বিনোদন প্রতিবেদক, ঢাকা
মাইকে ঘোষণা করা হচ্ছে, ‘আমরা প্রথমেই বরণ করে নেব এবারের নাট্যোৎসবের উদ্বোধক, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অভিনেতা, বাঙালি হিসেবে যাঁকে নিয়ে আমরা গর্ব বোধ করি, সেই মোশাররফ করিমকে।’ ফুল ও ক্রেস্ট দিয়ে, উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয় মোশাররফকে। এবার বক্তৃতার পালা। মাইক্রোফোন হাতে নিয়ে মোশাররফ বললেন, ‘আমি এখানে আরও একবার আসতে চাই। অথবা বহুবার। আসতে চাই অভিনয় করার জন্যই। ইচ্ছা করছে, এখানকার মঞ্চে অভিনয় করি।’
মোশাররফ করিমের এসব কথায় উপস্থিত দর্শকদের মধ্যে সাড়া পড়ে যায়। হাততালি দিয়ে তাঁর এই ইচ্ছার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন দর্শকেরা। অশোকনগর নাট্যোৎসবের উদ্যোক্তা নারায়ণ গোস্বামী ও ব্রাত্য বসু দুজনই সবাইকে আশ্বস্ত করেন, পরের বছর আবারও আমন্ত্রণ জানানো হবে মোশাররফকে।
মোশাররফ যখন তাঁর বক্তৃতার শেষের দিকে, দর্শকসারি থেকে কয়েকজন তাঁকে অনুরোধ করেন ‘এক বস্তা টাকা’ সংলাপটি শোনাতে। তিনি বুঝতে পারছিলেন না, ঠিক কোন নাটকের সংলাপ শুনতে চাচ্ছেন তাঁরা। এ সময় এগিয়ে আসেন এক যুবক। মোশাররফ তাঁর দিকে মাইক্রোফোন এগিয়ে দেন। এরপর যুবকটি গড়গড় করে বলে যান মোশাররফ-নাদিয়া অভিনীত, মোহন আহমেদ পরিচালিত ‘টাকার খেলা’ নাটকের একটি দৃশ্যের সংলাপ।
ভক্তের অভিনয়ে বিস্মিত হন মোশাররফ। মঞ্চে পুরোটা সময় দাঁড়িয়ে ভক্তের মুখে নিজের সংলাপ শোনেন। তারপর আঞ্চলিক ভাষায় বলেন, ‘এত বড় সংলাপ আমি কতি পারব না। ও যিরাম করি বলিছে, তা খুব অসাধারণ হয়িছে। কিরাম করি ছেলেডা পারল, তাই আমি ভাবতিছি।’ মোশাররফ যুবকের পরিচয় জিজ্ঞেস করলে তিনি জানান, তাঁর নাম ইব্রাহিম শেখ। থাকেন বাংলাদেশ সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে।
‘বিষয়গুলোকে বড় করে দেখি না’
অশোকনগর নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা ঘিরে ধরেন মোশাররফ করিমকে। একজন প্রশ্ন করেন ক্রিকেট বিশ্বকাপে ভারতের পরাজয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একটা অংশের ‘উল্লাস’ নিয়ে। এর আগে একই বিষয়ে কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন চঞ্চল চৌধুরী। তাই মোশাররফ দিলেন সাবধানী উত্তর, বললেন, ‘আমার মনে হয়, খেলা মাঠের মধ্যে থাকাই ভালো। আর খেলা তো খেলাই। এই জিনিসগুলোকে বিভিন্নভাবে উসকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটা সুখকর মনে হয় না। আর এই বিষয়গুলোকে আমি খুব বড় করে দেখি না। এগুলো সময়ের সঙ্গে মিলিয়ে যায়।’
১৯ জানুয়ারি ‘হুব্বা’
‘ডিকশনারি’র পর পশ্চিমবঙ্গে মোশাররফ করিমের দ্বিতীয় সিনেমা ‘হুব্বা’। ব্রাত্য বসু পরিচালিত সিনেমাটি মুক্তির কথা ছিল আগামী ডিসেম্বরে। তবে একের পর এক বিগ বাজেটের বলিউড সিনেমা মুক্তির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে পরিচালক জানিয়েছেন, হুব্বার মুক্তির তারিখ ঠিক করা হয়েছে আগামী বছরের ১৯ জানুয়ারি।
ব্রাত্য বসু বলেন, ‘গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল হুব্বার। কিন্তু তখন মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল। আর এবারের ডিসেম্বরে রণবীর কাপুরের “অ্যানিমেল”, শাহরুখের “ডানকি” এবং প্রভাসের “সালার” সিনেমার কারণেই হুব্বার মুক্তি পেছাতে হলো। কারণ, প্রযোজক চান না এই হেভিওয়েট সিনেমার সঙ্গে বক্স অফিসে লড়াইয়ে আসুক হুব্বা। সিনেমা হলে শো পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। ব্যবসার কথা ভেবেই ১৯ জানুয়ারি হুব্বা রিলিজের তারিখ ঠিক করা হয়েছে।’
মাইকে ঘোষণা করা হচ্ছে, ‘আমরা প্রথমেই বরণ করে নেব এবারের নাট্যোৎসবের উদ্বোধক, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অভিনেতা, বাঙালি হিসেবে যাঁকে নিয়ে আমরা গর্ব বোধ করি, সেই মোশাররফ করিমকে।’ ফুল ও ক্রেস্ট দিয়ে, উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয় মোশাররফকে। এবার বক্তৃতার পালা। মাইক্রোফোন হাতে নিয়ে মোশাররফ বললেন, ‘আমি এখানে আরও একবার আসতে চাই। অথবা বহুবার। আসতে চাই অভিনয় করার জন্যই। ইচ্ছা করছে, এখানকার মঞ্চে অভিনয় করি।’
মোশাররফ করিমের এসব কথায় উপস্থিত দর্শকদের মধ্যে সাড়া পড়ে যায়। হাততালি দিয়ে তাঁর এই ইচ্ছার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন দর্শকেরা। অশোকনগর নাট্যোৎসবের উদ্যোক্তা নারায়ণ গোস্বামী ও ব্রাত্য বসু দুজনই সবাইকে আশ্বস্ত করেন, পরের বছর আবারও আমন্ত্রণ জানানো হবে মোশাররফকে।
মোশাররফ যখন তাঁর বক্তৃতার শেষের দিকে, দর্শকসারি থেকে কয়েকজন তাঁকে অনুরোধ করেন ‘এক বস্তা টাকা’ সংলাপটি শোনাতে। তিনি বুঝতে পারছিলেন না, ঠিক কোন নাটকের সংলাপ শুনতে চাচ্ছেন তাঁরা। এ সময় এগিয়ে আসেন এক যুবক। মোশাররফ তাঁর দিকে মাইক্রোফোন এগিয়ে দেন। এরপর যুবকটি গড়গড় করে বলে যান মোশাররফ-নাদিয়া অভিনীত, মোহন আহমেদ পরিচালিত ‘টাকার খেলা’ নাটকের একটি দৃশ্যের সংলাপ।
ভক্তের অভিনয়ে বিস্মিত হন মোশাররফ। মঞ্চে পুরোটা সময় দাঁড়িয়ে ভক্তের মুখে নিজের সংলাপ শোনেন। তারপর আঞ্চলিক ভাষায় বলেন, ‘এত বড় সংলাপ আমি কতি পারব না। ও যিরাম করি বলিছে, তা খুব অসাধারণ হয়িছে। কিরাম করি ছেলেডা পারল, তাই আমি ভাবতিছি।’ মোশাররফ যুবকের পরিচয় জিজ্ঞেস করলে তিনি জানান, তাঁর নাম ইব্রাহিম শেখ। থাকেন বাংলাদেশ সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে।
‘বিষয়গুলোকে বড় করে দেখি না’
অশোকনগর নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা ঘিরে ধরেন মোশাররফ করিমকে। একজন প্রশ্ন করেন ক্রিকেট বিশ্বকাপে ভারতের পরাজয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একটা অংশের ‘উল্লাস’ নিয়ে। এর আগে একই বিষয়ে কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন চঞ্চল চৌধুরী। তাই মোশাররফ দিলেন সাবধানী উত্তর, বললেন, ‘আমার মনে হয়, খেলা মাঠের মধ্যে থাকাই ভালো। আর খেলা তো খেলাই। এই জিনিসগুলোকে বিভিন্নভাবে উসকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটা সুখকর মনে হয় না। আর এই বিষয়গুলোকে আমি খুব বড় করে দেখি না। এগুলো সময়ের সঙ্গে মিলিয়ে যায়।’
১৯ জানুয়ারি ‘হুব্বা’
‘ডিকশনারি’র পর পশ্চিমবঙ্গে মোশাররফ করিমের দ্বিতীয় সিনেমা ‘হুব্বা’। ব্রাত্য বসু পরিচালিত সিনেমাটি মুক্তির কথা ছিল আগামী ডিসেম্বরে। তবে একের পর এক বিগ বাজেটের বলিউড সিনেমা মুক্তির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে পরিচালক জানিয়েছেন, হুব্বার মুক্তির তারিখ ঠিক করা হয়েছে আগামী বছরের ১৯ জানুয়ারি।
ব্রাত্য বসু বলেন, ‘গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল হুব্বার। কিন্তু তখন মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল। আর এবারের ডিসেম্বরে রণবীর কাপুরের “অ্যানিমেল”, শাহরুখের “ডানকি” এবং প্রভাসের “সালার” সিনেমার কারণেই হুব্বার মুক্তি পেছাতে হলো। কারণ, প্রযোজক চান না এই হেভিওয়েট সিনেমার সঙ্গে বক্স অফিসে লড়াইয়ে আসুক হুব্বা। সিনেমা হলে শো পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। ব্যবসার কথা ভেবেই ১৯ জানুয়ারি হুব্বা রিলিজের তারিখ ঠিক করা হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ ঘণ্টা আগে