বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিয়মিত ধারাবাহিক নাটক নির্মাণ করছে দীপ্ত টেলিভিশন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শুরু হয়েছে দীর্ঘ ধারাবাহিক ‘দেনা পাওনা’র শুটিং। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদি ছোটগল্প ‘দেনা পাওনা’র অনুপ্রেরণায় ধারাবাহিকটি রচনা করেছেন আহমেদ হীরক। পরিচালনা করছেন গোলাম মুক্তাদির। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তানভীন সুইটি।
নতুন এই ধারাবাহিকটি নিয়ে সুইটি বলেন, ‘যেকোনো কাজ চূড়ান্ত করার আগে গল্পটা বিবেচনা করি আমি। গল্প পছন্দ না হলে অভিনয় করি না। সেটা হোক সিনেমা কিংবা নাটক কিংবা ওটিটি প্ল্যাটফর্মের কোনো কাজ। এই ধারাবাহিকটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে। এ কারণেই ধারাবাহিকটিতে অভিনয়ে সম্মতি জানিয়েছি। এরই মাঝে শুটিংয়ে অংশ নিয়েছি আমি। পরিচালক খুব যত্ন নিয়ে কাজটি করছেন। আমি খুব আশাবাদী নতুন এই ধারাবাহিকটি নিয়ে।’
দেনা পাওনা নাটকে একজন আদর্শ মায়ের চরিত্রে দেখা যাবে সুইটিকে। তাঁর চরিত্রের নাম সায়মা। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী চরিত্রটি বেশ অর্থবহ বলে জানান এই অভিনেত্রী। এতে আরও অভিনয় করছেন মনির খান শিমুল, শাহদাত হোসেন, নাজনীন হাসান চুমকি, তনুশ্রী, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, তনয় বিশ্বাস, সাজ্জাদ হোসেন, নোভা চক্রবর্তী প্রমুখ।
নির্মাতা গোলাম মুক্তাদির বলেন, ‘গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটক নির্মাণ করা সব সময়ই চ্যালেঞ্জিং। চেষ্টা করছি গল্পটি সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে। অভিনয়শিল্পীরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। দর্শকের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
নির্মাতা জানান, ১৮ জানুয়ারি থেকে দীপ্ত টিভির নিজস্ব ফ্লোরে শুটিং শুরু হয়েছে। প্রথম লটের শুটিং চলবে টানা ২২ দিন। বছরজুড়েই বিভিন্ন ভাগে শুটিং হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে ৩২২ পর্বের লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য। শিগগির দীপ্ত টিভিতে ধারাবাহিকটি প্রচারে আসবে।
নিয়মিত ধারাবাহিক নাটক নির্মাণ করছে দীপ্ত টেলিভিশন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শুরু হয়েছে দীর্ঘ ধারাবাহিক ‘দেনা পাওনা’র শুটিং। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদি ছোটগল্প ‘দেনা পাওনা’র অনুপ্রেরণায় ধারাবাহিকটি রচনা করেছেন আহমেদ হীরক। পরিচালনা করছেন গোলাম মুক্তাদির। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তানভীন সুইটি।
নতুন এই ধারাবাহিকটি নিয়ে সুইটি বলেন, ‘যেকোনো কাজ চূড়ান্ত করার আগে গল্পটা বিবেচনা করি আমি। গল্প পছন্দ না হলে অভিনয় করি না। সেটা হোক সিনেমা কিংবা নাটক কিংবা ওটিটি প্ল্যাটফর্মের কোনো কাজ। এই ধারাবাহিকটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে। এ কারণেই ধারাবাহিকটিতে অভিনয়ে সম্মতি জানিয়েছি। এরই মাঝে শুটিংয়ে অংশ নিয়েছি আমি। পরিচালক খুব যত্ন নিয়ে কাজটি করছেন। আমি খুব আশাবাদী নতুন এই ধারাবাহিকটি নিয়ে।’
দেনা পাওনা নাটকে একজন আদর্শ মায়ের চরিত্রে দেখা যাবে সুইটিকে। তাঁর চরিত্রের নাম সায়মা। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী চরিত্রটি বেশ অর্থবহ বলে জানান এই অভিনেত্রী। এতে আরও অভিনয় করছেন মনির খান শিমুল, শাহদাত হোসেন, নাজনীন হাসান চুমকি, তনুশ্রী, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, তনয় বিশ্বাস, সাজ্জাদ হোসেন, নোভা চক্রবর্তী প্রমুখ।
নির্মাতা গোলাম মুক্তাদির বলেন, ‘গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটক নির্মাণ করা সব সময়ই চ্যালেঞ্জিং। চেষ্টা করছি গল্পটি সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে। অভিনয়শিল্পীরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। দর্শকের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
নির্মাতা জানান, ১৮ জানুয়ারি থেকে দীপ্ত টিভির নিজস্ব ফ্লোরে শুটিং শুরু হয়েছে। প্রথম লটের শুটিং চলবে টানা ২২ দিন। বছরজুড়েই বিভিন্ন ভাগে শুটিং হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে ৩২২ পর্বের লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য। শিগগির দীপ্ত টিভিতে ধারাবাহিকটি প্রচারে আসবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে