উপল বড়ুয়া, ঢাকা
মনে করুন, শত বছর আগে ইউরোপের কোনো জনাকীর্ণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পলক ফেলতেই দেখতে পেলেন রেস্তোরাঁয় বসে আছেন পাবলো পিকাসো। আরেকটু পর দেখলেন গোঁফ পাকিয়ে এগিয়ে আসছেন সালভাদর দালি। উডি অ্যালেনের ‘মিডনাইট ইন প্যারিস’ যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয় এমন দৃশ্যের সঙ্গে বেশ পরিচিত।
ফুটবলারের সঙ্গে যদি তুলনায় যাওয়া হয়, তবে এক বাক্যেই বলা যায়—পিকাসো হচ্ছেন লিওনেল মেসি। যিনি কিউবিক ফর্মে একের পর এক ক্যানভাস ভরিয়ে তুলছেন রঙের তুলিতে। আর ক্রিস্টিয়ানো রোনালদো যেন পরাবাস্তাববাদে মেতে থাকা দালি। যার একেকটি গোল সময়কেও থামিয়ে দেয়। ঠিক দালির গলে পড়া ঘড়িটার মতোন।
মেসি-রোনালদোর সামান্য দূর প্রজন্মের আরেক প্রতিভাবানকে যদি বেছে নিতে বলা হয়, কাকে নেবেন? নিশ্চয় নেইমার। তিনি যেন জ্যাকসন পোলক। ব্রাজিলিয়ান সুপারস্টার রঙের ব্রাশ ছিঁটানোর মতো পায়ের কারুকার্যে মোহিত করে রাখতে পারেন সবাইকে।
পেলে ও দিয়েগো ম্যারাডোনার কথা বাদ দিলে একবিংশ শতাব্দীতে প্রজন্মের এই তিন ফুটবলারের চেয়ে বেশি আলোচিত কেউ নেই। দুঃখের বিষয় কাতারই হতে পারে তাঁদের শেষ বিশ্বকাপ। মেসি জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। রোনালদো এখনো কিছু না বললেও সবাই ধরে নিয়েছেন, তিনি থামছেন। কারণ তাঁর বয়সও হয়ে গেছে ৩৭। নেইমারও এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন।
আগামী বিশ্বকাপে মেসির বয়স হয়ে যাবে ৩৯; নেইমারের ৩৪। ব্রাজিলিয়ান তারকার অবশ্য সুযোগ থাকছে আরও একটি বিশ্বকাপ খেলার। তবে সেলেসাওদের ‘হেক্সা মিশনের’ চাপ হয়তো আর নিতে চান না। চলতি মৌসুমে পিএসজির জার্সিতে দুর্দান্ত ফর্মে থেকে কাতারে যাবেন নেইমার। সেরা সময়ে আছেন তাঁর ক্লাব সতীর্থ মেসিও। তবে এ মৌসুমে গোলের জন্য মাথা কুটে মরছেন রোনালদো। অন্যদিকে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ দুই প্রীতি ম্যাচে করেছেন ৪ গোল।
তারপরও নিজেদের ফেবারিট মানছেন না তিনি, ‘আমরা ফেবারিট নই। আমাদের চেয়েও ভালো দল আছে।’
মেসি মুখে যাই বলুন—শেষটা যে তিনি অধরা শিরোপা ছুঁয়ে দেখতে চাইবেন, তা না বললেও চলে। ক্লাবের হয়ে সব জিতেছেন। ঝুলিতে আছে রেকর্ড সাতটি ব্যালন ডি’অর।
কিন্তু বাকি রয়ে গেছে বিশ্বকাপ। গত বছর ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতে দেশবাসীকে আনন্দে ভাসিয়েছেন মেসি। এবার কি পারবেন আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ঘোচাতে?
রোনালদোও ক্লাব ক্যারিয়ারে সবকিছু জিতেছেন। পর্তুগালের হয়ে পেয়েছেন ইউরো ও নেশনস লিগ জয়ের স্বাদ। তবে বিশ্বকাপ ছোঁয়া হয়নি সিআর সেভেনেরও।
ব্যক্তিগত অর্জনে অবশ্য মেসি ও রোনালদোর চেয়ে বেশ পিছিয়ে নেইমার। এখনো ব্যালন ডি’অরের স্বাদ পাওয়া হয়নি তাঁর। খেলেছেন মাত্র দুটি বিশ্বকাপ। নিজেদের মাঠে ২০১৪ আসরে নেইমার ছিলেন দলের মূল ভরসা। কিন্তু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে কোমরে পাওয়া মারাত্মক আঘাত তাঁর স্বপ্ন শেষ করে দেয়। ব্রাজিল সেবার শেষ চারে বিধ্বস্ত হয় জার্মানির কাছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বিদায় নিতে হয় কোয়ার্টার ফাইনাল থেকে।
মনে করুন, শত বছর আগে ইউরোপের কোনো জনাকীর্ণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পলক ফেলতেই দেখতে পেলেন রেস্তোরাঁয় বসে আছেন পাবলো পিকাসো। আরেকটু পর দেখলেন গোঁফ পাকিয়ে এগিয়ে আসছেন সালভাদর দালি। উডি অ্যালেনের ‘মিডনাইট ইন প্যারিস’ যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয় এমন দৃশ্যের সঙ্গে বেশ পরিচিত।
ফুটবলারের সঙ্গে যদি তুলনায় যাওয়া হয়, তবে এক বাক্যেই বলা যায়—পিকাসো হচ্ছেন লিওনেল মেসি। যিনি কিউবিক ফর্মে একের পর এক ক্যানভাস ভরিয়ে তুলছেন রঙের তুলিতে। আর ক্রিস্টিয়ানো রোনালদো যেন পরাবাস্তাববাদে মেতে থাকা দালি। যার একেকটি গোল সময়কেও থামিয়ে দেয়। ঠিক দালির গলে পড়া ঘড়িটার মতোন।
মেসি-রোনালদোর সামান্য দূর প্রজন্মের আরেক প্রতিভাবানকে যদি বেছে নিতে বলা হয়, কাকে নেবেন? নিশ্চয় নেইমার। তিনি যেন জ্যাকসন পোলক। ব্রাজিলিয়ান সুপারস্টার রঙের ব্রাশ ছিঁটানোর মতো পায়ের কারুকার্যে মোহিত করে রাখতে পারেন সবাইকে।
পেলে ও দিয়েগো ম্যারাডোনার কথা বাদ দিলে একবিংশ শতাব্দীতে প্রজন্মের এই তিন ফুটবলারের চেয়ে বেশি আলোচিত কেউ নেই। দুঃখের বিষয় কাতারই হতে পারে তাঁদের শেষ বিশ্বকাপ। মেসি জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। রোনালদো এখনো কিছু না বললেও সবাই ধরে নিয়েছেন, তিনি থামছেন। কারণ তাঁর বয়সও হয়ে গেছে ৩৭। নেইমারও এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন।
আগামী বিশ্বকাপে মেসির বয়স হয়ে যাবে ৩৯; নেইমারের ৩৪। ব্রাজিলিয়ান তারকার অবশ্য সুযোগ থাকছে আরও একটি বিশ্বকাপ খেলার। তবে সেলেসাওদের ‘হেক্সা মিশনের’ চাপ হয়তো আর নিতে চান না। চলতি মৌসুমে পিএসজির জার্সিতে দুর্দান্ত ফর্মে থেকে কাতারে যাবেন নেইমার। সেরা সময়ে আছেন তাঁর ক্লাব সতীর্থ মেসিও। তবে এ মৌসুমে গোলের জন্য মাথা কুটে মরছেন রোনালদো। অন্যদিকে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ দুই প্রীতি ম্যাচে করেছেন ৪ গোল।
তারপরও নিজেদের ফেবারিট মানছেন না তিনি, ‘আমরা ফেবারিট নই। আমাদের চেয়েও ভালো দল আছে।’
মেসি মুখে যাই বলুন—শেষটা যে তিনি অধরা শিরোপা ছুঁয়ে দেখতে চাইবেন, তা না বললেও চলে। ক্লাবের হয়ে সব জিতেছেন। ঝুলিতে আছে রেকর্ড সাতটি ব্যালন ডি’অর।
কিন্তু বাকি রয়ে গেছে বিশ্বকাপ। গত বছর ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতে দেশবাসীকে আনন্দে ভাসিয়েছেন মেসি। এবার কি পারবেন আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ঘোচাতে?
রোনালদোও ক্লাব ক্যারিয়ারে সবকিছু জিতেছেন। পর্তুগালের হয়ে পেয়েছেন ইউরো ও নেশনস লিগ জয়ের স্বাদ। তবে বিশ্বকাপ ছোঁয়া হয়নি সিআর সেভেনেরও।
ব্যক্তিগত অর্জনে অবশ্য মেসি ও রোনালদোর চেয়ে বেশ পিছিয়ে নেইমার। এখনো ব্যালন ডি’অরের স্বাদ পাওয়া হয়নি তাঁর। খেলেছেন মাত্র দুটি বিশ্বকাপ। নিজেদের মাঠে ২০১৪ আসরে নেইমার ছিলেন দলের মূল ভরসা। কিন্তু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে কোমরে পাওয়া মারাত্মক আঘাত তাঁর স্বপ্ন শেষ করে দেয়। ব্রাজিল সেবার শেষ চারে বিধ্বস্ত হয় জার্মানির কাছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বিদায় নিতে হয় কোয়ার্টার ফাইনাল থেকে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে