আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
চট্টগ্রাম কাস্টমস হাউসের রাসায়নিক পরীক্ষাগারে নেই রসায়নবিদ। এতে শত শত চালান বন্দরে আটকা পড়েছে।
জানা গেছে, রাসায়নিক পরীক্ষাগারের একমাত্র রসায়নবিদ মো. আব্দুল হান্নান ২৬ ফেব্রুয়ারি অবসরে যান। এর পর থেকেই তাঁর পদটি শূন্য রয়েছে। ফলে ৯ দিন ধরে অনেক গুরুত্বপূর্ণ চালানের রাসায়নিক প্রতিবেদন না পাওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস নেওয়া সম্ভব হচ্ছে না।
কাস্টমস হাউসের রাসায়নিক পরীক্ষাগারে রসায়নবিদের সহকারী মো. পারভেজ আল হারুন আজকের পত্রিকাকে বলেন, রসায়নবিদ মো. আবব্দুল হান্নান ২৬ ফেব্রুয়ারি অবসর গেছেন। এরপর থেকেই আর কেউ এখনো এই পদে যোগদান করেননি।
মো. পারভেজ আল হারুন আরও বলেন, প্রতিদিন ৭০ থেকে ৮০টি চালান রাসায়নিক পরীক্ষাগারে প্রতিবেদনের জন্য জমা হয়। এর মধ্যে ২০-২৫টি চালান পচনশীল পণ্যের (ফল জাতীয়)। রসায়নবিদ মো. আব্দুল হান্নান অবসরে যাওয়ার পর থেকে রাসায়নিক পরীক্ষাগারে শুধুমাত্র ফল জাতীয় পচনশীল পণ্যের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন দেওয়া হয়।
চিটাগাং ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসের রাসায়নিক পরীক্ষাগারে রসায়নবিদের পদ শূন্য থাকা দুঃখ জনক। চট্টগ্রাম বন্দর দেশের খুবই গুরুত্বপূর্ণ বন্দর। ‘বন্দর সচল রাখতে আমরা সব সময় কাজ করছি। বন্দর থেকে পণ্য দ্রুত ডেলিভারি নেওয়ার জন্য বলা হয়। কিন্তু সব স্টেক হোল্ডারদের সহযোগিতা না পেলে আমাদের ইচ্ছা থাকলেও পণ্য ডেলিভারি দেওয়া সম্ভব হয় না। রসায়নবিদ না থাকায় পরীক্ষাগারের প্রতিবেদন পাওয়া যায় না। এতে আমদানি করা পণ্য খালাসে বিলম্ব হচ্ছে।’ তিনি দ্রুত রসায়নবিদ পদায়নের আহ্বান জানান।
সিঅ্যান্ডএফ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম সেলিম বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসের রাসায়নিক পরীক্ষাগারে রসায়নবিদ না থাকায় শত শত চালান বন্দরে আটকা পড়েছে। প্রায় ৯-১০ দিন ধরে সিঅ্যান্ডএফ এজেন্টরা রাসায়নিক প্রতিবেদন পাচ্ছেন না। ফলে কয়েক হাজার কোটি টাকার কয়েক শ চালান আটকা পড়েছে।
সরেজমিন গত রোববার বিকেলে রাসায়নিক পরীক্ষাগারে দেখা গেছে, উত্তরাংশে প্রায় সব কক্ষই তালাবদ্ধ। একজন আনসার সদস্য সেখানে দায়িত্ব পালন করছিলেন। দক্ষিণাংশে অনেক সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা ল্যাব প্রতিবেদনের জন্য জটলা বেঁধে অপেক্ষা করছিলেন।
কাস্টমস হাউসের কমিশনার মো. ফখরুল আলম আজকের পত্রিকাকে বলেন, কাস্টমস হাউসের রসায়নবিদ অবসরে গেছেন। বেনাপোল কাস্টমস হাউস থেকে এখানে একজনকে পদায়ন করা হয়েছে। পরীক্ষাগারে সব পরীক্ষা বন্ধ নয়। কিছু পণ্য পরীক্ষার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন ল্যাবে পাঠানো হয়।
চট্টগ্রাম কাস্টমস হাউসের রাসায়নিক পরীক্ষাগারে নেই রসায়নবিদ। এতে শত শত চালান বন্দরে আটকা পড়েছে।
জানা গেছে, রাসায়নিক পরীক্ষাগারের একমাত্র রসায়নবিদ মো. আব্দুল হান্নান ২৬ ফেব্রুয়ারি অবসরে যান। এর পর থেকেই তাঁর পদটি শূন্য রয়েছে। ফলে ৯ দিন ধরে অনেক গুরুত্বপূর্ণ চালানের রাসায়নিক প্রতিবেদন না পাওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস নেওয়া সম্ভব হচ্ছে না।
কাস্টমস হাউসের রাসায়নিক পরীক্ষাগারে রসায়নবিদের সহকারী মো. পারভেজ আল হারুন আজকের পত্রিকাকে বলেন, রসায়নবিদ মো. আবব্দুল হান্নান ২৬ ফেব্রুয়ারি অবসর গেছেন। এরপর থেকেই আর কেউ এখনো এই পদে যোগদান করেননি।
মো. পারভেজ আল হারুন আরও বলেন, প্রতিদিন ৭০ থেকে ৮০টি চালান রাসায়নিক পরীক্ষাগারে প্রতিবেদনের জন্য জমা হয়। এর মধ্যে ২০-২৫টি চালান পচনশীল পণ্যের (ফল জাতীয়)। রসায়নবিদ মো. আব্দুল হান্নান অবসরে যাওয়ার পর থেকে রাসায়নিক পরীক্ষাগারে শুধুমাত্র ফল জাতীয় পচনশীল পণ্যের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন দেওয়া হয়।
চিটাগাং ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসের রাসায়নিক পরীক্ষাগারে রসায়নবিদের পদ শূন্য থাকা দুঃখ জনক। চট্টগ্রাম বন্দর দেশের খুবই গুরুত্বপূর্ণ বন্দর। ‘বন্দর সচল রাখতে আমরা সব সময় কাজ করছি। বন্দর থেকে পণ্য দ্রুত ডেলিভারি নেওয়ার জন্য বলা হয়। কিন্তু সব স্টেক হোল্ডারদের সহযোগিতা না পেলে আমাদের ইচ্ছা থাকলেও পণ্য ডেলিভারি দেওয়া সম্ভব হয় না। রসায়নবিদ না থাকায় পরীক্ষাগারের প্রতিবেদন পাওয়া যায় না। এতে আমদানি করা পণ্য খালাসে বিলম্ব হচ্ছে।’ তিনি দ্রুত রসায়নবিদ পদায়নের আহ্বান জানান।
সিঅ্যান্ডএফ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম সেলিম বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসের রাসায়নিক পরীক্ষাগারে রসায়নবিদ না থাকায় শত শত চালান বন্দরে আটকা পড়েছে। প্রায় ৯-১০ দিন ধরে সিঅ্যান্ডএফ এজেন্টরা রাসায়নিক প্রতিবেদন পাচ্ছেন না। ফলে কয়েক হাজার কোটি টাকার কয়েক শ চালান আটকা পড়েছে।
সরেজমিন গত রোববার বিকেলে রাসায়নিক পরীক্ষাগারে দেখা গেছে, উত্তরাংশে প্রায় সব কক্ষই তালাবদ্ধ। একজন আনসার সদস্য সেখানে দায়িত্ব পালন করছিলেন। দক্ষিণাংশে অনেক সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা ল্যাব প্রতিবেদনের জন্য জটলা বেঁধে অপেক্ষা করছিলেন।
কাস্টমস হাউসের কমিশনার মো. ফখরুল আলম আজকের পত্রিকাকে বলেন, কাস্টমস হাউসের রসায়নবিদ অবসরে গেছেন। বেনাপোল কাস্টমস হাউস থেকে এখানে একজনকে পদায়ন করা হয়েছে। পরীক্ষাগারে সব পরীক্ষা বন্ধ নয়। কিছু পণ্য পরীক্ষার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন ল্যাবে পাঠানো হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে