আরিফুজ্জামান তুহিন, ঢাকা
সরকারি বেতনকাঠামো অনুযায়ী একজন অফিস সহায়ক বা পিয়ন ২০তম গ্রেডের কর্মচারী। অন্যদিকে সহকারী ব্যবস্থাপকের পদটি নবম গ্রেডের। খুব কমসংখ্যক কর্মচারীরই ২০তম গ্রেডে চাকরিতে যোগ দিয়ে চাকরিজীবনে নবম গ্রেডে উন্নীত হতে পারেন। তবে একলাফে নবম গ্রেডে পদোন্নতির নজির নেই। সম্প্রতি নজিরবিহীন পদোন্নতির এ ঘটনা ঘটেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা)। ১৫ আগস্ট প্রতিষ্ঠানটি ৫ কর্মচারীকে নিরাপত্তা সহকারী ও অফিস সহায়ক পদ থেকে সরাসরি সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি দিয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর থেকেই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদোন্নতির দাবিতে বিক্ষোভ করে আসছেন নিজেদের ‘বঞ্চিত’ দাবি করা কর্মকর্তা-কর্মচারীরা। অনেকে আবার প্রতিষ্ঠানের প্রধানকে চাপ দিয়ে জোর করে সই করাচ্ছেন পদোন্নতির চিঠি। এরই ধারাবাহিকতায় পেট্রোবাংলায়ও এ ধরনের ঘটনা ঘটেছে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন খন্দকার সাবিউন নাহার নামের এক কর্মচারী, যিনি মূলত একজন অফিস সহায়ক ছিলেন। একইভাবে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন ক্রয় সহকারী মো. সেলিম। মো. আবু তাহের তালুকদার ছিলেন সাঁটলিপিকার। তাঁকেও করা হয়েছে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)। একই পদে পদোন্নতি পেয়েছেন ভান্ডার সহকারী বেগম আয়েশা আক্তার খাতুন এবং নিরাপত্তা সহকারী মো. গিয়াসউদ্দিনও।
পেট্রোবাংলার অফিস আদেশে বলা হয়, নবম গ্রেড পাওয়া এই পাঁচজন মূল বেতন পাবেন ২২ হাজার টাকা, বাড়িভাড়া মিলিয়ে তাঁরা পাবেন ৫৩ হাজার ৬০ টাকা।
পেট্রোবাংলার দুজন মহাব্যবস্থাপক আজকের পত্রিকা’কে বলেছেন, ‘এটি কোনোভাবেই পেট্রোবাংলার চাকরি বিধিমালা ও সরকারের বিধিমালার সঙ্গে মিল রেখে করা হয়নি। এগুলো জোর করে নেওয়া হয়েছে। এটা খুবই খারাপ দৃষ্টান্ত হয়ে থাকল। কারণ, পিয়ন পদে যোগদান করে নবম গ্রেডে আসার সুযোগ নেই। তারপরে এটা কীভাবে হলো, সেটা আমরা বুঝতে পারছি না।’
এ বিষয়ে জানতে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের টেলিফোনে কল এবং ম্যাসেজ পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
আরও খবর পড়ুন:
সরকারি বেতনকাঠামো অনুযায়ী একজন অফিস সহায়ক বা পিয়ন ২০তম গ্রেডের কর্মচারী। অন্যদিকে সহকারী ব্যবস্থাপকের পদটি নবম গ্রেডের। খুব কমসংখ্যক কর্মচারীরই ২০তম গ্রেডে চাকরিতে যোগ দিয়ে চাকরিজীবনে নবম গ্রেডে উন্নীত হতে পারেন। তবে একলাফে নবম গ্রেডে পদোন্নতির নজির নেই। সম্প্রতি নজিরবিহীন পদোন্নতির এ ঘটনা ঘটেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা)। ১৫ আগস্ট প্রতিষ্ঠানটি ৫ কর্মচারীকে নিরাপত্তা সহকারী ও অফিস সহায়ক পদ থেকে সরাসরি সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি দিয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর থেকেই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদোন্নতির দাবিতে বিক্ষোভ করে আসছেন নিজেদের ‘বঞ্চিত’ দাবি করা কর্মকর্তা-কর্মচারীরা। অনেকে আবার প্রতিষ্ঠানের প্রধানকে চাপ দিয়ে জোর করে সই করাচ্ছেন পদোন্নতির চিঠি। এরই ধারাবাহিকতায় পেট্রোবাংলায়ও এ ধরনের ঘটনা ঘটেছে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন খন্দকার সাবিউন নাহার নামের এক কর্মচারী, যিনি মূলত একজন অফিস সহায়ক ছিলেন। একইভাবে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন ক্রয় সহকারী মো. সেলিম। মো. আবু তাহের তালুকদার ছিলেন সাঁটলিপিকার। তাঁকেও করা হয়েছে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)। একই পদে পদোন্নতি পেয়েছেন ভান্ডার সহকারী বেগম আয়েশা আক্তার খাতুন এবং নিরাপত্তা সহকারী মো. গিয়াসউদ্দিনও।
পেট্রোবাংলার অফিস আদেশে বলা হয়, নবম গ্রেড পাওয়া এই পাঁচজন মূল বেতন পাবেন ২২ হাজার টাকা, বাড়িভাড়া মিলিয়ে তাঁরা পাবেন ৫৩ হাজার ৬০ টাকা।
পেট্রোবাংলার দুজন মহাব্যবস্থাপক আজকের পত্রিকা’কে বলেছেন, ‘এটি কোনোভাবেই পেট্রোবাংলার চাকরি বিধিমালা ও সরকারের বিধিমালার সঙ্গে মিল রেখে করা হয়নি। এগুলো জোর করে নেওয়া হয়েছে। এটা খুবই খারাপ দৃষ্টান্ত হয়ে থাকল। কারণ, পিয়ন পদে যোগদান করে নবম গ্রেডে আসার সুযোগ নেই। তারপরে এটা কীভাবে হলো, সেটা আমরা বুঝতে পারছি না।’
এ বিষয়ে জানতে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের টেলিফোনে কল এবং ম্যাসেজ পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
আরও খবর পড়ুন:
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে