শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে চর চৌগাছী ও ঘসিয়াল গ্রামবাসীর আয়োজনে গড়াই নদীতে গত মঙ্গলবার ঐতিহ্যবাহী শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। চর চৌগাছী ও ঘসিয়াল নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক মো. লিটন বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় এই বাইচের আয়োজন করা হয়। নৌকা বাইচে প্রথম স্থান অর্জন করে লালন শাহ নৌকা।
উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. সোলায়মান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর
বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ জহিরুল ইসলাম পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ প্রমুখ।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে মঙ্গলবার দুপুর থেকেই গড়াই নদীর পাড়ে আসতে শুরু করে নানা বয়সি মানুষ। দুপুর ৩টায় শুরু হয় আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচে অংশ নেয় সোনার বাংলা, লালন শাহ, তুফান, পঙ্খীরাজ, একতা এক্সপ্রেস, উড়ন্ত পাখি, সেই লালন শাহ নৌকাসহ মোট ৯টি নৌকা বাইচ দল।
স্থানীয় টিকারবিলা ঘাট থেকে ঘসিয়াল ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে নৌকা বাইচ প্রতিযোগিতার অংশ ছিল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে নদীর পাড়ে হাজারো মানুষ ভিড় করে।
নৌকা বাইচে অংশ নেওয়া প্রতিযোগীরা জানান, আমরা দেশের বিভিন্ন অঞ্চলে নৌকা বাইচে অংশ নেই। শখের বশে মানুষকে আনন্দ দিতেই এসব করি।’
প্রধান অতিথি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, ‘প্রাচীনকালে বিনোদনের মাধ্যম ছিল এই নৌকা বাইচ। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এবং মানুষকে আনন্দ-বিনোদন দেওয়ার জন্য আমাদের এই আয়োজন।’
আয়োজক চরচৌগাছী ও ঘসিয়াল নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক মো. লিটন বিশ্বাস জানান, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই নৌকা বাইচ সম্পন্ন হয়েছে। আমরা প্রতিবছর ঐতিহ্যবাহী বাইচের আয়োজন করি। পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
বাইচ শেষে প্রথম বিজয়ী লালন শাহ নৌকাকে একটি মোটরসাইকেল দ্বিতীয় বিজয়ী সেই লালন শাহ নৌকাকে রেফ্রিজারেটর ও তৃতীয় বিজয়ী সোনার বাংলা নৌকাকে ৪০ ইঞ্চি এলইডি টিভি এবং সকল অংশগ্রহণকারী দলকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
মাগুরার শ্রীপুরে চর চৌগাছী ও ঘসিয়াল গ্রামবাসীর আয়োজনে গড়াই নদীতে গত মঙ্গলবার ঐতিহ্যবাহী শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। চর চৌগাছী ও ঘসিয়াল নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক মো. লিটন বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় এই বাইচের আয়োজন করা হয়। নৌকা বাইচে প্রথম স্থান অর্জন করে লালন শাহ নৌকা।
উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. সোলায়মান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর
বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ জহিরুল ইসলাম পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ প্রমুখ।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে মঙ্গলবার দুপুর থেকেই গড়াই নদীর পাড়ে আসতে শুরু করে নানা বয়সি মানুষ। দুপুর ৩টায় শুরু হয় আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচে অংশ নেয় সোনার বাংলা, লালন শাহ, তুফান, পঙ্খীরাজ, একতা এক্সপ্রেস, উড়ন্ত পাখি, সেই লালন শাহ নৌকাসহ মোট ৯টি নৌকা বাইচ দল।
স্থানীয় টিকারবিলা ঘাট থেকে ঘসিয়াল ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে নৌকা বাইচ প্রতিযোগিতার অংশ ছিল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে নদীর পাড়ে হাজারো মানুষ ভিড় করে।
নৌকা বাইচে অংশ নেওয়া প্রতিযোগীরা জানান, আমরা দেশের বিভিন্ন অঞ্চলে নৌকা বাইচে অংশ নেই। শখের বশে মানুষকে আনন্দ দিতেই এসব করি।’
প্রধান অতিথি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, ‘প্রাচীনকালে বিনোদনের মাধ্যম ছিল এই নৌকা বাইচ। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এবং মানুষকে আনন্দ-বিনোদন দেওয়ার জন্য আমাদের এই আয়োজন।’
আয়োজক চরচৌগাছী ও ঘসিয়াল নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক মো. লিটন বিশ্বাস জানান, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই নৌকা বাইচ সম্পন্ন হয়েছে। আমরা প্রতিবছর ঐতিহ্যবাহী বাইচের আয়োজন করি। পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
বাইচ শেষে প্রথম বিজয়ী লালন শাহ নৌকাকে একটি মোটরসাইকেল দ্বিতীয় বিজয়ী সেই লালন শাহ নৌকাকে রেফ্রিজারেটর ও তৃতীয় বিজয়ী সোনার বাংলা নৌকাকে ৪০ ইঞ্চি এলইডি টিভি এবং সকল অংশগ্রহণকারী দলকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে