হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পুরোনো ভবন অপসারণ করা হচ্ছে। তবে কারা অপসারণ করছে তা জানে না কেউ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এটি ভাঙছে জেলা প্রকৌশল অধিদপ্তর। আর প্রকৌশল অধিদপ্তর বলছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কথা।
এ ঘটনায় গত সোমবার তদন্ত কমিটি গঠন করে বিষয়টির অনুসন্ধান করতে পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। পাশাপাশি ভবনের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে চিকিৎসকদের পুরোনো একটি কোয়ার্টার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে। গত বছরের প্রথম দিকে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তা সেখানে পরিদর্শনে গেলে ভবনটি তাঁর নজরে আসে। পরে সেটি অপসারণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
সোমবার কয়েকজন শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে সেই পুরোনো ভবনটি ভাঙতে শুরু করেন। অথচ এই ভবন ভাঙার জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি।
ভবন ভাঙার কাজ করছিলেন কাউছার মিয়া নামের এক শ্রমিক। কার নির্দেশে তাঁরা ভবন ভাঙছেন, সেটি জানতে চাইলে তিনি সঠিক উত্তর দেননি।
কাউছার মিয়া বলেন, ‘একজন ব্যক্তি ভবন ভাঙতে বলেছেন। তবে তাঁর নাম ও ঠিকানা জানি না। এমনকি তাঁর মোবাইল নম্বরও নেই।’
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ইতবাল হোসেন জানান, ভবন ভাঙার ব্যাপারে তিনি কিছুই জানেন না।
ইতবাল হোসেন বলেন, ‘এই ভবনটি একসময় সোমবার ভবন ভাঙার কাজ শুরু হলে ভেবেছি প্রকৌশল অধিদপ্তর হয়তো শ্রমিক পাঠিয়েছে। পরে আর কিছু জানতে চাইনি।’
জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নিলয় পারভেজ বলেন, ‘আমাদের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ঝুঁকিপূর্ণ ভবনটি দেখতে পান। পরে তিনি এটিকে ভাঙার জন্য নির্দেশ দেন। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সেটিকে ভেঙে অপসারণের জন্য আমাদের অনুরোধ করেন। পরে কনস্ট্রাকশন কে-ই ডব্লিউ-ইএমসিএসকে (জেবি) চিঠি দিই। কিন্তু তারা জানিয়ে দেয় এটি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাজ, তারা করবে না। এরপর আর কিছু জানি না।’
নিলয় পারভেজ আরও বলেন, ‘ভবন ভাঙার খবরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি দাবি করেন এ ব্যাপারে তিনিও কিছু জানেন না। পরে কাজ বন্ধ করে তদন্ত কমিটি গঠন করতে বলেছি। বর্তমানে কাজ বন্ধ।’
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পুরোনো ভবন অপসারণ করা হচ্ছে। তবে কারা অপসারণ করছে তা জানে না কেউ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এটি ভাঙছে জেলা প্রকৌশল অধিদপ্তর। আর প্রকৌশল অধিদপ্তর বলছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কথা।
এ ঘটনায় গত সোমবার তদন্ত কমিটি গঠন করে বিষয়টির অনুসন্ধান করতে পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। পাশাপাশি ভবনের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে চিকিৎসকদের পুরোনো একটি কোয়ার্টার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে। গত বছরের প্রথম দিকে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তা সেখানে পরিদর্শনে গেলে ভবনটি তাঁর নজরে আসে। পরে সেটি অপসারণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
সোমবার কয়েকজন শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে সেই পুরোনো ভবনটি ভাঙতে শুরু করেন। অথচ এই ভবন ভাঙার জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি।
ভবন ভাঙার কাজ করছিলেন কাউছার মিয়া নামের এক শ্রমিক। কার নির্দেশে তাঁরা ভবন ভাঙছেন, সেটি জানতে চাইলে তিনি সঠিক উত্তর দেননি।
কাউছার মিয়া বলেন, ‘একজন ব্যক্তি ভবন ভাঙতে বলেছেন। তবে তাঁর নাম ও ঠিকানা জানি না। এমনকি তাঁর মোবাইল নম্বরও নেই।’
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ইতবাল হোসেন জানান, ভবন ভাঙার ব্যাপারে তিনি কিছুই জানেন না।
ইতবাল হোসেন বলেন, ‘এই ভবনটি একসময় সোমবার ভবন ভাঙার কাজ শুরু হলে ভেবেছি প্রকৌশল অধিদপ্তর হয়তো শ্রমিক পাঠিয়েছে। পরে আর কিছু জানতে চাইনি।’
জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নিলয় পারভেজ বলেন, ‘আমাদের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ঝুঁকিপূর্ণ ভবনটি দেখতে পান। পরে তিনি এটিকে ভাঙার জন্য নির্দেশ দেন। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সেটিকে ভেঙে অপসারণের জন্য আমাদের অনুরোধ করেন। পরে কনস্ট্রাকশন কে-ই ডব্লিউ-ইএমসিএসকে (জেবি) চিঠি দিই। কিন্তু তারা জানিয়ে দেয় এটি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাজ, তারা করবে না। এরপর আর কিছু জানি না।’
নিলয় পারভেজ আরও বলেন, ‘ভবন ভাঙার খবরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি দাবি করেন এ ব্যাপারে তিনিও কিছু জানেন না। পরে কাজ বন্ধ করে তদন্ত কমিটি গঠন করতে বলেছি। বর্তমানে কাজ বন্ধ।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে