খান রফিক, বরিশাল
দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বাড়ছে। পূর্ণিমার প্রভাবে ফুলে-ফেঁপে উঠেছে বরিশালের কীর্তনখোলা, ভোলার তেঁতুলিয়া, দৌলতখানের মেঘনা, ঝালকাঠির বিষখালী, মির্জাগঞ্জের পায়রা এবং বরগুনা ও পাথরঘাটার বিষখালী নদী। পানির তোড়ে কোনো কোনো নদী বিপৎসীমা অতিক্রম করেছে, আবার কোনোটা ছুঁইছুঁই করছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। পানি ঢুকছে মুগ ও বোরো ধানের খেতে। এতে ফসল নিয়ে চিন্তিত কৃষক।
গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল নৌবন্দর-সংলগ্ন কীর্তনখোলা নদী ঘুরে দেখা গেছে, নদীতে পানি থইথই করছে। উত্তাল নদীতেও ঝুঁকি নিয়ে একের পর এক ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার চলছে। আশপাশের নিচু এলাকায় পানি ঢুকছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সার্ভেয়ার মহসিন আলমের তথ্যমতে, গত সোমবার বরিশালের কীর্তনখোলায় পানির সর্বোচ্চ সীমা ছিল ২ দশমিক ৩০ সেন্টিমিটার। যদিও এ নদীতে পানির বিপৎসীমা ২ দশমিক ৫৫ সেন্টিমিটার। সাধারণত নদীতে পানির স্বাভাবিক সীমা ১ দশমিক ৭৮ সেন্টিমিটার। আগের দিন রোববার কীর্তনখোলা নদীতে পানির সর্বোচ্চ সীমা ছিল ২ দশমিক ২৮ সেন্টিমিটার। একইভাবে গত শনিবার কীর্তনখোলায় পানির সর্বোচ্চ সীমা ছিল ২ দশমিক ১৮ সেন্টিমিটার।
সূত্রমতে, গত সোমবার দ্বীপজেলা ভোলার তেঁতুলিয়া নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করে দাঁড়িয়েছিল ২ দশমিক ৯৫ সেন্টিমিটার। এ নদীর ডেঞ্জার লেভেলে ২ দশমিক ৯০ সেন্টিমিটার। দৌলতখানের মেঘনায় বিপৎসীমা (৩ দশমিক ৪১ সেন্টিমিটার) অতিক্রম করে ৩ দশমিক ৪৫ সেন্টিমিটার, বরগুনার বিষখালী নদী বিপৎসীমা (২ দশমিক ৮৫ সেন্টিমিটার) অতিক্রম করে ২ দশমিক ৯২ সেন্টিমিটারে পৌঁছেছে।
এ ছাড়া ঝালকাঠির বিষখালী বিপৎসীমা ছুঁইছুঁই করে গত সোমবার পানির সর্বোচ্চ লেভেল ছিল ১ দশমিক ৯২ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর নদে পানির সর্বোচ্চ সীমা ছিল ২ দশমিক ৩৫ সেন্টিমিটার।
পাউবো বরিশালের গেজরিডার আ. রহমান বলেন, পূর্ণিমার জো-এর প্রভাবে কয়েক দিন ধরে কীর্তনখোলার পানি বেড়েছে। নদী উত্তাল, পানির চাপও বেশি।
বরিশাল নগরীর উপকণ্ঠ শায়েস্তাবাদ, চরকাউয়া ও চরবাড়িয়া ইউনিয়নের নিম্ন এলাকাগুলো কীর্তনখোলা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। সদর উপজেলার আরেক ইউনিয়ন কালাবদর নদীর তীরে চন্দ্রমোহন ইউনিয়ন। মঙ্গলবার ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ফসলি জমি জোয়ারের তলিয়ে গেছে।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা নাহিদ বিন রফিক বলেন, এই অঞ্চলের মাঠে এখন বোরো ধান, মুগ, তিল, সবজি রয়েছে। তবে ফসলের খেতে পানি তেমন একটা প্রবেশ না করায় ফসল এখনো নিরাপদ রয়েছে। তিনি বলেন, এই অবস্থা আগামী ২-১ দিনে স্পষ্ট হবে।
এ ব্যাপারে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার রায় বলেন, গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি ২-১ দিনে হওয়ার সম্ভাবনা নেই। পূর্ণিমার জো-এর কারণে নদীর পানি বেড়েছে, এটা ২-১ দিন অব্যাহত থাকতে পারে।
দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বাড়ছে। পূর্ণিমার প্রভাবে ফুলে-ফেঁপে উঠেছে বরিশালের কীর্তনখোলা, ভোলার তেঁতুলিয়া, দৌলতখানের মেঘনা, ঝালকাঠির বিষখালী, মির্জাগঞ্জের পায়রা এবং বরগুনা ও পাথরঘাটার বিষখালী নদী। পানির তোড়ে কোনো কোনো নদী বিপৎসীমা অতিক্রম করেছে, আবার কোনোটা ছুঁইছুঁই করছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। পানি ঢুকছে মুগ ও বোরো ধানের খেতে। এতে ফসল নিয়ে চিন্তিত কৃষক।
গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল নৌবন্দর-সংলগ্ন কীর্তনখোলা নদী ঘুরে দেখা গেছে, নদীতে পানি থইথই করছে। উত্তাল নদীতেও ঝুঁকি নিয়ে একের পর এক ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার চলছে। আশপাশের নিচু এলাকায় পানি ঢুকছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সার্ভেয়ার মহসিন আলমের তথ্যমতে, গত সোমবার বরিশালের কীর্তনখোলায় পানির সর্বোচ্চ সীমা ছিল ২ দশমিক ৩০ সেন্টিমিটার। যদিও এ নদীতে পানির বিপৎসীমা ২ দশমিক ৫৫ সেন্টিমিটার। সাধারণত নদীতে পানির স্বাভাবিক সীমা ১ দশমিক ৭৮ সেন্টিমিটার। আগের দিন রোববার কীর্তনখোলা নদীতে পানির সর্বোচ্চ সীমা ছিল ২ দশমিক ২৮ সেন্টিমিটার। একইভাবে গত শনিবার কীর্তনখোলায় পানির সর্বোচ্চ সীমা ছিল ২ দশমিক ১৮ সেন্টিমিটার।
সূত্রমতে, গত সোমবার দ্বীপজেলা ভোলার তেঁতুলিয়া নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করে দাঁড়িয়েছিল ২ দশমিক ৯৫ সেন্টিমিটার। এ নদীর ডেঞ্জার লেভেলে ২ দশমিক ৯০ সেন্টিমিটার। দৌলতখানের মেঘনায় বিপৎসীমা (৩ দশমিক ৪১ সেন্টিমিটার) অতিক্রম করে ৩ দশমিক ৪৫ সেন্টিমিটার, বরগুনার বিষখালী নদী বিপৎসীমা (২ দশমিক ৮৫ সেন্টিমিটার) অতিক্রম করে ২ দশমিক ৯২ সেন্টিমিটারে পৌঁছেছে।
এ ছাড়া ঝালকাঠির বিষখালী বিপৎসীমা ছুঁইছুঁই করে গত সোমবার পানির সর্বোচ্চ লেভেল ছিল ১ দশমিক ৯২ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর নদে পানির সর্বোচ্চ সীমা ছিল ২ দশমিক ৩৫ সেন্টিমিটার।
পাউবো বরিশালের গেজরিডার আ. রহমান বলেন, পূর্ণিমার জো-এর প্রভাবে কয়েক দিন ধরে কীর্তনখোলার পানি বেড়েছে। নদী উত্তাল, পানির চাপও বেশি।
বরিশাল নগরীর উপকণ্ঠ শায়েস্তাবাদ, চরকাউয়া ও চরবাড়িয়া ইউনিয়নের নিম্ন এলাকাগুলো কীর্তনখোলা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। সদর উপজেলার আরেক ইউনিয়ন কালাবদর নদীর তীরে চন্দ্রমোহন ইউনিয়ন। মঙ্গলবার ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ফসলি জমি জোয়ারের তলিয়ে গেছে।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা নাহিদ বিন রফিক বলেন, এই অঞ্চলের মাঠে এখন বোরো ধান, মুগ, তিল, সবজি রয়েছে। তবে ফসলের খেতে পানি তেমন একটা প্রবেশ না করায় ফসল এখনো নিরাপদ রয়েছে। তিনি বলেন, এই অবস্থা আগামী ২-১ দিনে স্পষ্ট হবে।
এ ব্যাপারে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার রায় বলেন, গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি ২-১ দিনে হওয়ার সম্ভাবনা নেই। পূর্ণিমার জো-এর কারণে নদীর পানি বেড়েছে, এটা ২-১ দিন অব্যাহত থাকতে পারে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে