আলী আছগর
ঢাকায় প্রথম শহীদ মিনার তৈরি হয়েছিল বায়ান্নর ২৩ ফেব্রুয়ারি রাতে। যাঁরা মেডিকেল ব্যারাকে ছিলেন, তাঁরা মিলেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভাষাশহীদদের স্মরণে একটি শহীদ মিনার তৈরি করা দরকার। মূল নকশাটা ছিল বদরুল আলমের করা। সাঈদ হায়দারও একটু হাত লাগিয়েছিলেন। ইট-বালু ছিল কাছেই। কিন্তু সিমেন্ট পাওয়া যাবে কোথায়? সিমেন্ট ছিল গুদামে, আর সেই গুদামের চাবি ছিল পিয়ারু সরদারের কাছে। পিয়ারু সরদারের কাছে যেতে হবে, চাইতে হবে গুদামের চাবি। তারপর গুদাম থেকে সিমেন্ট বের করতে হবে।
কিন্তু পরিচিত না হলে বেঁকে বসতে পারেন পিয়ারু সরদার। কে চেনে পিয়ারু সরদারকে? দেখা গেল মেডিকেল ছাত্র আলী আছগর পিয়ারু সরদারকে চেনেন, তাঁর বাড়িও চেনেন। ব্যবসায়িক কাজে কলেজ ক্যাম্পাসে যখন আসতেন পিয়ারু সরদার, তখন আলী আছগর তাঁর কাছ থেকে অনেক কথা শুনতেন আগ্রহ নিয়ে। এ কথা জেনে মেডিকেল ছাত্র সংসদের ভিপি গোলাম মওলা এবং জিএস শরফুদ্দিন আহমদ খুব খুশি হলেন। ঠিক হলো, আলী আছগর পিয়ারু সরদারের বাড়ি গিয়ে চাবি নিয়ে আসবেন।
২৩ ফেব্রুয়ারি পিয়ারু সরদারের কাছ থেকে চাবি আনার দায়িত্বটা নিয়েছিলেন আলী আছগর। তাঁর সঙ্গে ছিলেন আহমদ রফিকসহ আরও কয়েকজন ছাত্র। মেডিকেল কলেজের কাছেই হোসেনি দালান এলাকায় ছিল পিয়ারু সরদারের বাড়ি। রেলগেট পার হয়ে মেডিকেলের ছাত্ররা ছুটল সেই বাড়ির উদ্দেশে।
পিয়ারু সরদার বাড়িতেই ছিলেন। আলী আছগর যখন পিয়ারু সরদারকে ছাত্রহত্যা ও শহীদ মিনার নির্মাণের বিষয়ে জানালেন, তখন কোনো প্রশ্ন করলেন না তিনি। একদম বিনা শর্তে চাবিটা তুলে দিলেন আলী আছগরের হাতে। বললেন, ‘যত বস্তা সিমেন্ট লাগে, খরচ করো। তোমাদের যা যা লাগে, তা নিয়ে শহীদ মিনার করো।’
সেই সিমেন্ট দিয়েই তৈরি হয় স্মৃতির মিনার।
ঢাকায় প্রথম শহীদ মিনার তৈরি হয়েছিল বায়ান্নর ২৩ ফেব্রুয়ারি রাতে। যাঁরা মেডিকেল ব্যারাকে ছিলেন, তাঁরা মিলেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভাষাশহীদদের স্মরণে একটি শহীদ মিনার তৈরি করা দরকার। মূল নকশাটা ছিল বদরুল আলমের করা। সাঈদ হায়দারও একটু হাত লাগিয়েছিলেন। ইট-বালু ছিল কাছেই। কিন্তু সিমেন্ট পাওয়া যাবে কোথায়? সিমেন্ট ছিল গুদামে, আর সেই গুদামের চাবি ছিল পিয়ারু সরদারের কাছে। পিয়ারু সরদারের কাছে যেতে হবে, চাইতে হবে গুদামের চাবি। তারপর গুদাম থেকে সিমেন্ট বের করতে হবে।
কিন্তু পরিচিত না হলে বেঁকে বসতে পারেন পিয়ারু সরদার। কে চেনে পিয়ারু সরদারকে? দেখা গেল মেডিকেল ছাত্র আলী আছগর পিয়ারু সরদারকে চেনেন, তাঁর বাড়িও চেনেন। ব্যবসায়িক কাজে কলেজ ক্যাম্পাসে যখন আসতেন পিয়ারু সরদার, তখন আলী আছগর তাঁর কাছ থেকে অনেক কথা শুনতেন আগ্রহ নিয়ে। এ কথা জেনে মেডিকেল ছাত্র সংসদের ভিপি গোলাম মওলা এবং জিএস শরফুদ্দিন আহমদ খুব খুশি হলেন। ঠিক হলো, আলী আছগর পিয়ারু সরদারের বাড়ি গিয়ে চাবি নিয়ে আসবেন।
২৩ ফেব্রুয়ারি পিয়ারু সরদারের কাছ থেকে চাবি আনার দায়িত্বটা নিয়েছিলেন আলী আছগর। তাঁর সঙ্গে ছিলেন আহমদ রফিকসহ আরও কয়েকজন ছাত্র। মেডিকেল কলেজের কাছেই হোসেনি দালান এলাকায় ছিল পিয়ারু সরদারের বাড়ি। রেলগেট পার হয়ে মেডিকেলের ছাত্ররা ছুটল সেই বাড়ির উদ্দেশে।
পিয়ারু সরদার বাড়িতেই ছিলেন। আলী আছগর যখন পিয়ারু সরদারকে ছাত্রহত্যা ও শহীদ মিনার নির্মাণের বিষয়ে জানালেন, তখন কোনো প্রশ্ন করলেন না তিনি। একদম বিনা শর্তে চাবিটা তুলে দিলেন আলী আছগরের হাতে। বললেন, ‘যত বস্তা সিমেন্ট লাগে, খরচ করো। তোমাদের যা যা লাগে, তা নিয়ে শহীদ মিনার করো।’
সেই সিমেন্ট দিয়েই তৈরি হয় স্মৃতির মিনার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে