রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সারা বছর কোথাও না-কোথায় পাহাড় কাটা হয়। বছরের পর বছর ধরে নির্বিচারে পাহাড় কাটার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের।
উপজেলার রাজানগর, দক্ষিণ রাজানগর ও ইসলামপুর ইউনিয়নে শতাধিক ইটভাটা রয়েছে। এসব ভাটায় মাটি সরবরাহের জন্য ৫ ইউনিয়নের পাহাড় নির্বিচারে সাবাড় করা হচ্ছে। এ ছাড়া ৮ নম্বর সফরটা, ৭ নম্বর বেতাগী ও ৬ নম্বর পোমরা ইউনিয়নের পাহাড়গুলোরও রেহাই মিলছে না পাহাড়খেকোর কবল থেকে।
এ ব্যাপারে বন বিভাগ, ইউনিয়ন পরিষদ, উপজেলা কিংবা থানা প্রশাসন যেন অসহায়। কেউই জানে না এসব পাহাড় কারা কাটছে। বন বিভাগ নেহাত দায়ে পড়ে কোনো মামলা করলেও সেখানে পাহাড়খেকোদের নাম আসে না। যাদের নাম আসে, তাদের থানা-পুলিশ খুঁজে পায় না। স্থানীয় লোকজনও তাদের নাম মুখে আনতে ভয় পায়।
জানা গেছেন, কখনো ভিটে ভরাট করার জন্য, কখনো ডোবা ভরাট করে ভিটা তৈরির জন্য এসব পাহাড় কাটা হয়। যাদের ভিটেবাড়ি বা ডোবা ভরাট করা হয়, পাহাড় কাটার সঙ্গে তাদের তেমন সম্পৃক্ততা নেই। এসব পাহাড় কাটার সঙ্গে স্থানীয় প্রভাবশালী একাধিক সিন্ডিকেট সংযুক্ত থাকে। তাঁদের কাছ থেকে ভিটা বা ডোবার মালিকেরা এসব মাটি কিনে নেন।
এ ছাড়া ভাটার ইট বানানোর জন্য নির্বিচারে পাহাড় কেটে মাটি সরবরাহ করা হয়। সরকারি বিভিন্ন প্রকল্প, যেমন—স্কুলের মাঠ ভরাট, সড়ক নির্মাণ, পুকুর, নদী বা খালের পাড় ভরাট ইত্যাদি কাজে পাহাড়ের মাটি ব্যবহারের ঝোঁক রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন শাহ বলেন, ‘নদী ভাঙা ও বাস্তুহারা মানুষেরাই পাহাড়ে বসবাস করছেন। বন বিভাগের লোকজনকে ম্যানেজ করেই এসব বসতি গড়ে তোলা হয়। বসতবাড়ি নির্মাণের সময় পাহাড় কাটার কারণে বর্ষায় সেই সব কাটা পাহাড়ে পানি চুষে ধসে পড়ে। এ ছাড়া যারা পাহাড়ের মাটি কেটে ব্যবসা করে তারা দুর্বৃত্ত, দলের কেউ নয়। এলাকার সংসদ সদস্য এসব দুর্বৃত্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন।’
চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতী রেঞ্জ কর্মকর্তা খশরুল আমিন বলেন, ‘পাহাড়ধসের শঙ্কায় ঝুঁকি নিয়ে বসবাসরত পরিবারগুলো উচ্ছেদ ও নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হলেও কেউ কর্ণপাত করে না। উচ্ছেদ করার পরও আবার বসতি গড়ে তোলা হয়।’
পাহাড় কাটার বিষয়ে রেঞ্জ কর্মকর্তা জানান, খবর পেয়ে অভিযান চালানো হয়। কিন্তু ধরা যায় না। অভিযানের আগেই তারা পালিয়ে যায়। মাঝেমধ্যে যাদের আটক করা হয়, তারা মূলত শ্রমিক। মামলা দিলেও কদিন পরেই জামিন নিয়ে ফিরে এসে আবার পাহাড় কাটা শুরু করে। লোকবলের অভাবে বন বিভাগ কঠোর উদ্যোগ নিতে পারে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমানী বলেন, ‘পাহাড়ে ঝুঁকিতে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিংসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পৌর মেয়রসহ উপজেলার সব ইউপি চেয়ারম্যানকে নিজ ইউনিয়নে মাইকিং করে সতর্ক করা ও নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছিল। ফলে অন্যান্য বছর বর্ষা মৌসুমে হতাহতের ঘটনা ঘটলেও, এ বছর তা রোধ করতে পেরেছি। তবে কোনো অবস্থাতেই পাহাড় কাটতে দেওয়া যাবে না। পাহাড় কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাহাড় কাটার সঙ্গে যারাই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সারা বছর কোথাও না-কোথায় পাহাড় কাটা হয়। বছরের পর বছর ধরে নির্বিচারে পাহাড় কাটার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের।
উপজেলার রাজানগর, দক্ষিণ রাজানগর ও ইসলামপুর ইউনিয়নে শতাধিক ইটভাটা রয়েছে। এসব ভাটায় মাটি সরবরাহের জন্য ৫ ইউনিয়নের পাহাড় নির্বিচারে সাবাড় করা হচ্ছে। এ ছাড়া ৮ নম্বর সফরটা, ৭ নম্বর বেতাগী ও ৬ নম্বর পোমরা ইউনিয়নের পাহাড়গুলোরও রেহাই মিলছে না পাহাড়খেকোর কবল থেকে।
এ ব্যাপারে বন বিভাগ, ইউনিয়ন পরিষদ, উপজেলা কিংবা থানা প্রশাসন যেন অসহায়। কেউই জানে না এসব পাহাড় কারা কাটছে। বন বিভাগ নেহাত দায়ে পড়ে কোনো মামলা করলেও সেখানে পাহাড়খেকোদের নাম আসে না। যাদের নাম আসে, তাদের থানা-পুলিশ খুঁজে পায় না। স্থানীয় লোকজনও তাদের নাম মুখে আনতে ভয় পায়।
জানা গেছেন, কখনো ভিটে ভরাট করার জন্য, কখনো ডোবা ভরাট করে ভিটা তৈরির জন্য এসব পাহাড় কাটা হয়। যাদের ভিটেবাড়ি বা ডোবা ভরাট করা হয়, পাহাড় কাটার সঙ্গে তাদের তেমন সম্পৃক্ততা নেই। এসব পাহাড় কাটার সঙ্গে স্থানীয় প্রভাবশালী একাধিক সিন্ডিকেট সংযুক্ত থাকে। তাঁদের কাছ থেকে ভিটা বা ডোবার মালিকেরা এসব মাটি কিনে নেন।
এ ছাড়া ভাটার ইট বানানোর জন্য নির্বিচারে পাহাড় কেটে মাটি সরবরাহ করা হয়। সরকারি বিভিন্ন প্রকল্প, যেমন—স্কুলের মাঠ ভরাট, সড়ক নির্মাণ, পুকুর, নদী বা খালের পাড় ভরাট ইত্যাদি কাজে পাহাড়ের মাটি ব্যবহারের ঝোঁক রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন শাহ বলেন, ‘নদী ভাঙা ও বাস্তুহারা মানুষেরাই পাহাড়ে বসবাস করছেন। বন বিভাগের লোকজনকে ম্যানেজ করেই এসব বসতি গড়ে তোলা হয়। বসতবাড়ি নির্মাণের সময় পাহাড় কাটার কারণে বর্ষায় সেই সব কাটা পাহাড়ে পানি চুষে ধসে পড়ে। এ ছাড়া যারা পাহাড়ের মাটি কেটে ব্যবসা করে তারা দুর্বৃত্ত, দলের কেউ নয়। এলাকার সংসদ সদস্য এসব দুর্বৃত্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন।’
চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতী রেঞ্জ কর্মকর্তা খশরুল আমিন বলেন, ‘পাহাড়ধসের শঙ্কায় ঝুঁকি নিয়ে বসবাসরত পরিবারগুলো উচ্ছেদ ও নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হলেও কেউ কর্ণপাত করে না। উচ্ছেদ করার পরও আবার বসতি গড়ে তোলা হয়।’
পাহাড় কাটার বিষয়ে রেঞ্জ কর্মকর্তা জানান, খবর পেয়ে অভিযান চালানো হয়। কিন্তু ধরা যায় না। অভিযানের আগেই তারা পালিয়ে যায়। মাঝেমধ্যে যাদের আটক করা হয়, তারা মূলত শ্রমিক। মামলা দিলেও কদিন পরেই জামিন নিয়ে ফিরে এসে আবার পাহাড় কাটা শুরু করে। লোকবলের অভাবে বন বিভাগ কঠোর উদ্যোগ নিতে পারে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমানী বলেন, ‘পাহাড়ে ঝুঁকিতে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিংসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পৌর মেয়রসহ উপজেলার সব ইউপি চেয়ারম্যানকে নিজ ইউনিয়নে মাইকিং করে সতর্ক করা ও নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছিল। ফলে অন্যান্য বছর বর্ষা মৌসুমে হতাহতের ঘটনা ঘটলেও, এ বছর তা রোধ করতে পেরেছি। তবে কোনো অবস্থাতেই পাহাড় কাটতে দেওয়া যাবে না। পাহাড় কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাহাড় কাটার সঙ্গে যারাই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে