ক্রীড়া ডেস্ক
এ বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজেয় ভারত। ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারাতে পারলে নকআউট পর্ব নিশ্চিত রোহিত শর্মাদের। তবে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের চেয়ে ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ লঙ্কানদের কাছে। বাকি তিন ম্যাচে যে জিততেই হবে তাদের।
এই ম্যাচ যে শ্রীলঙ্কার জন্য প্রতিশোধেরও, সেটি না বললে নয়। গত সেপ্টেম্বরে কলম্বোতে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে বিধ্বস্ত হয়েছিল তারা। রোহিতদের বিপক্ষে সবশেষ টানা পাঁচ ওয়ানডেতে হার—সবকিছুর জবাব দিয়েই বিশ্বকাপে টিকে থাকতে চাইবেন কুশল মেন্ডিসরা।
এশিয়া কাপে মোহাম্মদ সিরাজের তোপের সামনে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিল ৫০ রানে। এমন লজ্জার হার ভুলে যেতে চাইবে যে কেউ। তবে লঙ্কানরা অনুপ্রেরণা খুঁজছেন সেখানেই। যেন ফিনিক্স পাখির মতো ছাইভস্ম থেকে জেগে উঠতে চায় তারা। ক্রিস সিলভারউডের কথাবার্তা তেমন ইঙ্গিতই দিল। গতকাল সংবাদ সম্মেলনে লঙ্কানদের কোচ বলেন, ‘আশা করি, এশিয়া কাপের হারই ছেলেদের প্রেরণা দেবে। তারা আগামীকাল (আজ) ভারতকে আটকাতে লড়াই করবে।’
চোটের কারণে এই ম্যাচেও খেলা হবে না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। তবে ভারতীয়রা তাতে চিন্তিত নয়, ওয়াংখেড়ে স্টেডিয়ামই যে তাদের বড় প্রেরণার। এই মাঠেই ২৮ বছরের অপেক্ষা ঘুচেছিল টিম ইন্ডিয়ার। ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে জিতেছিল শিরোপা। সেই ফাইনালের একমাত্র সাক্ষী হয়ে এই ম্যাচে আছেন শুধু বিরাট কোহলি। শচীন টেন্ডুলকারকে কাঁধে নিয়ে মাঠ প্রদক্ষিণের স্মৃতিটা এখনো হয়তো তরতাজা তাঁর। আর সেই কোহলিই এখন অপেক্ষায় ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরিতে শচীনের পাশে বসতে। সেই স্বপ্ন কি পূরণ হবে স্মৃতিধন্য ওয়াংখেড়েতে?
এ বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজেয় ভারত। ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারাতে পারলে নকআউট পর্ব নিশ্চিত রোহিত শর্মাদের। তবে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের চেয়ে ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ লঙ্কানদের কাছে। বাকি তিন ম্যাচে যে জিততেই হবে তাদের।
এই ম্যাচ যে শ্রীলঙ্কার জন্য প্রতিশোধেরও, সেটি না বললে নয়। গত সেপ্টেম্বরে কলম্বোতে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে বিধ্বস্ত হয়েছিল তারা। রোহিতদের বিপক্ষে সবশেষ টানা পাঁচ ওয়ানডেতে হার—সবকিছুর জবাব দিয়েই বিশ্বকাপে টিকে থাকতে চাইবেন কুশল মেন্ডিসরা।
এশিয়া কাপে মোহাম্মদ সিরাজের তোপের সামনে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিল ৫০ রানে। এমন লজ্জার হার ভুলে যেতে চাইবে যে কেউ। তবে লঙ্কানরা অনুপ্রেরণা খুঁজছেন সেখানেই। যেন ফিনিক্স পাখির মতো ছাইভস্ম থেকে জেগে উঠতে চায় তারা। ক্রিস সিলভারউডের কথাবার্তা তেমন ইঙ্গিতই দিল। গতকাল সংবাদ সম্মেলনে লঙ্কানদের কোচ বলেন, ‘আশা করি, এশিয়া কাপের হারই ছেলেদের প্রেরণা দেবে। তারা আগামীকাল (আজ) ভারতকে আটকাতে লড়াই করবে।’
চোটের কারণে এই ম্যাচেও খেলা হবে না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। তবে ভারতীয়রা তাতে চিন্তিত নয়, ওয়াংখেড়ে স্টেডিয়ামই যে তাদের বড় প্রেরণার। এই মাঠেই ২৮ বছরের অপেক্ষা ঘুচেছিল টিম ইন্ডিয়ার। ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে জিতেছিল শিরোপা। সেই ফাইনালের একমাত্র সাক্ষী হয়ে এই ম্যাচে আছেন শুধু বিরাট কোহলি। শচীন টেন্ডুলকারকে কাঁধে নিয়ে মাঠ প্রদক্ষিণের স্মৃতিটা এখনো হয়তো তরতাজা তাঁর। আর সেই কোহলিই এখন অপেক্ষায় ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরিতে শচীনের পাশে বসতে। সেই স্বপ্ন কি পূরণ হবে স্মৃতিধন্য ওয়াংখেড়েতে?
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে