দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার চার গ্রামের মাঝখানে অবস্থিত ডাহার বিল। এই বিলের পানিনিষ্কাশনের খাল দিনে দিনে প্রভাবশালীদের দখল চলে গেছে। এতে জলাবদ্ধ হয়ে পড়েছে ৫০০ বিঘা কৃষিজমি। বিলের পানিনিষ্কাশন ও খাল সংস্কারের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিকার চেয়েছেন। তবে বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়রা জানান, এই বিলের পানিনিষ্কাশনে একটি খাল খনন করা হয় আশির দশকে। পাশের সূর্যভাগ-পরানপুর গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই খাল খনন করা হয়েছিল। খালটি প্রশস্ত ছিল, ছিল পানির প্রবাহও। সেই খাল দিয়ে বিলের পানি রাইচান নদে যেত।
তবে ধীরে ধীরে প্রভাবশালীরা খালের কিছু অংশ দখলে নিয়ে ভরাট ও এর মুখ বন্ধ করে পুকুর খনন করায় এটি এখন মৃতপ্রায়। খালের পানিনিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা হয়ে পড়ছে ডাহার বিলের পাশের চার গ্রামের কৃষকদের প্রায় ৫০০ বিঘা ইরি-বোরো ধানের জমি।
সরেজমিনে ডাহার বিলে দেখা গেছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী এই খাল দখল করে ভরাট করেছেন। বিশেষ করে পৌর এলাকার দেবীপুর ও পরানপুর এলাকায় খালটির মুখ ভরাট হয়ে এক কিলোমিটার অংশে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে ডাহার বিলসংলগ্ন গ্রাম দেবীপুর, শালঘরিয়া, হরিপুর ও দুর্গাপুর সদর গ্রামের কয়েক শ কৃষকের প্রায় ৫০০ বিঘা কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়েছে। বিলের পানি খাল দিয়ে নদে নামতে পারছে না। পানি জমে থাকায় কৃষকেরা ধান চাষের জন্য জমি তৈরি করতে পারছেন না। ফলে চলতি মৌসুমে ইরি-বোরোর চাষ ব্যাহত হচ্ছে।
দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের কৃষক হেলাল আলী বলেন, ‘আমাদের জমিতে এখনো কোমরপানি। ধান রোপণের সময় চলে যাচ্ছে অথচ জমি প্রস্তুতই করতে পারছি না। খালের মাটি দ্রুত সরানো না গেলে এবারও ধান চাষ করা যাবে না।’
দুর্গাপুর সদর গ্রামের জাফর আলী বলেন, প্রায় চার বছর ধরে কয়েক গ্রামের কৃষক এই জলাবদ্ধতার কবলে পড়েছে। বারবার এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেও কোনো লাভ হচ্ছে না।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, পুকুর খননের ফলে খালের বড় একটি অংশ বন্ধ হয়ে গেছে। পুকুরের পাড় কেটে দিলেই পানি নামবে না, স্থায়ী সমাধান করতে হবে। খাল সংস্কারেরও প্রয়োজন আছে। ওখানকার এ সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।
রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার চার গ্রামের মাঝখানে অবস্থিত ডাহার বিল। এই বিলের পানিনিষ্কাশনের খাল দিনে দিনে প্রভাবশালীদের দখল চলে গেছে। এতে জলাবদ্ধ হয়ে পড়েছে ৫০০ বিঘা কৃষিজমি। বিলের পানিনিষ্কাশন ও খাল সংস্কারের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিকার চেয়েছেন। তবে বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়রা জানান, এই বিলের পানিনিষ্কাশনে একটি খাল খনন করা হয় আশির দশকে। পাশের সূর্যভাগ-পরানপুর গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই খাল খনন করা হয়েছিল। খালটি প্রশস্ত ছিল, ছিল পানির প্রবাহও। সেই খাল দিয়ে বিলের পানি রাইচান নদে যেত।
তবে ধীরে ধীরে প্রভাবশালীরা খালের কিছু অংশ দখলে নিয়ে ভরাট ও এর মুখ বন্ধ করে পুকুর খনন করায় এটি এখন মৃতপ্রায়। খালের পানিনিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা হয়ে পড়ছে ডাহার বিলের পাশের চার গ্রামের কৃষকদের প্রায় ৫০০ বিঘা ইরি-বোরো ধানের জমি।
সরেজমিনে ডাহার বিলে দেখা গেছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী এই খাল দখল করে ভরাট করেছেন। বিশেষ করে পৌর এলাকার দেবীপুর ও পরানপুর এলাকায় খালটির মুখ ভরাট হয়ে এক কিলোমিটার অংশে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে ডাহার বিলসংলগ্ন গ্রাম দেবীপুর, শালঘরিয়া, হরিপুর ও দুর্গাপুর সদর গ্রামের কয়েক শ কৃষকের প্রায় ৫০০ বিঘা কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়েছে। বিলের পানি খাল দিয়ে নদে নামতে পারছে না। পানি জমে থাকায় কৃষকেরা ধান চাষের জন্য জমি তৈরি করতে পারছেন না। ফলে চলতি মৌসুমে ইরি-বোরোর চাষ ব্যাহত হচ্ছে।
দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের কৃষক হেলাল আলী বলেন, ‘আমাদের জমিতে এখনো কোমরপানি। ধান রোপণের সময় চলে যাচ্ছে অথচ জমি প্রস্তুতই করতে পারছি না। খালের মাটি দ্রুত সরানো না গেলে এবারও ধান চাষ করা যাবে না।’
দুর্গাপুর সদর গ্রামের জাফর আলী বলেন, প্রায় চার বছর ধরে কয়েক গ্রামের কৃষক এই জলাবদ্ধতার কবলে পড়েছে। বারবার এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেও কোনো লাভ হচ্ছে না।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, পুকুর খননের ফলে খালের বড় একটি অংশ বন্ধ হয়ে গেছে। পুকুরের পাড় কেটে দিলেই পানি নামবে না, স্থায়ী সমাধান করতে হবে। খাল সংস্কারেরও প্রয়োজন আছে। ওখানকার এ সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে