নুরুল আমীন রবীন, শরীয়তপুর
১০০ শয্যার শরীয়তপুর সদর হাসপাতালে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে রোগীর চাপ। ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি। জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিদিনই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীই বেশি। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। এ কারণে মেঝে ও বারান্দায় থেকে অনেকে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গত দুই দিনে হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন প্রায় দুই হাজার রোগী। ১০০ শয্যার হাসপাতালটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯৭ জন। এর মধ্যে মহিলা ও শিশু ওয়ার্ডে সবচেয়ে বেশি ৯৯ জন রোগী ভর্তি রয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে ২০ জন ও পুরুষ ও অন্যান্য ওয়ার্ডে ৭৮ জন রোগী ভর্তি রয়েছে। এ ছাড়া জরুরি বিভাগ থেকে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ৪৬ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। বিপুল সংখ্যা রোগীর সিট সংকুলান না হওয়ায় অনেক রোগীকে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের মেঝে ও বারান্দায় অসুস্থ শিশু ও নবজাতককে নিয়ে বসে আছেন মায়েরা। শয্যা সংকটের কারণে নারী ও শিশু ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ডের সামনের বারান্দার মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন ভর্তি হওয়া অনেক রোগী। হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কিছু সংখ্যক শয্যা (বেড) বাইরে স্থাপন করা হয়েছে। সেই সেব বেডে স্থান দেওয়া হয়েছে হাসপাতালের নিয়মিত শয্যা না পাওয়া জরুরি ও মুমূর্ষু রোগীদের।
নড়িয়া থেকে ৩ বছরের শিশু মিনহাজকে জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি করেন মিলন ব্যাপারী। দুদিন ধরে হাসপাতালের করিডরের মেঝেতে চিকিৎসা নেওয়ার পর সোমবার হাসপাতালের একটি শয্যা পেয়েছেন মিলন। তবে শিশু ওয়ার্ডে জায়গা না হওয়ায় হাসপাতালের করিডরে থাকা ওই সিটে আপাতত চিকিৎসা নিচ্ছে শিশু মিনহাজ। অসুস্থ মিনহাজের বাবা মিলন ব্যাপারী বলেন, ‘এই শীতের মধ্যে ২ দিন হাসপাতালের মেঝেতে কোনো রকমের বিছানা পেতে শিশুটির চিকিৎসা করাতে হয়েছে। আজ দুপুরের দিকে একটি সিট পেলেও এখনো বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। রাতে প্রচুর শীত পড়ে। ঠান্ডা বাতাসে ছেলে সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যাচ্ছে।’
সদর উপজেলার বিনোদপুর থেকে গত শনিবার হাসপাতালে আসেন অন্তঃসত্ত্বা নাদিয়া বেগম। ওই দিন সিজারে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন নাদিয়া। কিন্তু নবজাতক শিশুকে নিয়ে হাসপাতালের শিশু ও মহিলা ওয়ার্ডে জায়গা হয়নি তাঁর। শনিবার থেকেই হাসপাতালের বারান্দায় একটি অস্থায়ী শয্যায় চিকিৎসা নিচ্ছেন ওই মা ও শিশুটি। আক্ষেপ করে নাদিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ, ক্লিনিকে যাইতে অনেক বেশি টাহা পয়সা লাগে। কোনো উপায় না থাহোনে আমরা সরকারি হাসপাতালে আহি। দুই দিন ধইরা জন্ম নেওয়া এই শিশুটি লইয়া বারান্দায় চিকিৎসা নিতাছি। ছিট নাই, ডাক্তারেরা দিবো কোনহানতোনে? শীতে আমাগো অনেক কষ্ট হইতাছে।’
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, ‘হঠাৎ করে কিছুটা ঠান্ডা পরায় হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। হাসপাতালে শয্যা সংকট থাকায় রোগীদের মেঝেতে ও বারান্দায় রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় এই বিপুল সংখ্যা রোগীর চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।’
১০০ শয্যার শরীয়তপুর সদর হাসপাতালে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে রোগীর চাপ। ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি। জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিদিনই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীই বেশি। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। এ কারণে মেঝে ও বারান্দায় থেকে অনেকে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গত দুই দিনে হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন প্রায় দুই হাজার রোগী। ১০০ শয্যার হাসপাতালটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯৭ জন। এর মধ্যে মহিলা ও শিশু ওয়ার্ডে সবচেয়ে বেশি ৯৯ জন রোগী ভর্তি রয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে ২০ জন ও পুরুষ ও অন্যান্য ওয়ার্ডে ৭৮ জন রোগী ভর্তি রয়েছে। এ ছাড়া জরুরি বিভাগ থেকে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ৪৬ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। বিপুল সংখ্যা রোগীর সিট সংকুলান না হওয়ায় অনেক রোগীকে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের মেঝে ও বারান্দায় অসুস্থ শিশু ও নবজাতককে নিয়ে বসে আছেন মায়েরা। শয্যা সংকটের কারণে নারী ও শিশু ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ডের সামনের বারান্দার মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন ভর্তি হওয়া অনেক রোগী। হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কিছু সংখ্যক শয্যা (বেড) বাইরে স্থাপন করা হয়েছে। সেই সেব বেডে স্থান দেওয়া হয়েছে হাসপাতালের নিয়মিত শয্যা না পাওয়া জরুরি ও মুমূর্ষু রোগীদের।
নড়িয়া থেকে ৩ বছরের শিশু মিনহাজকে জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি করেন মিলন ব্যাপারী। দুদিন ধরে হাসপাতালের করিডরের মেঝেতে চিকিৎসা নেওয়ার পর সোমবার হাসপাতালের একটি শয্যা পেয়েছেন মিলন। তবে শিশু ওয়ার্ডে জায়গা না হওয়ায় হাসপাতালের করিডরে থাকা ওই সিটে আপাতত চিকিৎসা নিচ্ছে শিশু মিনহাজ। অসুস্থ মিনহাজের বাবা মিলন ব্যাপারী বলেন, ‘এই শীতের মধ্যে ২ দিন হাসপাতালের মেঝেতে কোনো রকমের বিছানা পেতে শিশুটির চিকিৎসা করাতে হয়েছে। আজ দুপুরের দিকে একটি সিট পেলেও এখনো বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। রাতে প্রচুর শীত পড়ে। ঠান্ডা বাতাসে ছেলে সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যাচ্ছে।’
সদর উপজেলার বিনোদপুর থেকে গত শনিবার হাসপাতালে আসেন অন্তঃসত্ত্বা নাদিয়া বেগম। ওই দিন সিজারে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন নাদিয়া। কিন্তু নবজাতক শিশুকে নিয়ে হাসপাতালের শিশু ও মহিলা ওয়ার্ডে জায়গা হয়নি তাঁর। শনিবার থেকেই হাসপাতালের বারান্দায় একটি অস্থায়ী শয্যায় চিকিৎসা নিচ্ছেন ওই মা ও শিশুটি। আক্ষেপ করে নাদিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ, ক্লিনিকে যাইতে অনেক বেশি টাহা পয়সা লাগে। কোনো উপায় না থাহোনে আমরা সরকারি হাসপাতালে আহি। দুই দিন ধইরা জন্ম নেওয়া এই শিশুটি লইয়া বারান্দায় চিকিৎসা নিতাছি। ছিট নাই, ডাক্তারেরা দিবো কোনহানতোনে? শীতে আমাগো অনেক কষ্ট হইতাছে।’
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, ‘হঠাৎ করে কিছুটা ঠান্ডা পরায় হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। হাসপাতালে শয্যা সংকট থাকায় রোগীদের মেঝেতে ও বারান্দায় রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় এই বিপুল সংখ্যা রোগীর চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে