মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
মাছ ধরার চাঁই তৈরির জন্য সুপরিচিত আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রাম। এ গ্রামে কবে, কখন, কে চাঁই তৈরি করার কাজ প্রথম শুরু করেন, তা সঠিকভাবে বলতে না পারলেও প্রবীণ ব্যক্তিরা জানিয়েছেন প্রায় দু শ বছর ধরেই এ গ্রামে চাঁই তৈরি ও বিক্রি চলছে। বংশ পরম্পরায় এ গ্রামের চার শ পরিবারের জীবিকা নির্বাহ হচ্ছে চাঁই তৈরি করে। গ্রামের পুরুষেরা বর্ষা মৌসুমের ছয় মাস চাঁই তৈরি করেন ও শুষ্ক মৌসুমে দিনমজুরের কাজ করেন।
মোহনকাঠী গ্রামের তৈরি করা চাঁই বিক্রি হয় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলার হাট-বাজারে। গ্রামটির নাম মোহনকাঠী হলেও চাঁই তৈরি করতে গিয়ে গ্রামের নাম হয়েছে, ‘আগৈলঝাড়ার চাঁইপল্লি।’ নানা সমস্যার মধ্যে বংশ পরম্পরায় এ গ্রামের বাসিন্দারা চাঁই তৈরির পেশাকে ধরে রেখেছেন।
চাঁই তৈরির প্রধান উপকরণ বাঁশ, বেত ও লতার মূল্য বৃদ্ধি পাওয়ায় অনেকেই অর্থাভাবে মহাজনদের কাছ থেকে দাদন ও বিভিন্ন এনজিওর কাছ থেকে টাকা এনে চাঁই বানাচ্ছেন।
গ্রামের মাখন বৈরাগীর ছেলে দুলাল বৈরাগী বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। হরলাল বৈদ্যের ছেলে প্রশান্ত বৈদ্যও স্নাতক শ্রেণিতে পড়ছেন। তাঁরা জানান, লেখাপড়ার পাশাপাশি পরিবারের সঙ্গে চাঁই বুনতে তাঁরা সহযোগিতা করেন। শুধু দুলাল ও প্রশান্তই নয় গ্রামের প্রত্যেকটি ঘরের ছেলে-মেয়েরা পড়াশোনার পাশাপাশি চাঁই তৈরির কাজে মা-বাবাকে সাহায্য করেন। বর্ষা মৌসুম এলেই পরিবারের সব ব্যস্ততা আরও বেড়ে যায়।
মোহনকাঠী গ্রামের হরলাল বৈদ্য (৬৬), নলিনী বৈরাগীসহ (৭০) অনেকেই জানান, দু শ টাকার তলা বাঁশ, দু শ টাকার কৈয়া লতা দিয়ে একেকজন শ্রমিক ৫ দিনে এক কুড়ি চাঁই তৈরি করতে পারেন। মহাজনদের কাছ থেকে দাদন আনার ফলে তাঁদের কাছে প্রতি কুড়ি চাঁই পাইকারি হিসেবে বিক্রি করা হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। বাজারে যার দাম ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা।
ওই গ্রামের লন বৈরাগী জানান, তাঁদের গ্রামের তৈরি চাঁই স্থানীয় মাহিলাড়া, পয়সারহাট, সাহেবেরহাট, ধামুরাসহ বানারীপাড়া, স্বরূপকাঠি, ঘাঘর, শশীকর, নবগ্রাম, পটুয়াখালী, নোয়াখালী, খুলনা, ফরিদপুর ও যশোরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার হাট-বাজারে বিক্রি করা হয়।
মাছ ধরার চাঁই তৈরির জন্য সুপরিচিত আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রাম। এ গ্রামে কবে, কখন, কে চাঁই তৈরি করার কাজ প্রথম শুরু করেন, তা সঠিকভাবে বলতে না পারলেও প্রবীণ ব্যক্তিরা জানিয়েছেন প্রায় দু শ বছর ধরেই এ গ্রামে চাঁই তৈরি ও বিক্রি চলছে। বংশ পরম্পরায় এ গ্রামের চার শ পরিবারের জীবিকা নির্বাহ হচ্ছে চাঁই তৈরি করে। গ্রামের পুরুষেরা বর্ষা মৌসুমের ছয় মাস চাঁই তৈরি করেন ও শুষ্ক মৌসুমে দিনমজুরের কাজ করেন।
মোহনকাঠী গ্রামের তৈরি করা চাঁই বিক্রি হয় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলার হাট-বাজারে। গ্রামটির নাম মোহনকাঠী হলেও চাঁই তৈরি করতে গিয়ে গ্রামের নাম হয়েছে, ‘আগৈলঝাড়ার চাঁইপল্লি।’ নানা সমস্যার মধ্যে বংশ পরম্পরায় এ গ্রামের বাসিন্দারা চাঁই তৈরির পেশাকে ধরে রেখেছেন।
চাঁই তৈরির প্রধান উপকরণ বাঁশ, বেত ও লতার মূল্য বৃদ্ধি পাওয়ায় অনেকেই অর্থাভাবে মহাজনদের কাছ থেকে দাদন ও বিভিন্ন এনজিওর কাছ থেকে টাকা এনে চাঁই বানাচ্ছেন।
গ্রামের মাখন বৈরাগীর ছেলে দুলাল বৈরাগী বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। হরলাল বৈদ্যের ছেলে প্রশান্ত বৈদ্যও স্নাতক শ্রেণিতে পড়ছেন। তাঁরা জানান, লেখাপড়ার পাশাপাশি পরিবারের সঙ্গে চাঁই বুনতে তাঁরা সহযোগিতা করেন। শুধু দুলাল ও প্রশান্তই নয় গ্রামের প্রত্যেকটি ঘরের ছেলে-মেয়েরা পড়াশোনার পাশাপাশি চাঁই তৈরির কাজে মা-বাবাকে সাহায্য করেন। বর্ষা মৌসুম এলেই পরিবারের সব ব্যস্ততা আরও বেড়ে যায়।
মোহনকাঠী গ্রামের হরলাল বৈদ্য (৬৬), নলিনী বৈরাগীসহ (৭০) অনেকেই জানান, দু শ টাকার তলা বাঁশ, দু শ টাকার কৈয়া লতা দিয়ে একেকজন শ্রমিক ৫ দিনে এক কুড়ি চাঁই তৈরি করতে পারেন। মহাজনদের কাছ থেকে দাদন আনার ফলে তাঁদের কাছে প্রতি কুড়ি চাঁই পাইকারি হিসেবে বিক্রি করা হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। বাজারে যার দাম ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা।
ওই গ্রামের লন বৈরাগী জানান, তাঁদের গ্রামের তৈরি চাঁই স্থানীয় মাহিলাড়া, পয়সারহাট, সাহেবেরহাট, ধামুরাসহ বানারীপাড়া, স্বরূপকাঠি, ঘাঘর, শশীকর, নবগ্রাম, পটুয়াখালী, নোয়াখালী, খুলনা, ফরিদপুর ও যশোরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার হাট-বাজারে বিক্রি করা হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে