কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে নুরুন্ডি খালের ওপর নির্মিত ৩৬ ফুট সেতুর একপাশে পাকা সড়ক থাকলেও, অন্যপাশে রাস্তা নেই। উপজেলার শাক্তা ইউনিয়নের জনবসতিহীন বলসতা এলাকায় এক বছর আগে নির্মিত সেতুটি মানুষের উপকারে আসছে না।
স্থানীয়দের অভিযোগ, অপ্রয়োজনীয় অংশে সরকারি অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, সরকারি নকশায় রাস্তা আছে বলেই সেতুটি নির্মাণ করা হয়েছে।
২০২০-২১ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে সেতুটি নির্মাণ করা হয়। এতে ব্যয়ে হয়েছে ৩০ লাখ ৭০ হাজার ৯৪৮ টাকা।
গত বুধবার বলসতা এলাকায় দেখা যায়, নুরুন্ডি খালের ওপর নির্মিত সেতুটির একপাশে নুরুন্ডি থেকে শাক্তাগামী রাস্তা, অন্যদিকে রাস্তাহীন অংশে প্রায় ৬০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো এক প্রবাসী পরিবারের নির্মাণাধীন ভবনে গিয়ে ঠেকেছে। তবে সেখানে আর কোনো বাড়ি দেখা যায়নি।
স্থানীয় কয়েকজন জানান, সেতুর অপর প্রান্তে মনা মিয়া ও সোনা মিয়া নামে প্রবাসী দুই ভাইয়ের একটি নির্মাণাধীন ভবন আছে। এটি সব সময় তালাবদ্ধ থাকে। তবে সেতু নির্মাণকালে মনা মিয়া দেশেই ছিলেন। অন্য স্থানে সেতুটি নির্মাণের কথা থাকলেও তদবির করে সেতুটি নিজেদের বাড়ির কাছাকাছি করিয়েছেন মনা মিয়ারা। সাঁকোটি নিজেদের ভবনে যাওয়ার জন্য তাঁরাই তৈরি করেছেন।
এদিকে অব্যবহারে সেতুর দুই প্রান্তে ঘাস জন্মে গেছে। মানুষের যাতায়াত না থাকায় সন্ধ্যায় ওই সেতুতে বখাটেদের আড্ডা বসে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এদিকে বুধবার দুপুরে বলসতা এলাকায় কয়েক ঘণ্টা অপেক্ষা করে সেতুর ওপর দিয়ে যাতায়াত করা কাউকে কথা বলার জন্য পাওয়া যায়নি। অন্য একটি বাড়িতে কাজ করা নির্মাণশ্রমিক কাশেম বলেন, ‘প্রবাসী ভাইদের ভবন তৈরিতে আমি কাজ করেছি। শুনেছি এই সেতুটি বলসতা রাস্তার মাথায় নির্মাণ করার কথা ছিল। এ সময় মনা মিয়া দেশে এসে তদবির করে সেতুটি তাঁর বাড়ির সামনে নির্মাণ করেছে। এখন তাঁরা দুই ভাই দেশের বাইরে রয়েছেন।’
জানতে চাইলে স্থানীয় শাক্তা ইউপির সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন বলেন, ‘সরকারি নকশা অনুযায়ী, ওই সেতু থেকে বটতলা পর্যন্ত ২০ ফুট চওড়া সরকারি হালুট (রাস্তা) রয়েছে। আমাদের পরিকল্পনা ছিল, হালুট উদ্ধার করে রাস্তা তৈরি করে দেওয়া। কিন্তু আমি আর সেটা শেষ করতে পারিনি।’
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহিদুল ইসলাম বলেন, ‘সব ধরনের সম্ভাব্যতা যাচাই করেই সেতুটি নির্মাণ করা হয়েছে। তা ছাড়া সেতুটির অপর প্রান্তে সরকারি নকশায় রাস্তা রয়েছে। ভবিষ্যতে বরাদ্দ এলেই রাস্তাটিও নির্মাণ করে দেওয়া হবে।’
ঢাকার কেরানীগঞ্জে নুরুন্ডি খালের ওপর নির্মিত ৩৬ ফুট সেতুর একপাশে পাকা সড়ক থাকলেও, অন্যপাশে রাস্তা নেই। উপজেলার শাক্তা ইউনিয়নের জনবসতিহীন বলসতা এলাকায় এক বছর আগে নির্মিত সেতুটি মানুষের উপকারে আসছে না।
স্থানীয়দের অভিযোগ, অপ্রয়োজনীয় অংশে সরকারি অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, সরকারি নকশায় রাস্তা আছে বলেই সেতুটি নির্মাণ করা হয়েছে।
২০২০-২১ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে সেতুটি নির্মাণ করা হয়। এতে ব্যয়ে হয়েছে ৩০ লাখ ৭০ হাজার ৯৪৮ টাকা।
গত বুধবার বলসতা এলাকায় দেখা যায়, নুরুন্ডি খালের ওপর নির্মিত সেতুটির একপাশে নুরুন্ডি থেকে শাক্তাগামী রাস্তা, অন্যদিকে রাস্তাহীন অংশে প্রায় ৬০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো এক প্রবাসী পরিবারের নির্মাণাধীন ভবনে গিয়ে ঠেকেছে। তবে সেখানে আর কোনো বাড়ি দেখা যায়নি।
স্থানীয় কয়েকজন জানান, সেতুর অপর প্রান্তে মনা মিয়া ও সোনা মিয়া নামে প্রবাসী দুই ভাইয়ের একটি নির্মাণাধীন ভবন আছে। এটি সব সময় তালাবদ্ধ থাকে। তবে সেতু নির্মাণকালে মনা মিয়া দেশেই ছিলেন। অন্য স্থানে সেতুটি নির্মাণের কথা থাকলেও তদবির করে সেতুটি নিজেদের বাড়ির কাছাকাছি করিয়েছেন মনা মিয়ারা। সাঁকোটি নিজেদের ভবনে যাওয়ার জন্য তাঁরাই তৈরি করেছেন।
এদিকে অব্যবহারে সেতুর দুই প্রান্তে ঘাস জন্মে গেছে। মানুষের যাতায়াত না থাকায় সন্ধ্যায় ওই সেতুতে বখাটেদের আড্ডা বসে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এদিকে বুধবার দুপুরে বলসতা এলাকায় কয়েক ঘণ্টা অপেক্ষা করে সেতুর ওপর দিয়ে যাতায়াত করা কাউকে কথা বলার জন্য পাওয়া যায়নি। অন্য একটি বাড়িতে কাজ করা নির্মাণশ্রমিক কাশেম বলেন, ‘প্রবাসী ভাইদের ভবন তৈরিতে আমি কাজ করেছি। শুনেছি এই সেতুটি বলসতা রাস্তার মাথায় নির্মাণ করার কথা ছিল। এ সময় মনা মিয়া দেশে এসে তদবির করে সেতুটি তাঁর বাড়ির সামনে নির্মাণ করেছে। এখন তাঁরা দুই ভাই দেশের বাইরে রয়েছেন।’
জানতে চাইলে স্থানীয় শাক্তা ইউপির সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন বলেন, ‘সরকারি নকশা অনুযায়ী, ওই সেতু থেকে বটতলা পর্যন্ত ২০ ফুট চওড়া সরকারি হালুট (রাস্তা) রয়েছে। আমাদের পরিকল্পনা ছিল, হালুট উদ্ধার করে রাস্তা তৈরি করে দেওয়া। কিন্তু আমি আর সেটা শেষ করতে পারিনি।’
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহিদুল ইসলাম বলেন, ‘সব ধরনের সম্ভাব্যতা যাচাই করেই সেতুটি নির্মাণ করা হয়েছে। তা ছাড়া সেতুটির অপর প্রান্তে সরকারি নকশায় রাস্তা রয়েছে। ভবিষ্যতে বরাদ্দ এলেই রাস্তাটিও নির্মাণ করে দেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে