সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি গ্রাম মৌটুপি। গ্রামটিতে সরকারবাড়ি ও কর্তাবাড়ি—এই দুই বংশের আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। ৫২ বছর ধরে চলা কর্তৃত্বের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, হামলা, মামলা ও খুন নিত্যঘটনায় পরিণত হয়েছে। এতে এ পর্যন্ত উভয় পক্ষের ১৪ জন খুন হন। সর্বশেষ গত জুন মাসেও একজন প্রাণ হারান। তাঁদের থামাতে গ্রামটিতে একবার পুলিশের অস্থায়ী ফাঁড়ি পর্যন্ত বসানো হয়।
জানা গেছে, বংশ দুটির একটির নেতৃত্বে রয়েছেন বিএনপির নেতা-কর্মীরা, অন্যটিতে আওয়ামী লীগের নেতারা। বহুবার উভয় বংশের মধ্যে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজে আসেনি।
১৯৭২ সাল থেকে শুরু হয় ওই গ্রামের সরকারবাড়ি ও কর্তাবাড়ির দ্বন্দ্ব। ১৯৭৪ সালে কফিল উদ্দিন নামের এক ব্যক্তি এই দ্বন্দ্বে প্রথম খুন হন।
বর্তমানে সরকারবাড়ি বংশের নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহ এবং কর্তাবাড়ির নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক।
গ্রামের বাসিন্দা ও দুই পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ঈদুল আজহার আগের দিন ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত কর্তাবাড়ির নাদিম চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুন মারা যান। এ ঘটনায় সরকারি বাড়ির লোকজনকে আসামি করে মামলা করা হয়। এ মামলায় ১২ আগস্ট সরকারবাড়ির ৬৯ জন জামিনে মুক্ত হন। ১৩ আগস্ট দুই পক্ষের মধ্যে আবারও দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ ও সেনাবাহিনী এলাকায় গিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে। বিরোধ মেটাতে ১৫ সেপ্টেম্বর সালিসের দিন নির্ধারণ করা হয়। কিন্তু কর্তাবাড়ির লোকজন ঘোষণা দেন, সালিসের আগে সরকারবাড়ির অন্তত একজনের লাশ চান। এ অবস্থায় সালিসের আগে ১৩ সেপ্টেম্বর জুমার নামাজের পর কর্তাবাড়ির লোকজন দা-বল্লম নিয়ে সরকারবাড়িতে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এদিন দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এ সংঘর্ষের একপর্যায়ে সরকারবাড়ির ইকবাল নামের এক ব্যক্তি বুকে বল্লমবিদ্ধ হয়ে নিহত হন বলে দাবি সরকারবাড়ির লোকজনের।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনায় এখনো মামলা আছে ডজনখানেক এবং আসামি প্রায় ৫০০ জন। এসব মামলা আদালতে চলমান বলেও জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক বাসিন্দা বলেন, কর্তাবাড়ি ও সরকারবাড়ি পাশাপাশি। দুই বংশের দ্বন্দ্বে গ্রামের লোকজন দুই ভাগ হয়ে গেছে। কেউ মীমাংসা করার উদ্যোগ নিলেও পরে যেকোনো এক বংশের পক্ষে চলে যান। গত ঈদুল আজহার পর গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্পও বসানো হয়েছিল।
কর্তাবাড়ির নেতা তোফাজ্জল হক বলেন, ‘আমার চাচাতো দাদা ওয়াছিরুদ্দিন আহমেদ ৩০ বছরের বেশি সময় চেয়ারম্যান ছিলেন। স্বাধীনতার পর ওয়াছিরুদ্দিন আহমেদ ও সরকারবাড়ির হাজী আবদুল নূরের মধ্যে ভিলেজ পলিটিকসের (গ্রাম্য রাজনীতি) কারণে দ্বন্দ্ব শুরু হয়। আমাদের মধ্যে দ্বন্দ্ব নির্বাচনকেন্দ্রিক এবং রাজনৈতিক।’
বর্তমান ইউপি চেয়ারম্যান সরকারবাড়ির নেতা সাফায়েত উল্লাহ বলেন, ‘স্বাধীনতার পর কী নিয়ে শত্রুতা হয়েছিল, তা আমি বলতে পারি না। কারণ এটা অনেক আগের কথা। তবে আমাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়েছে গত উপজেলা নির্বাচনে কেন্দ্র নিয়ে। তাঁরা কেন্দ্র থেকে জোর করে ব্যালট পেপার নিয়ে গিয়েছিল।’
আপনারা কি কখনো এ শত্রুতার অবসান চেয়ে মীমাংসার চেষ্টা করেননি? এমন প্রশ্নের জবাবে একই কথা বলেন তোফাজ্জল হক ও সাফায়েত উল্লাহ। তাঁরা বলেন, অনেক চেষ্টা করেও এর কোনো সুরাহা হয়নি।
কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘দুই বংশের মধ্যে শত্রুতার বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি গ্রাম মৌটুপি। গ্রামটিতে সরকারবাড়ি ও কর্তাবাড়ি—এই দুই বংশের আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। ৫২ বছর ধরে চলা কর্তৃত্বের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, হামলা, মামলা ও খুন নিত্যঘটনায় পরিণত হয়েছে। এতে এ পর্যন্ত উভয় পক্ষের ১৪ জন খুন হন। সর্বশেষ গত জুন মাসেও একজন প্রাণ হারান। তাঁদের থামাতে গ্রামটিতে একবার পুলিশের অস্থায়ী ফাঁড়ি পর্যন্ত বসানো হয়।
জানা গেছে, বংশ দুটির একটির নেতৃত্বে রয়েছেন বিএনপির নেতা-কর্মীরা, অন্যটিতে আওয়ামী লীগের নেতারা। বহুবার উভয় বংশের মধ্যে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজে আসেনি।
১৯৭২ সাল থেকে শুরু হয় ওই গ্রামের সরকারবাড়ি ও কর্তাবাড়ির দ্বন্দ্ব। ১৯৭৪ সালে কফিল উদ্দিন নামের এক ব্যক্তি এই দ্বন্দ্বে প্রথম খুন হন।
বর্তমানে সরকারবাড়ি বংশের নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহ এবং কর্তাবাড়ির নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক।
গ্রামের বাসিন্দা ও দুই পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ঈদুল আজহার আগের দিন ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত কর্তাবাড়ির নাদিম চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুন মারা যান। এ ঘটনায় সরকারি বাড়ির লোকজনকে আসামি করে মামলা করা হয়। এ মামলায় ১২ আগস্ট সরকারবাড়ির ৬৯ জন জামিনে মুক্ত হন। ১৩ আগস্ট দুই পক্ষের মধ্যে আবারও দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ ও সেনাবাহিনী এলাকায় গিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে। বিরোধ মেটাতে ১৫ সেপ্টেম্বর সালিসের দিন নির্ধারণ করা হয়। কিন্তু কর্তাবাড়ির লোকজন ঘোষণা দেন, সালিসের আগে সরকারবাড়ির অন্তত একজনের লাশ চান। এ অবস্থায় সালিসের আগে ১৩ সেপ্টেম্বর জুমার নামাজের পর কর্তাবাড়ির লোকজন দা-বল্লম নিয়ে সরকারবাড়িতে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এদিন দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এ সংঘর্ষের একপর্যায়ে সরকারবাড়ির ইকবাল নামের এক ব্যক্তি বুকে বল্লমবিদ্ধ হয়ে নিহত হন বলে দাবি সরকারবাড়ির লোকজনের।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনায় এখনো মামলা আছে ডজনখানেক এবং আসামি প্রায় ৫০০ জন। এসব মামলা আদালতে চলমান বলেও জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক বাসিন্দা বলেন, কর্তাবাড়ি ও সরকারবাড়ি পাশাপাশি। দুই বংশের দ্বন্দ্বে গ্রামের লোকজন দুই ভাগ হয়ে গেছে। কেউ মীমাংসা করার উদ্যোগ নিলেও পরে যেকোনো এক বংশের পক্ষে চলে যান। গত ঈদুল আজহার পর গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্পও বসানো হয়েছিল।
কর্তাবাড়ির নেতা তোফাজ্জল হক বলেন, ‘আমার চাচাতো দাদা ওয়াছিরুদ্দিন আহমেদ ৩০ বছরের বেশি সময় চেয়ারম্যান ছিলেন। স্বাধীনতার পর ওয়াছিরুদ্দিন আহমেদ ও সরকারবাড়ির হাজী আবদুল নূরের মধ্যে ভিলেজ পলিটিকসের (গ্রাম্য রাজনীতি) কারণে দ্বন্দ্ব শুরু হয়। আমাদের মধ্যে দ্বন্দ্ব নির্বাচনকেন্দ্রিক এবং রাজনৈতিক।’
বর্তমান ইউপি চেয়ারম্যান সরকারবাড়ির নেতা সাফায়েত উল্লাহ বলেন, ‘স্বাধীনতার পর কী নিয়ে শত্রুতা হয়েছিল, তা আমি বলতে পারি না। কারণ এটা অনেক আগের কথা। তবে আমাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়েছে গত উপজেলা নির্বাচনে কেন্দ্র নিয়ে। তাঁরা কেন্দ্র থেকে জোর করে ব্যালট পেপার নিয়ে গিয়েছিল।’
আপনারা কি কখনো এ শত্রুতার অবসান চেয়ে মীমাংসার চেষ্টা করেননি? এমন প্রশ্নের জবাবে একই কথা বলেন তোফাজ্জল হক ও সাফায়েত উল্লাহ। তাঁরা বলেন, অনেক চেষ্টা করেও এর কোনো সুরাহা হয়নি।
কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘দুই বংশের মধ্যে শত্রুতার বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে