বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় পঞ্চগড়ের বোদার সুভাসুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। গত বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে অনুপস্থিতির কারণ দর্শাতে বলা হয়। কিন্তু শোকজের ৪ দিন পার হলেও এখনো কোনো জবাব দেননি আজিজার।
বিদ্যালয়ে না গিয়ে মারামারি করায় প্রতিপক্ষ দবিরুল ইসলাম বাদী হয়ে গত ৩ ডিসেম্বর রাতে আজিজারকে প্রধান আসামি করে ২০ জনের নামে বোদা থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে তিনি মামলার প্রধান আসামি হয়ে দুদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বিদ্যালয়ে না এসে ছুটি কাটানোর বিষয়ে উপজেলা শিক্ষা কার্যালয়ের কাছে কোনো তথ্য নেই। এ ব্যাপারে ওই ইউনিয়নের ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘আমার কাছে তিনি কোনো ছুটির আবেদন করেননি। কেন তিনি স্কুলে আসেননি আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।’
এ বিষয়ে আজিজার রহমান বলেন, ‘ব্যক্তিগত সমস্যার কারণে স্কুলে যেতে পারিনি। সমস্যা সমাধান হলে স্কুলে যাব।’ শোকজের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা মাসুদ হাসান বলেন, ‘সংবাদের প্রেক্ষিতে আজিজারকে শোকজ করা হয়েছে। আমি ছুটিতে আছি। এসেই প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় পঞ্চগড়ের বোদার সুভাসুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। গত বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে অনুপস্থিতির কারণ দর্শাতে বলা হয়। কিন্তু শোকজের ৪ দিন পার হলেও এখনো কোনো জবাব দেননি আজিজার।
বিদ্যালয়ে না গিয়ে মারামারি করায় প্রতিপক্ষ দবিরুল ইসলাম বাদী হয়ে গত ৩ ডিসেম্বর রাতে আজিজারকে প্রধান আসামি করে ২০ জনের নামে বোদা থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে তিনি মামলার প্রধান আসামি হয়ে দুদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বিদ্যালয়ে না এসে ছুটি কাটানোর বিষয়ে উপজেলা শিক্ষা কার্যালয়ের কাছে কোনো তথ্য নেই। এ ব্যাপারে ওই ইউনিয়নের ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘আমার কাছে তিনি কোনো ছুটির আবেদন করেননি। কেন তিনি স্কুলে আসেননি আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।’
এ বিষয়ে আজিজার রহমান বলেন, ‘ব্যক্তিগত সমস্যার কারণে স্কুলে যেতে পারিনি। সমস্যা সমাধান হলে স্কুলে যাব।’ শোকজের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা মাসুদ হাসান বলেন, ‘সংবাদের প্রেক্ষিতে আজিজারকে শোকজ করা হয়েছে। আমি ছুটিতে আছি। এসেই প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে