ফেনী প্রতিনিধি
ফেনীর পরশুরামে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের ওপর হামলা ও তাঁদের মনোনয়ন ফরম ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার বক্সমাহমুদ, মির্জানগর ও চিথলিয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা এ হামলা ও হুমকির শিকার হয়েছেন বলে জানিয়েছেন।
বক্সমাহমুদ ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপির বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন জানান, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে মনোনয়ন ফরম নিয়ে স্ত্রীসহ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় গুথুমা তাজুলের বাড়ির সামনে পৌঁছালে জনি, রনি ও যুবলীগ নেতা ইয়াছিনসহ ১৫-২০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। রাতে তারা আবার তাঁর বাড়িতে হামলা ও বসতঘর ভাঙচুর করে।
জাকির হোসেন বলেন, ‘হামলার সময় আমি ফেসবুক লাইভে এসেছিলাম। বাসভবনের হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখিয়েছিলাম এবং ঘটনার সঙ্গে সম্পৃক্তদের নাম বলি।’
জানা গেছে, গত রোববার রাতে ওই হামলা ও মনোনয়ন ফরম ছিনতাই চেষ্টার অভিযোগে মো. জনিকে (২৫) প্রধান আসামি করে রনি ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াছিনসহ ৬ জনের নাম উল্লেখসহ আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করেন জাকির হোসেন। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি ফেনী জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের কাছে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এদিকে মির্জানগর ইউপির স্বতন্ত্র প্রার্থী, ফেনী জেলা যুবলীগের সদস্য ফখরুল ইসলাম ফারুখ ও মির্জানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলি আকবর ভুইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতারা মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যান পদের আওয়ামী লীগের দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের সামনে গত শনিবার মানববন্ধন করেন।
এ সময় তাঁরা আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন বোর্ডের কাছে বর্তমান চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এতে ভুট্টোর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ফারুখের সত্যনগর বাড়িতে গত শনিবার সন্ধ্যায় ও রাতে দুই দফায় হামলা চালায়। এ ছাড়া তাঁর পরিবারের লোকজনকে হুমকি দেন।
একই সময় এমরান হোসেন নামে অপর এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম ছিনিয়ে নেয় ভুট্টোর সমর্থকেরা।
এ ছাড়া চিথলিয়া ইউপির একজন স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান মিলনকে বর্তমান চেয়ারম্যানের ভাই মো. ইউছুফ ও ফারুখ ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন জানান, একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফেনীর পরশুরামে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের ওপর হামলা ও তাঁদের মনোনয়ন ফরম ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার বক্সমাহমুদ, মির্জানগর ও চিথলিয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা এ হামলা ও হুমকির শিকার হয়েছেন বলে জানিয়েছেন।
বক্সমাহমুদ ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপির বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন জানান, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে মনোনয়ন ফরম নিয়ে স্ত্রীসহ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় গুথুমা তাজুলের বাড়ির সামনে পৌঁছালে জনি, রনি ও যুবলীগ নেতা ইয়াছিনসহ ১৫-২০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। রাতে তারা আবার তাঁর বাড়িতে হামলা ও বসতঘর ভাঙচুর করে।
জাকির হোসেন বলেন, ‘হামলার সময় আমি ফেসবুক লাইভে এসেছিলাম। বাসভবনের হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখিয়েছিলাম এবং ঘটনার সঙ্গে সম্পৃক্তদের নাম বলি।’
জানা গেছে, গত রোববার রাতে ওই হামলা ও মনোনয়ন ফরম ছিনতাই চেষ্টার অভিযোগে মো. জনিকে (২৫) প্রধান আসামি করে রনি ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াছিনসহ ৬ জনের নাম উল্লেখসহ আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করেন জাকির হোসেন। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি ফেনী জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের কাছে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এদিকে মির্জানগর ইউপির স্বতন্ত্র প্রার্থী, ফেনী জেলা যুবলীগের সদস্য ফখরুল ইসলাম ফারুখ ও মির্জানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলি আকবর ভুইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতারা মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যান পদের আওয়ামী লীগের দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের সামনে গত শনিবার মানববন্ধন করেন।
এ সময় তাঁরা আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন বোর্ডের কাছে বর্তমান চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এতে ভুট্টোর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ফারুখের সত্যনগর বাড়িতে গত শনিবার সন্ধ্যায় ও রাতে দুই দফায় হামলা চালায়। এ ছাড়া তাঁর পরিবারের লোকজনকে হুমকি দেন।
একই সময় এমরান হোসেন নামে অপর এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম ছিনিয়ে নেয় ভুট্টোর সমর্থকেরা।
এ ছাড়া চিথলিয়া ইউপির একজন স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান মিলনকে বর্তমান চেয়ারম্যানের ভাই মো. ইউছুফ ও ফারুখ ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন জানান, একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ ঘণ্টা আগে