নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে খুব বেশি বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ দল। ১৬ জুলাই গায়ানায় সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে বাংলাদেশ দলের ক্যারিবীয় সফর শেষ হবে। দেশে ফিরে সপ্তাহখানেকের বিশ্রাম শেষে পরের গন্তব্য জিম্বাবুয়ে। স্বাগতিকদের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ হওয়ার আগেই জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা করার কথা বিসিবির। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজকের পত্রিকাকে জানালেন, ১৫ জুলাই জিম্বাবুয়ে সফরের দল দেবেন তাঁরা।
জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ নয়। সুপার লিগের অংশ না হওয়ায় দলের সিনিয়র ক্রিকেটারদের কেউ কেউ এই সফরে বিশ্রামে থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে কিছু পরীক্ষা-নিরীক্ষার গুঞ্জনও আছে। যদিও মিনহাজুল বিষয়টি এই মুহূর্তে উড়িয়েই দিচ্ছেন, ‘পুরো শক্তির দলই যাচ্ছে। আমাদের কাছে কোনো তথ্য নেই (বিশ্রাম নেওয়ার)। কেউ চিঠি দেয়নি এখনো। চিঠি দিলে তখন দেখা যাবে।’
জিম্বাবুয়ে সফরের শুরুতে ওয়ানডে সিরিজ খেলার কথা শোনা গেলেও বিসিবি সূত্রে জানা গেল, সূচিতে পরিবর্তন এসেছে।
এখন টি-টোয়েন্টি সিরিজটি আগে হবে। সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশ জিম্বাবুয়ে পৌঁছাবে ২৭ জুলাই।
প্রথম টি-টোয়েন্টির আগে ২৭ ও ২৮ জুলাই দুই দিন অনুশীলনের সুযোগ পাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এক দিন বিরতি দিয়ে ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টি। ৩১ জুলাই ও ২ আগস্ট শেষ দুটি টি-টোয়েন্টি। ওয়ানডের সিরিজের আগে দুই দিনের বিরতি। ৫ আগস্ট প্রথম ওয়ানডে। ৭ ও ১০ আগস্ট শেষ দুই ওয়ানডে। ওয়ানডে শুরুর সময় বেলা ১টা ১৫ মিনিটে, টি-টোয়েন্টি শুরু বিকেল সাড়ে ৪টা। ১৫ দিনের জিম্বাবুয়ে সফর শেষে বাংলাদেশ দল দেশে ফিরবে ১১ আগস্ট।
এ সফর নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন গতকাল মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে কথা বলে আমরা মোটামুটি একটা সূচি চূড়ান্ত করেছি। জুলাইয়ের শেষ দিকে আমাদের দল সেখানে যাবে। আগস্টের মধ্যেই ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে দল।’
গত বছরের জুলাইয়ে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। গতবার ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছিল সফরকারীরা। তিন সংস্করণেই সিরিজ জিতে ফিরেছিল বাংলাদেশ। সফরে বাংলাদেশের একমাত্র হার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এবার জিম্বাবুয়ে সফর দিয়ে আগস্টের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় হতে যাওয়া এশিয়া কাপের আগে ভালো প্রস্তুতির সুযোগ পাবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে খুব বেশি বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ দল। ১৬ জুলাই গায়ানায় সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে বাংলাদেশ দলের ক্যারিবীয় সফর শেষ হবে। দেশে ফিরে সপ্তাহখানেকের বিশ্রাম শেষে পরের গন্তব্য জিম্বাবুয়ে। স্বাগতিকদের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ হওয়ার আগেই জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা করার কথা বিসিবির। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজকের পত্রিকাকে জানালেন, ১৫ জুলাই জিম্বাবুয়ে সফরের দল দেবেন তাঁরা।
জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ নয়। সুপার লিগের অংশ না হওয়ায় দলের সিনিয়র ক্রিকেটারদের কেউ কেউ এই সফরে বিশ্রামে থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে কিছু পরীক্ষা-নিরীক্ষার গুঞ্জনও আছে। যদিও মিনহাজুল বিষয়টি এই মুহূর্তে উড়িয়েই দিচ্ছেন, ‘পুরো শক্তির দলই যাচ্ছে। আমাদের কাছে কোনো তথ্য নেই (বিশ্রাম নেওয়ার)। কেউ চিঠি দেয়নি এখনো। চিঠি দিলে তখন দেখা যাবে।’
জিম্বাবুয়ে সফরের শুরুতে ওয়ানডে সিরিজ খেলার কথা শোনা গেলেও বিসিবি সূত্রে জানা গেল, সূচিতে পরিবর্তন এসেছে।
এখন টি-টোয়েন্টি সিরিজটি আগে হবে। সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশ জিম্বাবুয়ে পৌঁছাবে ২৭ জুলাই।
প্রথম টি-টোয়েন্টির আগে ২৭ ও ২৮ জুলাই দুই দিন অনুশীলনের সুযোগ পাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এক দিন বিরতি দিয়ে ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টি। ৩১ জুলাই ও ২ আগস্ট শেষ দুটি টি-টোয়েন্টি। ওয়ানডের সিরিজের আগে দুই দিনের বিরতি। ৫ আগস্ট প্রথম ওয়ানডে। ৭ ও ১০ আগস্ট শেষ দুই ওয়ানডে। ওয়ানডে শুরুর সময় বেলা ১টা ১৫ মিনিটে, টি-টোয়েন্টি শুরু বিকেল সাড়ে ৪টা। ১৫ দিনের জিম্বাবুয়ে সফর শেষে বাংলাদেশ দল দেশে ফিরবে ১১ আগস্ট।
এ সফর নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন গতকাল মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে কথা বলে আমরা মোটামুটি একটা সূচি চূড়ান্ত করেছি। জুলাইয়ের শেষ দিকে আমাদের দল সেখানে যাবে। আগস্টের মধ্যেই ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে দল।’
গত বছরের জুলাইয়ে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। গতবার ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছিল সফরকারীরা। তিন সংস্করণেই সিরিজ জিতে ফিরেছিল বাংলাদেশ। সফরে বাংলাদেশের একমাত্র হার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এবার জিম্বাবুয়ে সফর দিয়ে আগস্টের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় হতে যাওয়া এশিয়া কাপের আগে ভালো প্রস্তুতির সুযোগ পাবে বাংলাদেশ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে