নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোস্তাফিজুর রহমানের টেস্ট-বিরতি নিয়ে অনেক আলোচনাই হয়েছে গত এক মাসে। টেস্টভাবনা জানতে গত কয়েকদিনে আইপিএল খেলতে যাওয়া মোস্তাফিজের সঙ্গে কথা বলেছেন বিসিবির নির্বাচক প্যানেল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। জানা গেছে, লম্বা বিরতির পর টেস্টে ফিরতে আগ্রহী ফিজ।
দক্ষিণ আফ্রিকা সফরে ছন্দে থাকা দলের দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম চোটে পড়ার পর দেশের মাঠে শ্রীলঙ্কা সিরিজের আগে সামনে আসে মোস্তাফিজের টেস্টে ফেরা প্রসঙ্গ, যিনি সর্বশেষ এ সংস্করণে খেলেছেন ১৫ মাস আগে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, বাঁহাতি পেসারকে ছুটি দেওয়া হয়েছে আইপিএলের পুরো মৌসুম খেলতে। গত ২১ এপ্রিল আজকের পত্রিকা'য় প্রকাশিত সাক্ষাৎকারে মোস্তাফিজ টেস্ট নিয়ে নিজের ভাবনা খুলেই বলেন।
এরপর গত এক মাসে বিসিবির শীর্ষ কর্তারা বিশেষ করে বোর্ডপ্রধান নাজমুল হাসান পাপন জানান, মোস্তাফিজকে সংস্করণ বেছে খেলার সুযোগ তাঁরা যেমন দিয়েছেন, তেমনি দলের প্রয়োজনে দরকার হলে বাঁহাতি পেসার আবার ফিরবেন। গত মাসের শেষ দিকে পাপন অবশ্য নিজেও মোস্তাফিজের সঙ্গে কথা বলেন। সূত্র জানায়, সেই আলাপনে মোস্তাফিজের টেস্ট খেলা নিয়ে তেমন আলাপ হয়নি, সাধারণ খোঁজখবরই শুধু নিয়েছিলেন বিসিবি সভাপতি।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাঁহাতি পেসার শরীফুল আবারও চোটে পড়লে নির্বাচকেরা কথা বলেন মোস্তাফিজের সঙ্গে। তাঁরা জানতে চান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজে একটি টেস্ট হলেও ফিজ খেলবেন কি না। ২৬ বছর বয়সী পেসার অবশ্য তখনো পরিষ্কার কিছু জানাননি। চট্টগ্রাম টেস্টে দলের গুরুত্বপূর্ণ দুই বোলার চোটে পড়ায় মোস্তাফিজের টেস্টভাবনায় বড় পরিবর্তনই এসেছে।
সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরের দল চূড়ান্ত করতে গতকাল ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ফোনে কথা বলেন মোস্তাফিজের সঙ্গে। ফিজ অবশ্য নিজের কিছু বাস্তবতা তুলে ধরলেও এবার আর সরাসরি টেস্টকে ‘না’ বলেননি। বাঁহাতি পেসারের সেই বাস্তবতা পরে সাংবাদিকদের কাছেও তুলে ধরেছেন জালাল ইউনুস, ‘তার যুক্তি হলো, সে ওখানে (আইপিএলে) দুই মাস আছে। বলছে, তার লম্বা সময় (বাইরে) যাচ্ছে। সে হয়তো বলতে পারে, শারীরিকভাবে ফিট না। আমরা বলেছি, তুমি আসো। দেখা যাক, কী করা যায়। সে হয়তো খেলতেও পারে।’ জালাল আরও যোগ করেন, ‘আমাদের গুরুত্বপূর্ণ দুজন বোলার নেই। আমরা মনে করি, মোস্তাফিজের সেবা খুবই গুরুত্বপূর্ণ এখানে।’
এ বিষয়ে বিস্তারিত না বলতে চাইলেও গতকাল আজকের পত্রিকাকে মোস্তাফিজ এতটুকু বললেন, ‘‘আমার কাছে জানতে চাওয়া হয়েছিল (টেস্ট খেলার ব্যাপারে), আমি ‘হ্যাঁ’ বলেছি। আমাদের দুজন বোলার ইনজুরিতে আছে।’’
আইপিএলের ধকল সামলে উঠতে মোস্তাফিজ ভারত থেকে ফিরে কদিনের বিশ্রাম নিয়ে এক সপ্তাহের একটি জিম সেশনের কথা জানিয়েছেন বিসিবিকে। যেহেতু লম্বা সময় তিনি টেস্টের বাইরে আর গত পাঁচ মাস টানা খেলার মধ্যে আছেন, বিসিবিও মোস্তাফিজের এই চাওয়ার ব্যাপারে খুব একটা দ্বিমত করছে না। সেটি হলে ফিজ ওয়েস্ট ইন্ডিজে রওনা দিতে পারেন জুনের দ্বিতীয় সপ্তাহে। দল চলে যাবে প্রথম সপ্তাহে।
গতকাল মুম্বাইয়ের কাছে হেরে শেষ চারে ওঠার আগেই দিল্লির বিদায় নেওয়ায় মোস্তাফিজ দেশে ফিরতে পারেন আগামীকালই। এদিকে মুশফিকুর রহিম ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি চেয়েছেন। এ বিষয়ে জালাল জানিয়েছেন, মুশফিক অনেক আগেই জানিয়েছিলেন পবিত্র হজ করতে ছুটি চান। বিসিবি তাঁর ছুটি মঞ্জুর করেছে।
মোস্তাফিজুর রহমান সম্পর্কিত আরও পড়ুন:
মোস্তাফিজুর রহমানের টেস্ট-বিরতি নিয়ে অনেক আলোচনাই হয়েছে গত এক মাসে। টেস্টভাবনা জানতে গত কয়েকদিনে আইপিএল খেলতে যাওয়া মোস্তাফিজের সঙ্গে কথা বলেছেন বিসিবির নির্বাচক প্যানেল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। জানা গেছে, লম্বা বিরতির পর টেস্টে ফিরতে আগ্রহী ফিজ।
দক্ষিণ আফ্রিকা সফরে ছন্দে থাকা দলের দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম চোটে পড়ার পর দেশের মাঠে শ্রীলঙ্কা সিরিজের আগে সামনে আসে মোস্তাফিজের টেস্টে ফেরা প্রসঙ্গ, যিনি সর্বশেষ এ সংস্করণে খেলেছেন ১৫ মাস আগে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, বাঁহাতি পেসারকে ছুটি দেওয়া হয়েছে আইপিএলের পুরো মৌসুম খেলতে। গত ২১ এপ্রিল আজকের পত্রিকা'য় প্রকাশিত সাক্ষাৎকারে মোস্তাফিজ টেস্ট নিয়ে নিজের ভাবনা খুলেই বলেন।
এরপর গত এক মাসে বিসিবির শীর্ষ কর্তারা বিশেষ করে বোর্ডপ্রধান নাজমুল হাসান পাপন জানান, মোস্তাফিজকে সংস্করণ বেছে খেলার সুযোগ তাঁরা যেমন দিয়েছেন, তেমনি দলের প্রয়োজনে দরকার হলে বাঁহাতি পেসার আবার ফিরবেন। গত মাসের শেষ দিকে পাপন অবশ্য নিজেও মোস্তাফিজের সঙ্গে কথা বলেন। সূত্র জানায়, সেই আলাপনে মোস্তাফিজের টেস্ট খেলা নিয়ে তেমন আলাপ হয়নি, সাধারণ খোঁজখবরই শুধু নিয়েছিলেন বিসিবি সভাপতি।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাঁহাতি পেসার শরীফুল আবারও চোটে পড়লে নির্বাচকেরা কথা বলেন মোস্তাফিজের সঙ্গে। তাঁরা জানতে চান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজে একটি টেস্ট হলেও ফিজ খেলবেন কি না। ২৬ বছর বয়সী পেসার অবশ্য তখনো পরিষ্কার কিছু জানাননি। চট্টগ্রাম টেস্টে দলের গুরুত্বপূর্ণ দুই বোলার চোটে পড়ায় মোস্তাফিজের টেস্টভাবনায় বড় পরিবর্তনই এসেছে।
সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরের দল চূড়ান্ত করতে গতকাল ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ফোনে কথা বলেন মোস্তাফিজের সঙ্গে। ফিজ অবশ্য নিজের কিছু বাস্তবতা তুলে ধরলেও এবার আর সরাসরি টেস্টকে ‘না’ বলেননি। বাঁহাতি পেসারের সেই বাস্তবতা পরে সাংবাদিকদের কাছেও তুলে ধরেছেন জালাল ইউনুস, ‘তার যুক্তি হলো, সে ওখানে (আইপিএলে) দুই মাস আছে। বলছে, তার লম্বা সময় (বাইরে) যাচ্ছে। সে হয়তো বলতে পারে, শারীরিকভাবে ফিট না। আমরা বলেছি, তুমি আসো। দেখা যাক, কী করা যায়। সে হয়তো খেলতেও পারে।’ জালাল আরও যোগ করেন, ‘আমাদের গুরুত্বপূর্ণ দুজন বোলার নেই। আমরা মনে করি, মোস্তাফিজের সেবা খুবই গুরুত্বপূর্ণ এখানে।’
এ বিষয়ে বিস্তারিত না বলতে চাইলেও গতকাল আজকের পত্রিকাকে মোস্তাফিজ এতটুকু বললেন, ‘‘আমার কাছে জানতে চাওয়া হয়েছিল (টেস্ট খেলার ব্যাপারে), আমি ‘হ্যাঁ’ বলেছি। আমাদের দুজন বোলার ইনজুরিতে আছে।’’
আইপিএলের ধকল সামলে উঠতে মোস্তাফিজ ভারত থেকে ফিরে কদিনের বিশ্রাম নিয়ে এক সপ্তাহের একটি জিম সেশনের কথা জানিয়েছেন বিসিবিকে। যেহেতু লম্বা সময় তিনি টেস্টের বাইরে আর গত পাঁচ মাস টানা খেলার মধ্যে আছেন, বিসিবিও মোস্তাফিজের এই চাওয়ার ব্যাপারে খুব একটা দ্বিমত করছে না। সেটি হলে ফিজ ওয়েস্ট ইন্ডিজে রওনা দিতে পারেন জুনের দ্বিতীয় সপ্তাহে। দল চলে যাবে প্রথম সপ্তাহে।
গতকাল মুম্বাইয়ের কাছে হেরে শেষ চারে ওঠার আগেই দিল্লির বিদায় নেওয়ায় মোস্তাফিজ দেশে ফিরতে পারেন আগামীকালই। এদিকে মুশফিকুর রহিম ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি চেয়েছেন। এ বিষয়ে জালাল জানিয়েছেন, মুশফিক অনেক আগেই জানিয়েছিলেন পবিত্র হজ করতে ছুটি চান। বিসিবি তাঁর ছুটি মঞ্জুর করেছে।
মোস্তাফিজুর রহমান সম্পর্কিত আরও পড়ুন:
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২৬ মিনিট আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩২ মিনিট আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ ঘণ্টা আগে