নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চিনি আমদানির জন্য স্থানীয় ও আন্তর্জাতিকভাবে দফায় দফায় দরপত্র আহ্বান করেছে। কিন্তু তেমন কোনো সাড়া পাচ্ছে না সংস্থাটি। ফলে টিসিবির স্বল্পমূল্যে চিনি সরবরাহে জটিলতা তৈরি হয়েছে। অনেক এলাকার ফ্যামিলি কার্ডধারীরা চিনি সরবরাহ পাচ্ছেন না।
টিসিবি সূত্র বলেছে, আন্তর্জাতিক বাজার থেকে ১২ হাজার ৫০০ টন চিনি কিনতে ২, ৩, ৪ ও ১০ মে—চার দফা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে টিসিবি। কিন্তু চিনি সরবরাহে তেমন সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া স্থানীয় বাজার থেকে আট হাজার টন চিনি কিনতে গত মে মাসে ছয় দফা দরপত্র আহ্বান করে। সেখানেও সাড়া কম। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বল্পমূল্যে চিনি সরবরাহ ব্যাহত হচ্ছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, কয়েক দফা আন্তর্জাতিক বাজারে দরপত্র আহ্বান করা হয়। এ ছাড়া স্থানীয় বাজারেও দরপত্র দেওয়া হয়। চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না।
টিসিবির পরিচালক (বাণিজ্যিক) এস এম শাহীন পারভেজ বলেন, আন্তর্জাতিক দরপত্রে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়া পাওয়া গেছে। তবে এখনো চিনি পাওয়া যায়নি। শিগগির সরবরাহ পাওয়া যাবে।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চলতি মাসে কয়েক হাজার কার্ডধারী তেল ও ডাল সরবরাহ পেলেও চিনি সরবরাহ পাননি বলে জানা গেছে। জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল মাদবর বলেন, এ মাসে দুই লিটার তেল ও দুই কেজি ডাল সরবরাহ দিয়েছেন ডিলাররা। তবে চিনি দেওয়া হয়নি। তাঁর এলাকায় ১৬-১৭ হাজার কার্ড রয়েছে বলে জানান তিনি।
একটি বেসরকারি চিনি পরিশোধনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেশি। ব্যাংকগুলোর ঋণপত্র খুলতে অনীহা। সরকার প্রতি কেজি চিনিতে ৩৫ টাকা মুনাফা করছে। এদিকে লোডশেডিংয়ে নাকাল জনজীবন। সব মিলিয়ে চিনি পরিশোধন ও আমদানি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
তবে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেন, তাঁরা টিসিবিকে নিয়মিত তেল ও চিনি সরবরাহ দিয়ে আসছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগ) মো. রুহুল আমিন বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ায় সরবরাহে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। তবে চেষ্টা অব্যাহত রয়েছে। শিগগির চিনির সরবরাহ পাওয়া যাবে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চিনি আমদানির জন্য স্থানীয় ও আন্তর্জাতিকভাবে দফায় দফায় দরপত্র আহ্বান করেছে। কিন্তু তেমন কোনো সাড়া পাচ্ছে না সংস্থাটি। ফলে টিসিবির স্বল্পমূল্যে চিনি সরবরাহে জটিলতা তৈরি হয়েছে। অনেক এলাকার ফ্যামিলি কার্ডধারীরা চিনি সরবরাহ পাচ্ছেন না।
টিসিবি সূত্র বলেছে, আন্তর্জাতিক বাজার থেকে ১২ হাজার ৫০০ টন চিনি কিনতে ২, ৩, ৪ ও ১০ মে—চার দফা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে টিসিবি। কিন্তু চিনি সরবরাহে তেমন সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া স্থানীয় বাজার থেকে আট হাজার টন চিনি কিনতে গত মে মাসে ছয় দফা দরপত্র আহ্বান করে। সেখানেও সাড়া কম। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বল্পমূল্যে চিনি সরবরাহ ব্যাহত হচ্ছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, কয়েক দফা আন্তর্জাতিক বাজারে দরপত্র আহ্বান করা হয়। এ ছাড়া স্থানীয় বাজারেও দরপত্র দেওয়া হয়। চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না।
টিসিবির পরিচালক (বাণিজ্যিক) এস এম শাহীন পারভেজ বলেন, আন্তর্জাতিক দরপত্রে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়া পাওয়া গেছে। তবে এখনো চিনি পাওয়া যায়নি। শিগগির সরবরাহ পাওয়া যাবে।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চলতি মাসে কয়েক হাজার কার্ডধারী তেল ও ডাল সরবরাহ পেলেও চিনি সরবরাহ পাননি বলে জানা গেছে। জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল মাদবর বলেন, এ মাসে দুই লিটার তেল ও দুই কেজি ডাল সরবরাহ দিয়েছেন ডিলাররা। তবে চিনি দেওয়া হয়নি। তাঁর এলাকায় ১৬-১৭ হাজার কার্ড রয়েছে বলে জানান তিনি।
একটি বেসরকারি চিনি পরিশোধনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেশি। ব্যাংকগুলোর ঋণপত্র খুলতে অনীহা। সরকার প্রতি কেজি চিনিতে ৩৫ টাকা মুনাফা করছে। এদিকে লোডশেডিংয়ে নাকাল জনজীবন। সব মিলিয়ে চিনি পরিশোধন ও আমদানি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
তবে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেন, তাঁরা টিসিবিকে নিয়মিত তেল ও চিনি সরবরাহ দিয়ে আসছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগ) মো. রুহুল আমিন বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ায় সরবরাহে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। তবে চেষ্টা অব্যাহত রয়েছে। শিগগির চিনির সরবরাহ পাওয়া যাবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে