শাহীন রহমান, পাবনা
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্থানীয় প্রশাসনে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। গতকাল রোববার মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়।
সীমানা জটিলতা ও ভোটার তালিকায় ভুল থাকার কারণে আবারও বলরামপুর ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণা না হওয়ায় বলরামপুর ইউনিয়নের নাগরিক কমিটির ব্যানারে প্রায় দুই হাজার নারী-পুরুষ আটোয়ারী উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ঠাকুরগাঁও ও ফকিরগঞ্জ বাজারের মূল সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। মানববন্ধন চলাকালে রাস্তার দুধারে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় নির্বাচন সংক্রান্ত নানান স্লোগান দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে পাঁচটি ইউনিয়নের সঙ্গে বলরামপুর ইউনিয়নটির নির্বাচন করা হোক। দীর্ঘ ১৮ বছর ওই ইউনিয়নের চেয়ারম্যান নানা রকম চক্রান্ত করে এই ইউনিয়নবাসীকে ভোট থেকে বঞ্চিত করে রেখেছেন। প্রতি নির্বাচনের আগে চেয়ারম্যানের আস্থাভাজন মানুষ দিয়ে মামলা দিয়ে ভোট বন্ধ করে আসছেন। এবারে কোনো সমস্যা না থাকলেও সামান্য ভুল রেখে নির্বাচন বন্ধ করে।
বক্তারা আরও বলেন, নির্বাচন আসলে এই ইউনিয়নের ভোটাররা আশায় বুক বাঁধেন। হয়তো এবার তাঁরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কিন্তু বরাবরের মতো এবারও সেই আশা নিরাশায় রূপ নেয়। এবার নির্বাচন হতে হবে। না হলে সেখানে প্রশাসনের ব্যক্তিদের দায়িত্ব নিতে হবে।
বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ দেলোয়ার হোসেন বলেন, বর্তমান চেয়ারম্যান ৪২ বছর ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। এই ইউনিয়নের দুটি ওয়ার্ড বোদা পৌরসভায় যাওয়ায় ১৮ বছর নির্বাচন হয়নি। বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বলেন, নির্বাচন বন্ধ বা হওয়া কোনোটি আমার কাজ নয়। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, কোথায় নির্বাচন হবে আর কোথায় হবে না, সেটা তাদের ব্যাপার। আমার নির্বাচন বন্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। একটি পক্ষ আমার জনপ্রিয়তাকে ভালোভাবে না নিয়ে এমন কথা বলছে।
আটোয়ারী উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল আলম বলেন, ‘আমি নতুন এসেছি। এই উপজেলায় ৬টি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা। কিন্তু বলরামপুর ইউনিয়ন বাদে ৫টি ইউনিয়নের নির্বাচনের তফসিল হয়। আইনি জটিলতার কারণে এবারেও এই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।’
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রথমে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বীর হাতে স্মারকলিপি দেন। এরপর পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে একই কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দেন তাঁরা।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্থানীয় প্রশাসনে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। গতকাল রোববার মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়।
সীমানা জটিলতা ও ভোটার তালিকায় ভুল থাকার কারণে আবারও বলরামপুর ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণা না হওয়ায় বলরামপুর ইউনিয়নের নাগরিক কমিটির ব্যানারে প্রায় দুই হাজার নারী-পুরুষ আটোয়ারী উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ঠাকুরগাঁও ও ফকিরগঞ্জ বাজারের মূল সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। মানববন্ধন চলাকালে রাস্তার দুধারে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় নির্বাচন সংক্রান্ত নানান স্লোগান দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে পাঁচটি ইউনিয়নের সঙ্গে বলরামপুর ইউনিয়নটির নির্বাচন করা হোক। দীর্ঘ ১৮ বছর ওই ইউনিয়নের চেয়ারম্যান নানা রকম চক্রান্ত করে এই ইউনিয়নবাসীকে ভোট থেকে বঞ্চিত করে রেখেছেন। প্রতি নির্বাচনের আগে চেয়ারম্যানের আস্থাভাজন মানুষ দিয়ে মামলা দিয়ে ভোট বন্ধ করে আসছেন। এবারে কোনো সমস্যা না থাকলেও সামান্য ভুল রেখে নির্বাচন বন্ধ করে।
বক্তারা আরও বলেন, নির্বাচন আসলে এই ইউনিয়নের ভোটাররা আশায় বুক বাঁধেন। হয়তো এবার তাঁরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কিন্তু বরাবরের মতো এবারও সেই আশা নিরাশায় রূপ নেয়। এবার নির্বাচন হতে হবে। না হলে সেখানে প্রশাসনের ব্যক্তিদের দায়িত্ব নিতে হবে।
বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ দেলোয়ার হোসেন বলেন, বর্তমান চেয়ারম্যান ৪২ বছর ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। এই ইউনিয়নের দুটি ওয়ার্ড বোদা পৌরসভায় যাওয়ায় ১৮ বছর নির্বাচন হয়নি। বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বলেন, নির্বাচন বন্ধ বা হওয়া কোনোটি আমার কাজ নয়। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, কোথায় নির্বাচন হবে আর কোথায় হবে না, সেটা তাদের ব্যাপার। আমার নির্বাচন বন্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। একটি পক্ষ আমার জনপ্রিয়তাকে ভালোভাবে না নিয়ে এমন কথা বলছে।
আটোয়ারী উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল আলম বলেন, ‘আমি নতুন এসেছি। এই উপজেলায় ৬টি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা। কিন্তু বলরামপুর ইউনিয়ন বাদে ৫টি ইউনিয়নের নির্বাচনের তফসিল হয়। আইনি জটিলতার কারণে এবারেও এই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।’
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রথমে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বীর হাতে স্মারকলিপি দেন। এরপর পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে একই কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দেন তাঁরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে