বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতের আলোচিত নায়িকা সাই পল্লবী। একসময় যিনি নিজের চেহারা নিয়ে সংকোচ বোধ করতেন, আজ তিনি হাজারো নারীর অনুপ্রেরণা! আত্মবিশ্বাস দিয়ে তিনি অর্জন করেছেন সাফল্যকে। আত্মবিশ্বাসকেই সবচেয়ে বড় শক্তি মনে করেন পল্লবী। একদম সাধারণভাবেও যে নায়িকাকে পর্দায় উপস্থাপন করা যায়, আর দর্শকও সেটা সাদরে গ্রহণ করে, এর উজ্জ্বল উদাহরণ পল্লবী। ন্যাচারাল লুকই যেন তাঁর সৌন্দর্যের রহস্য। সাধারণ চেহারার সঙ্গে মনকাড়া অভিনয় আর অসাধারণ নাচ দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন পল্লবী।
২০১৫ সালে ‘প্রেমাম’ সিনেমায় শিক্ষক মালার চরিত্র দিয়ে শুরু। এরপর ধারাবাহিকভাবেই এসেছে সাফল্য। সর্বশেষ ‘শ্যাম সিং রায়’ সিনেমার রোজি চরিত্র দিয়ে কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা। সেই ভালোবাসায় যুক্ত হলো ‘ভেনেলা’ চরিত্রটি।
দক্ষিণের রানা ধাগুবাতি আর সাই পল্লবী অভিনীত ‘ভিরাটা পারভাম’ মুক্তি পেয়েছে ১৭ জুন। এর মাধ্যমে ব্যাক টু ব্যাক ব্যবসাসফল সিনেমাও উপহার দিলেন পল্লবী। এই বছর ভালোবাসা দিবসে মুক্তি পায় ‘লাভ স্টোরি’। ব্লকবাস্টার হয় সিনেমাটি। এরপর ওটিটিতে মুক্তি পেয়েছিল ‘শ্যাম সিং রায়’। রেকর্ড পরিমাণ ভিউ হয় তাতে।
এবার ব্লকবাস্টার হওয়ার পথে ‘ভিরাটা পারভাম’। দক্ষিণে দারুণ ব্যবসা করছে। সিনেমাটি নিয়ে সম্প্রতি কিংবদন্তি অভিনেতা ভিক্টোরি ভেঙ্কটেশ বলেন, সাই পল্লবীর অভিনয় অবশ্যই জাতীয় পুরস্কারের দাবি রাখে। সিনেমাটি সাই পল্লবীর ফিল্ম ক্যারিয়ারে ওয়ান অব দ্য বেস্ট সিনেমা।’ পিরিয়ড ড্রামা সিনেমাটি নকশালবাদের পটভূমিতে ১৯৯০ সালের একটি গল্প নিয়ে তৈরি। যেখানে রানা কমরেড রাভান্না নামের চরিত্রে অভিনয় করেছেন। নকশালবাদের সঙ্গে রাভান্না ও ভেনেলার প্রেমকাহিনি দারুণভাবে ফুটে উঠেছে এই সিনেমায়।
‘ভিরাটা পারভাম’ মুক্তির পরপরই ‘ঘার্গি’ সিনেমার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। সিনেমাটি প্রযোজনা করেছেন দক্ষিণের আরেক সুপারস্টার সুরিয়া। পল্লবী বলেন, ‘কিছু চরিত্রকে আপনি-আমি খবরের পাতায় দেখি। এক দিন, দুই দিন তাকে নিয়ে ভাবি, নতুন ইস্যু চলে আসে। মানুষের স্মৃতিতে রয়ে গেলেও পত্রিকার পাতায় আর থাকে না। এমন এক চরিত্রের আইনি লড়াই ফুটে উঠবে এই সিনেমায়।’
দক্ষিণ ভারতের আলোচিত নায়িকা সাই পল্লবী। একসময় যিনি নিজের চেহারা নিয়ে সংকোচ বোধ করতেন, আজ তিনি হাজারো নারীর অনুপ্রেরণা! আত্মবিশ্বাস দিয়ে তিনি অর্জন করেছেন সাফল্যকে। আত্মবিশ্বাসকেই সবচেয়ে বড় শক্তি মনে করেন পল্লবী। একদম সাধারণভাবেও যে নায়িকাকে পর্দায় উপস্থাপন করা যায়, আর দর্শকও সেটা সাদরে গ্রহণ করে, এর উজ্জ্বল উদাহরণ পল্লবী। ন্যাচারাল লুকই যেন তাঁর সৌন্দর্যের রহস্য। সাধারণ চেহারার সঙ্গে মনকাড়া অভিনয় আর অসাধারণ নাচ দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন পল্লবী।
২০১৫ সালে ‘প্রেমাম’ সিনেমায় শিক্ষক মালার চরিত্র দিয়ে শুরু। এরপর ধারাবাহিকভাবেই এসেছে সাফল্য। সর্বশেষ ‘শ্যাম সিং রায়’ সিনেমার রোজি চরিত্র দিয়ে কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা। সেই ভালোবাসায় যুক্ত হলো ‘ভেনেলা’ চরিত্রটি।
দক্ষিণের রানা ধাগুবাতি আর সাই পল্লবী অভিনীত ‘ভিরাটা পারভাম’ মুক্তি পেয়েছে ১৭ জুন। এর মাধ্যমে ব্যাক টু ব্যাক ব্যবসাসফল সিনেমাও উপহার দিলেন পল্লবী। এই বছর ভালোবাসা দিবসে মুক্তি পায় ‘লাভ স্টোরি’। ব্লকবাস্টার হয় সিনেমাটি। এরপর ওটিটিতে মুক্তি পেয়েছিল ‘শ্যাম সিং রায়’। রেকর্ড পরিমাণ ভিউ হয় তাতে।
এবার ব্লকবাস্টার হওয়ার পথে ‘ভিরাটা পারভাম’। দক্ষিণে দারুণ ব্যবসা করছে। সিনেমাটি নিয়ে সম্প্রতি কিংবদন্তি অভিনেতা ভিক্টোরি ভেঙ্কটেশ বলেন, সাই পল্লবীর অভিনয় অবশ্যই জাতীয় পুরস্কারের দাবি রাখে। সিনেমাটি সাই পল্লবীর ফিল্ম ক্যারিয়ারে ওয়ান অব দ্য বেস্ট সিনেমা।’ পিরিয়ড ড্রামা সিনেমাটি নকশালবাদের পটভূমিতে ১৯৯০ সালের একটি গল্প নিয়ে তৈরি। যেখানে রানা কমরেড রাভান্না নামের চরিত্রে অভিনয় করেছেন। নকশালবাদের সঙ্গে রাভান্না ও ভেনেলার প্রেমকাহিনি দারুণভাবে ফুটে উঠেছে এই সিনেমায়।
‘ভিরাটা পারভাম’ মুক্তির পরপরই ‘ঘার্গি’ সিনেমার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। সিনেমাটি প্রযোজনা করেছেন দক্ষিণের আরেক সুপারস্টার সুরিয়া। পল্লবী বলেন, ‘কিছু চরিত্রকে আপনি-আমি খবরের পাতায় দেখি। এক দিন, দুই দিন তাকে নিয়ে ভাবি, নতুন ইস্যু চলে আসে। মানুষের স্মৃতিতে রয়ে গেলেও পত্রিকার পাতায় আর থাকে না। এমন এক চরিত্রের আইনি লড়াই ফুটে উঠবে এই সিনেমায়।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে