এম. কে. দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
স্বামীর দিনমজুরির আয় দিয়ে সংসার চালাতেই যখন হিমশিম খাওয়ার অবস্থা, তখন ইট-সিমেন্টের ঘরে বসবাস করা আকাশকুসুম কল্পনা ছিল মালেনছা বেগমের। তবে ছাপরা ঘর-জীবনের ইতি টেনে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে আনন্দে বসবাস করছেন ভূমি ও গৃহহীন মালেনছা বেগম। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতেরচর নতুন শাহপাড়া মরাবন গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।
ফারুক মিয়ার ভাই তারা মিয়া, অমির আলী ও শবুকুল মিয়াও প্রধানমন্ত্রীর উপহারের ঘরের মালিক। দীর্ঘদিন খাসজমিতে ভূমিহীন হিসেবে তাঁরা বসবাস করে আসছিলেন। তাঁরা জানান, জমিজমা বলতে কিছুই নেই তাঁদের। কোনো রকমে ভাঙাচোরা ঘরে দিনমজুরি খেটে সংসার চলে। প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে তাঁরা মহাখুশি।
মজুরের কাজ করে ভালো ঘরে থাকতে পারছিলেন না উপজেলার পশ্চিম জিগাতলা গ্রামের জাফর আলী। তিনিও এখন আনন্দে বসবাস করেছেন উপহারের ঘরে। জাফর আলী বলেন, ‘জীবনের শেষ সম্বল বসতভিটাটুকু চলে গেছে যমুনা নদীর গর্ভে। মজুরের আয় দিয়ে সেখানেই ছেলে ও নাতি-নাতনিদের নিয়ে কোনোমতে দিন কাটত। স্বপ্নেও ভাবিনি যে পাকা ঘরে বসত করতে পারব।’
পচাবহলা গ্রামের বুধু মণ্ডল ও সখিনা বেগম সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে পেয়ে সুখে আছি।’ শশারিয়া বাড়ির বেড়পাড়া গ্রামের দিনমজুর কালা চান বলেন, ‘যমুনা নদী আমার সবকিছু গ্রাস করেছে। বাঁধের রাস্তায় কোনো রকম ছাপরা ঘর তুলে পোলাপান নিয়ে দিনাতিপাত করছিলাম। পাকা ঘরে বসবাস করতে পারব স্বপ্নেও ভাবিনি।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে ভূমি ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য প্রথম দফায় ২৮৮ পরিবারকে ২ শতক জমির মালিকানাসহ ৩৯৪ বর্গফুট আয়তনের দুই কক্ষবিশিষ্ট একটি করে সেমিপাকা দৃষ্টিনন্দন ঘর উপহার দেওয়া হয়েছে। এতে রান্নাঘর ও বাথরুমও রয়েছে। দ্বিতীয় দফায় আলাদা ডিজাইনে প্রতিটি ঘরের ব্যয় হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। এ ছাড়া ৩০টি ঘর নির্মাণাধীন রয়েছে।
কুলকান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু বলেন, ‘এ ইউনিয়নে ভূমি ও গৃহহীনদের ৩৮টি ঘর নির্মাণ করা হয়েছে। তবে বরাদ্দ বেশি হলে অসহায় মানুষগুলো আরও উপকৃত হতো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, ‘নতুন ঘর পেয়ে গৃহহীনেরা অনেক উপকৃত হচ্ছেন। ঘরগুলো উন্নয়নের মাইলফলক হয়ে থাকবে।’
স্বামীর দিনমজুরির আয় দিয়ে সংসার চালাতেই যখন হিমশিম খাওয়ার অবস্থা, তখন ইট-সিমেন্টের ঘরে বসবাস করা আকাশকুসুম কল্পনা ছিল মালেনছা বেগমের। তবে ছাপরা ঘর-জীবনের ইতি টেনে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে আনন্দে বসবাস করছেন ভূমি ও গৃহহীন মালেনছা বেগম। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতেরচর নতুন শাহপাড়া মরাবন গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।
ফারুক মিয়ার ভাই তারা মিয়া, অমির আলী ও শবুকুল মিয়াও প্রধানমন্ত্রীর উপহারের ঘরের মালিক। দীর্ঘদিন খাসজমিতে ভূমিহীন হিসেবে তাঁরা বসবাস করে আসছিলেন। তাঁরা জানান, জমিজমা বলতে কিছুই নেই তাঁদের। কোনো রকমে ভাঙাচোরা ঘরে দিনমজুরি খেটে সংসার চলে। প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে তাঁরা মহাখুশি।
মজুরের কাজ করে ভালো ঘরে থাকতে পারছিলেন না উপজেলার পশ্চিম জিগাতলা গ্রামের জাফর আলী। তিনিও এখন আনন্দে বসবাস করেছেন উপহারের ঘরে। জাফর আলী বলেন, ‘জীবনের শেষ সম্বল বসতভিটাটুকু চলে গেছে যমুনা নদীর গর্ভে। মজুরের আয় দিয়ে সেখানেই ছেলে ও নাতি-নাতনিদের নিয়ে কোনোমতে দিন কাটত। স্বপ্নেও ভাবিনি যে পাকা ঘরে বসত করতে পারব।’
পচাবহলা গ্রামের বুধু মণ্ডল ও সখিনা বেগম সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে পেয়ে সুখে আছি।’ শশারিয়া বাড়ির বেড়পাড়া গ্রামের দিনমজুর কালা চান বলেন, ‘যমুনা নদী আমার সবকিছু গ্রাস করেছে। বাঁধের রাস্তায় কোনো রকম ছাপরা ঘর তুলে পোলাপান নিয়ে দিনাতিপাত করছিলাম। পাকা ঘরে বসবাস করতে পারব স্বপ্নেও ভাবিনি।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে ভূমি ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য প্রথম দফায় ২৮৮ পরিবারকে ২ শতক জমির মালিকানাসহ ৩৯৪ বর্গফুট আয়তনের দুই কক্ষবিশিষ্ট একটি করে সেমিপাকা দৃষ্টিনন্দন ঘর উপহার দেওয়া হয়েছে। এতে রান্নাঘর ও বাথরুমও রয়েছে। দ্বিতীয় দফায় আলাদা ডিজাইনে প্রতিটি ঘরের ব্যয় হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। এ ছাড়া ৩০টি ঘর নির্মাণাধীন রয়েছে।
কুলকান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু বলেন, ‘এ ইউনিয়নে ভূমি ও গৃহহীনদের ৩৮টি ঘর নির্মাণ করা হয়েছে। তবে বরাদ্দ বেশি হলে অসহায় মানুষগুলো আরও উপকৃত হতো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, ‘নতুন ঘর পেয়ে গৃহহীনেরা অনেক উপকৃত হচ্ছেন। ঘরগুলো উন্নয়নের মাইলফলক হয়ে থাকবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে