চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী উচ্চবিদ্যালয়ের পুরোনো ভবন ভেঙে শুরু হয় নতুন ভবনের নির্মাণকাজ। তবে একটা পর্যায়ে গিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে বিকল্প ভবন না থাকায় ক্লাস নিয়ে বিপাকে পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের।
শ্রেণিকক্ষের অভাবে ঠিকমতো ক্লাস করানো সম্ভব হচ্ছে না। আবার কখনো ক্লাস হলেও সেটি নিতে হচ্ছে বিদ্যালয়ের মাঠের গাছতলায় কিংবা নির্মাণাধীন ভবনের বারান্দায়। ফলে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের নতুন ভবনটি গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
বিদ্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাটিয়াজুরী উচ্চবিদ্যালয়ের চার তলা ভবনটির কাজ ২০১৯ সালের এপ্রিল মাসে শুরু হয়। ভবনের নির্মাণকাজ পায় চট্টগ্রামের এমএস নিপু ইন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী, ২০২০ সালের ৫ আগস্ট কাজ শেষ হওয়ার কথা। তবে মেয়াদের পর আরও দুই বছর সময় পার হলেও শেষ হয়নি নির্মাণকাজ। মাঝপথে কাজ বন্ধ করে দিয়ে ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। তবে কী কারণে কাজ বন্ধ রয়েছে, তা জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে অযত্ন-অবহেলায় পড়ে থাকা ভবনের নির্মাণসামগ্রী যেমন একদিকে নষ্ট হচ্ছে, তেমনি শ্রেণিকক্ষের অভাবে কষ্ট করতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা গেছে, পুরোনো ভবন ভেঙে সেই স্থানে নতুন ভবন তোলার কারণে অনেক শিক্ষার্থীকে বাইরে, গাছতলায় ক্লাস করতে হচ্ছে।
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র কাজী শাদমান আন নাফি জানায়, শ্রেণিকক্ষ না থাকায় তারা অনেক সময় রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বাইরে দাঁড়িয়ে ক্লাসে অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, ‘নির্মাণসামগ্রী বিদ্যালয়ের আঙিনায় রাখায় তিন বছর ধরে ছাত্রছাত্রীদের প্রাত্যহিক সমাবেশ করানো যাচ্ছে না। তা ছাড়া ক্লাস নিতেও বিপাকে পড়তে হয়। বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো কাজ হচ্ছে না।’
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শামসুল হক বলেন, ‘ভবনের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’ শিক্ষা অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। কিছুদিনের ভেতর ভবনের নির্মাণকাজ আবার শুরু হবে।’
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী উচ্চবিদ্যালয়ের পুরোনো ভবন ভেঙে শুরু হয় নতুন ভবনের নির্মাণকাজ। তবে একটা পর্যায়ে গিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে বিকল্প ভবন না থাকায় ক্লাস নিয়ে বিপাকে পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের।
শ্রেণিকক্ষের অভাবে ঠিকমতো ক্লাস করানো সম্ভব হচ্ছে না। আবার কখনো ক্লাস হলেও সেটি নিতে হচ্ছে বিদ্যালয়ের মাঠের গাছতলায় কিংবা নির্মাণাধীন ভবনের বারান্দায়। ফলে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের নতুন ভবনটি গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
বিদ্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাটিয়াজুরী উচ্চবিদ্যালয়ের চার তলা ভবনটির কাজ ২০১৯ সালের এপ্রিল মাসে শুরু হয়। ভবনের নির্মাণকাজ পায় চট্টগ্রামের এমএস নিপু ইন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী, ২০২০ সালের ৫ আগস্ট কাজ শেষ হওয়ার কথা। তবে মেয়াদের পর আরও দুই বছর সময় পার হলেও শেষ হয়নি নির্মাণকাজ। মাঝপথে কাজ বন্ধ করে দিয়ে ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। তবে কী কারণে কাজ বন্ধ রয়েছে, তা জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে অযত্ন-অবহেলায় পড়ে থাকা ভবনের নির্মাণসামগ্রী যেমন একদিকে নষ্ট হচ্ছে, তেমনি শ্রেণিকক্ষের অভাবে কষ্ট করতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা গেছে, পুরোনো ভবন ভেঙে সেই স্থানে নতুন ভবন তোলার কারণে অনেক শিক্ষার্থীকে বাইরে, গাছতলায় ক্লাস করতে হচ্ছে।
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র কাজী শাদমান আন নাফি জানায়, শ্রেণিকক্ষ না থাকায় তারা অনেক সময় রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বাইরে দাঁড়িয়ে ক্লাসে অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, ‘নির্মাণসামগ্রী বিদ্যালয়ের আঙিনায় রাখায় তিন বছর ধরে ছাত্রছাত্রীদের প্রাত্যহিক সমাবেশ করানো যাচ্ছে না। তা ছাড়া ক্লাস নিতেও বিপাকে পড়তে হয়। বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো কাজ হচ্ছে না।’
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শামসুল হক বলেন, ‘ভবনের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’ শিক্ষা অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। কিছুদিনের ভেতর ভবনের নির্মাণকাজ আবার শুরু হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে