বরিশাল প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবসে মিছিলে মিছিলে সরব হয়ে উঠেছিল বরিশাল নগরের রাজপথ। সকাল থেকেই আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। বিএনপিও থেমে না থেকে রাজপথে দফায় দফায় শোভাযাত্রা করেছে। অনেকটা সহাবস্থানে দুই দলের রাজনৈতিক এ শোভাযাত্রায় বিজয়ের উৎসব ছড়িয়ে পড়ে নগর জুড়ে।
এর পাশাপাশি জাতীয় দিবসে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কীর্তনখোলা নদীর তীরে ওয়াপদা কলোনির টর্চার সেলে স্থাপিত ৭১ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয় বেলা পৌনে ১০টায়। এর পরপরই বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা সদর রোডের দিকে রওনা হয়। এতে নেতা–কর্মীদের ঢল নামে। শোভাযাত্রাটি আমতলার মোড় হয়ে নুরিয়া স্কুল, জিলা স্কুল, শহীদ মিনার, কাকলির মোড় থেকে সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে বেলা সাড়ে ১০টার দিকে পৌঁছে।
নগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘বিজয় শোভাযাত্রায় লাল–সবুজের পতাকা নিয়ে নেতা–কর্মীদের ঢল নেমেছিল। শোভাযাত্রাটি সদর রোডের ভেতরে না ঢুকিয়ে দলীয় কার্যালয় এনে সমাপ্ত করা হয়।’ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে বিএনপির প্রোগ্রাম ছিল। আওয়ামী লীগ সহাবস্থানে বিশ্বাস করে। তাঁদেরও অধিকার আছে কর্মসূচি করার। যে কারণে ওই দিকটায় গিয়ে কোনো ধরনের ইস্যু সৃষ্টি হতে দেননি নেতারা।’
আওয়ামী লীগের শোভাযাত্রা শেষ হওয়ার আগ মুহূর্তে অশ্বিনীকুমার হলের সামনে থেকে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি বেলা পৌনে ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। বেলা ১১টার পর নগর বিএনপি আর একটি শোভাযাত্রা নিয়ে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এ দুটি শোভাযাত্রাতে নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করলে সরব হয়ে ওঠে নগরের রাজপথ।
এ দিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা পুলিশ লাইনসে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও পুলিশ সুপার মারুফ হোসেন। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকালে বঙ্গবন্ধু উদ্যানে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অভিবাদন গ্রহণ করেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে কীর্তনখোলা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।
মহান স্বাধীনতা দিবসে মিছিলে মিছিলে সরব হয়ে উঠেছিল বরিশাল নগরের রাজপথ। সকাল থেকেই আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। বিএনপিও থেমে না থেকে রাজপথে দফায় দফায় শোভাযাত্রা করেছে। অনেকটা সহাবস্থানে দুই দলের রাজনৈতিক এ শোভাযাত্রায় বিজয়ের উৎসব ছড়িয়ে পড়ে নগর জুড়ে।
এর পাশাপাশি জাতীয় দিবসে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কীর্তনখোলা নদীর তীরে ওয়াপদা কলোনির টর্চার সেলে স্থাপিত ৭১ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয় বেলা পৌনে ১০টায়। এর পরপরই বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা সদর রোডের দিকে রওনা হয়। এতে নেতা–কর্মীদের ঢল নামে। শোভাযাত্রাটি আমতলার মোড় হয়ে নুরিয়া স্কুল, জিলা স্কুল, শহীদ মিনার, কাকলির মোড় থেকে সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে বেলা সাড়ে ১০টার দিকে পৌঁছে।
নগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘বিজয় শোভাযাত্রায় লাল–সবুজের পতাকা নিয়ে নেতা–কর্মীদের ঢল নেমেছিল। শোভাযাত্রাটি সদর রোডের ভেতরে না ঢুকিয়ে দলীয় কার্যালয় এনে সমাপ্ত করা হয়।’ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে বিএনপির প্রোগ্রাম ছিল। আওয়ামী লীগ সহাবস্থানে বিশ্বাস করে। তাঁদেরও অধিকার আছে কর্মসূচি করার। যে কারণে ওই দিকটায় গিয়ে কোনো ধরনের ইস্যু সৃষ্টি হতে দেননি নেতারা।’
আওয়ামী লীগের শোভাযাত্রা শেষ হওয়ার আগ মুহূর্তে অশ্বিনীকুমার হলের সামনে থেকে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি বেলা পৌনে ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। বেলা ১১টার পর নগর বিএনপি আর একটি শোভাযাত্রা নিয়ে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এ দুটি শোভাযাত্রাতে নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করলে সরব হয়ে ওঠে নগরের রাজপথ।
এ দিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা পুলিশ লাইনসে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও পুলিশ সুপার মারুফ হোসেন। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকালে বঙ্গবন্ধু উদ্যানে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অভিবাদন গ্রহণ করেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে কীর্তনখোলা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে