মো. রবিউল ইসলাম, অভয়নগর (যশোর)
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার চেঙ্গুটিয়া রেলস্টেশনের পরিত্যক্ত কোয়ার্টারসহ ইয়ার্ডকে পতিত জমি দেখিয়ে ইজারা (লিজ) দেওয়ার অভিযোগ উঠেছে। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী যোগসাজশ করে ওই ইয়ার্ড রেলওয়ের সদ্য অবসরপ্রাপ্ত এক কর্মচারীর ছেলেকে লিজ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ওই ইয়ার্ডে তিন প্রজন্ম থেকে বসবাস করে আসা রেলওয়ের মৃত ভূমিহীন কর্মচারীর পরিবারসহ সাতটি পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি উচ্ছেদে ব্যর্থ হয়ে ওই পরিবারগুলোর সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে।
তবে ওই পরিবারগুলোর সদস্যদের দাবি, তাঁরা ইতিপূর্বে অনেকবার এই জমি লিজ নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এখন এই জমি অন্যকে লিজ দেওয়া হয়েছে। তাই এই জায়গা তাঁরা ছাড়বেন না।
গতকাল সোমবার সরেজমিনে নওয়াপাড়ার চেঙ্গুটিয়া রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনসংলগ্ন পরিত্যক্ত সরকারি কোয়ার্টার এবং এর গা ঘেঁষে সাতটি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। এরই একপাশে বসবাস করছেন রেলস্টেশনে কর্মরত কর্মচারীরা।
জানা গেছে, এই জায়গা পতিত দেখিয়ে রেলওয়ের সদ্য অবসরপ্রাপ্ত কর্মচারী মুক্তার মিস্ত্রির ভাতিজা এবং পাঁচ বছর আগে অবসরপ্রাপ্ত হাবিবুর রহমান মিস্ত্রির ছেলে মিরাজ হোসেন গোপনে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে লিজ নিয়েছেন। বর্তমানে সেখানে বসবাসরত ব্যক্তিদের উচ্ছেদে তাঁরা মরিয়া হয়ে উঠেছেন।
ডকে বসবাসরত রেলওয়ের মৃত কর্মচারী (ওয়েম্যান) শাহজাহান মোল্লার স্ত্রী শাহিদা বেগম বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে এখানে বসবাস করে আসছিলাম। ১৫ বছর আগে রেলওয়েতে কর্মরত অবস্থায় শাবলের আঘাতে স্বামী মারা যান। চার ছেলেমেয়ে নিয়ে এখানেই বসবাস করে আসছি। বর্তমানে মিরাজ জায়গা ছেড়ে দিতে হুমকি-ধমকি দিচ্ছে। এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। রেলওয়ের পুলিশ পরিচয়ে দুজন এসে জায়গা ছেড়ে দিতে বলে গেছে।’
তালাকপ্রাপ্ত ও ভূমিহীন মিনা বেগম (৩২) এবং তাঁর ভাই মামুন (১৭) বলেন, ‘ডকের ওই ঘরেই আমাদের জন্ম। বাপ-দাদারাও এখানেই বসবাস করে গেছেন। আমাদের নামে এই জায়গার ডিসিআর করে দেওয়ার কথা বলে ১০ হাজার করে টাকাও নেওয়া হয়েছে। কিন্তু পরে আমাদের না জানিয়ে গোপনে মিরাজকে ওই জায়গা পতিত দেখিয়ে লিজ দেওয়া হয়েছে। জীবন গেলেও আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না।’
এ ব্যাপারে বক্তব্য জানতে মিরাজ হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন দিয়ে তা বন্ধ পাওয়া যায়।
যশোর রেলওয়ের ১৭ নম্বর কাচারির আমিন আব্দুল মতিন স্টেশনের ডকের জায়গা পতিত দেখিয়ে লিজ দেওয়ার কথা স্বীকার করেন। স্টেশনের ডক ও সরকারি কোয়ার্টারের জায়গা লিজ দেওয়ার বিধান আছে কি না, জানতে চাইলে এ প্রতিবেদকের সঙ্গে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।
নওয়াপাড়া রেলস্টেশনে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহাগ কুমার শর্মা ওই পরিবারগুলোকে উচ্ছেদের জন্য হুমকি-ধমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, যেহেতু জায়গাটি একজন লিজ নিয়েছেন, তাঁর পক্ষে রেলওয়ে পুলিশ ওই জায়গায় যেতে পারে। তবে কাউকে হুমকি-ধমকি দেওয়া হয়নি।
রেলওয়ের পাকশী জোনের কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ‘ভুক্তভোগীরা সেখানে অবৈধভাবে বসবাস করছেন। তাঁরা আবেদন করলে বিষয়টি খতিয়ে দেখব।’
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার চেঙ্গুটিয়া রেলস্টেশনের পরিত্যক্ত কোয়ার্টারসহ ইয়ার্ডকে পতিত জমি দেখিয়ে ইজারা (লিজ) দেওয়ার অভিযোগ উঠেছে। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী যোগসাজশ করে ওই ইয়ার্ড রেলওয়ের সদ্য অবসরপ্রাপ্ত এক কর্মচারীর ছেলেকে লিজ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ওই ইয়ার্ডে তিন প্রজন্ম থেকে বসবাস করে আসা রেলওয়ের মৃত ভূমিহীন কর্মচারীর পরিবারসহ সাতটি পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি উচ্ছেদে ব্যর্থ হয়ে ওই পরিবারগুলোর সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে।
তবে ওই পরিবারগুলোর সদস্যদের দাবি, তাঁরা ইতিপূর্বে অনেকবার এই জমি লিজ নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এখন এই জমি অন্যকে লিজ দেওয়া হয়েছে। তাই এই জায়গা তাঁরা ছাড়বেন না।
গতকাল সোমবার সরেজমিনে নওয়াপাড়ার চেঙ্গুটিয়া রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনসংলগ্ন পরিত্যক্ত সরকারি কোয়ার্টার এবং এর গা ঘেঁষে সাতটি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। এরই একপাশে বসবাস করছেন রেলস্টেশনে কর্মরত কর্মচারীরা।
জানা গেছে, এই জায়গা পতিত দেখিয়ে রেলওয়ের সদ্য অবসরপ্রাপ্ত কর্মচারী মুক্তার মিস্ত্রির ভাতিজা এবং পাঁচ বছর আগে অবসরপ্রাপ্ত হাবিবুর রহমান মিস্ত্রির ছেলে মিরাজ হোসেন গোপনে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে লিজ নিয়েছেন। বর্তমানে সেখানে বসবাসরত ব্যক্তিদের উচ্ছেদে তাঁরা মরিয়া হয়ে উঠেছেন।
ডকে বসবাসরত রেলওয়ের মৃত কর্মচারী (ওয়েম্যান) শাহজাহান মোল্লার স্ত্রী শাহিদা বেগম বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে এখানে বসবাস করে আসছিলাম। ১৫ বছর আগে রেলওয়েতে কর্মরত অবস্থায় শাবলের আঘাতে স্বামী মারা যান। চার ছেলেমেয়ে নিয়ে এখানেই বসবাস করে আসছি। বর্তমানে মিরাজ জায়গা ছেড়ে দিতে হুমকি-ধমকি দিচ্ছে। এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। রেলওয়ের পুলিশ পরিচয়ে দুজন এসে জায়গা ছেড়ে দিতে বলে গেছে।’
তালাকপ্রাপ্ত ও ভূমিহীন মিনা বেগম (৩২) এবং তাঁর ভাই মামুন (১৭) বলেন, ‘ডকের ওই ঘরেই আমাদের জন্ম। বাপ-দাদারাও এখানেই বসবাস করে গেছেন। আমাদের নামে এই জায়গার ডিসিআর করে দেওয়ার কথা বলে ১০ হাজার করে টাকাও নেওয়া হয়েছে। কিন্তু পরে আমাদের না জানিয়ে গোপনে মিরাজকে ওই জায়গা পতিত দেখিয়ে লিজ দেওয়া হয়েছে। জীবন গেলেও আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না।’
এ ব্যাপারে বক্তব্য জানতে মিরাজ হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন দিয়ে তা বন্ধ পাওয়া যায়।
যশোর রেলওয়ের ১৭ নম্বর কাচারির আমিন আব্দুল মতিন স্টেশনের ডকের জায়গা পতিত দেখিয়ে লিজ দেওয়ার কথা স্বীকার করেন। স্টেশনের ডক ও সরকারি কোয়ার্টারের জায়গা লিজ দেওয়ার বিধান আছে কি না, জানতে চাইলে এ প্রতিবেদকের সঙ্গে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।
নওয়াপাড়া রেলস্টেশনে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহাগ কুমার শর্মা ওই পরিবারগুলোকে উচ্ছেদের জন্য হুমকি-ধমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, যেহেতু জায়গাটি একজন লিজ নিয়েছেন, তাঁর পক্ষে রেলওয়ে পুলিশ ওই জায়গায় যেতে পারে। তবে কাউকে হুমকি-ধমকি দেওয়া হয়নি।
রেলওয়ের পাকশী জোনের কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ‘ভুক্তভোগীরা সেখানে অবৈধভাবে বসবাস করছেন। তাঁরা আবেদন করলে বিষয়টি খতিয়ে দেখব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে