুন। তিনি হাসতে হাসতে বললেন, ‘ওহে, তোমার কি ধারণা কবিরা সবাই গাধা–তাই তাঁদের গাধার মতো কান থাকতে হবে?’
সূত্র: সুনির্মল বসু, জীবনখাতার কয়েকপাতা
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১২ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১২ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১২ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১৩ ঘণ্টা আগে