সাবিত আল হাসান, (বন্দর) নারায়ণগঞ্জ
আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে হারিয়ে ২০১১ সালে প্রথমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরেরবার তিনি আওয়ামী লীগ থেকে ভোট করে জিতলেও শামীম ওসমানের সঙ্গে তাঁর সম্পর্কের কোনো উন্নতি হয়নি। এ অবস্থায় এবারের ভোটেও আইভী আওয়ামী লীগের প্রার্থী। তাঁকে জেতাতে দলের যে কমিটি করা হয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এমন কয়েকজন নেতা, যাঁরা স্থানীয় রাজনীতিতে ওসমানপন্থী হিসেবেই পরিচিত। ফলে আইভীর জয় নিশ্চিত করতে তাঁরা কতটা কাজ করবেন, তা নিয়ে বেশ কৌতূহলী নেতা-কর্মীসহ স্থানীয় লোকজন।
আইভীর নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা ও সহসভাপতি চন্দন শীল। তাঁরা সবাই সাংসদ শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের রাজনীতিতে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেও বিভিন্ন সভা-সমাবেশে আইভীর সমালোচনা করে আসছিলেন ওসমানপন্থী এসব নেতা।
দলীয় সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় থেকে নারায়ণগঞ্জে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এতে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও খোকন সাহাকে সদস্যসচিব করা হয়। ঘোষণার পর নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হওয়া বিজয় সমাবেশের আগে একসঙ্গে বৈঠকে বসেছিলেন কমিটির অধিকাংশ সদস্য।
সবশেষ ২৬ ডিসেম্বর রাতে পুনরায় নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হন সবাই। তবে কমিটির যুগ্ম আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল অসুস্থতাজনিত কারণে উপস্থিত ছিলেন না।
২৪ ডিসেম্বরের সমাবেশে সঞ্চালনা করেন খোকন সাহা। একই সমাবেশে বক্তব্যে আইভীর পক্ষে ভোট চান আবু হাসনাত শহীদ বাদল। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিষয়গুলো স্বাভাবিক দেখালেও ভেতরে তাঁদের অবস্থান কেমন, তা নিয়ে গুঞ্জন ছিল কর্মীদের মাঝে।
শামীমপন্থী প্রভাবশালী আওয়ামী নেতারা কেমন ভূমিকা রাখছেন, জানতে চাইলে কমিটির যুগ্ম আহ্বায়ক জিএম আরাফাত আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক ও প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কেউ আর পুরোনো বিষয়গুলো উঠিয়ে আনছেন না। তাঁরা সবাই আইভীর পক্ষে কাজ করতে শুরু করেছেন।’
তবে জেলা আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শামীমপন্থী নেতাদের সঙ্গে দূরত্ব থাকলেও এখন পর্যন্ত সেই বিষয়গুলো কেউ তোলেইনি। বরং কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে সবাই কাজগুলো চালিয়ে নিচ্ছেন।’
এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব খোকন সাহা গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কমিটি থেকে ওয়ার্ডভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী কাজ চলছে। এ ছাড়া জনগণের কাছে ভোটারদের কাছে গিয়ে আমাদের লোকজন ভোট চাইছে। আমরা বিশ্বাস করি, আমাদের মেয়র প্রার্থী এবার দেড় লক্ষ ভোটে পাস করবেন।’
ব্যক্তিগতভাবে কোনো পরামর্শ দিয়েছেন কি না, তা জানতে চাইলে খোকন সাহা বলেন, ‘মেয়রের তো আমার কাছে পরামর্শ চাইতে হবে। তিনি আমার কাছে পরামর্শ চাননি। দলের কাছে পরামর্শ চেয়েছেন। দল তাঁকে পরামর্শ দিয়েছে। মেয়র যদি আমার কাছে পরামর্শ চান, আমি তাঁকে অবশ্যই পরামর্শ দেব।’
এ বিষয়ে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে হারিয়ে ২০১১ সালে প্রথমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরেরবার তিনি আওয়ামী লীগ থেকে ভোট করে জিতলেও শামীম ওসমানের সঙ্গে তাঁর সম্পর্কের কোনো উন্নতি হয়নি। এ অবস্থায় এবারের ভোটেও আইভী আওয়ামী লীগের প্রার্থী। তাঁকে জেতাতে দলের যে কমিটি করা হয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এমন কয়েকজন নেতা, যাঁরা স্থানীয় রাজনীতিতে ওসমানপন্থী হিসেবেই পরিচিত। ফলে আইভীর জয় নিশ্চিত করতে তাঁরা কতটা কাজ করবেন, তা নিয়ে বেশ কৌতূহলী নেতা-কর্মীসহ স্থানীয় লোকজন।
আইভীর নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা ও সহসভাপতি চন্দন শীল। তাঁরা সবাই সাংসদ শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের রাজনীতিতে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেও বিভিন্ন সভা-সমাবেশে আইভীর সমালোচনা করে আসছিলেন ওসমানপন্থী এসব নেতা।
দলীয় সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় থেকে নারায়ণগঞ্জে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এতে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও খোকন সাহাকে সদস্যসচিব করা হয়। ঘোষণার পর নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হওয়া বিজয় সমাবেশের আগে একসঙ্গে বৈঠকে বসেছিলেন কমিটির অধিকাংশ সদস্য।
সবশেষ ২৬ ডিসেম্বর রাতে পুনরায় নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হন সবাই। তবে কমিটির যুগ্ম আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল অসুস্থতাজনিত কারণে উপস্থিত ছিলেন না।
২৪ ডিসেম্বরের সমাবেশে সঞ্চালনা করেন খোকন সাহা। একই সমাবেশে বক্তব্যে আইভীর পক্ষে ভোট চান আবু হাসনাত শহীদ বাদল। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিষয়গুলো স্বাভাবিক দেখালেও ভেতরে তাঁদের অবস্থান কেমন, তা নিয়ে গুঞ্জন ছিল কর্মীদের মাঝে।
শামীমপন্থী প্রভাবশালী আওয়ামী নেতারা কেমন ভূমিকা রাখছেন, জানতে চাইলে কমিটির যুগ্ম আহ্বায়ক জিএম আরাফাত আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক ও প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কেউ আর পুরোনো বিষয়গুলো উঠিয়ে আনছেন না। তাঁরা সবাই আইভীর পক্ষে কাজ করতে শুরু করেছেন।’
তবে জেলা আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শামীমপন্থী নেতাদের সঙ্গে দূরত্ব থাকলেও এখন পর্যন্ত সেই বিষয়গুলো কেউ তোলেইনি। বরং কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে সবাই কাজগুলো চালিয়ে নিচ্ছেন।’
এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব খোকন সাহা গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কমিটি থেকে ওয়ার্ডভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী কাজ চলছে। এ ছাড়া জনগণের কাছে ভোটারদের কাছে গিয়ে আমাদের লোকজন ভোট চাইছে। আমরা বিশ্বাস করি, আমাদের মেয়র প্রার্থী এবার দেড় লক্ষ ভোটে পাস করবেন।’
ব্যক্তিগতভাবে কোনো পরামর্শ দিয়েছেন কি না, তা জানতে চাইলে খোকন সাহা বলেন, ‘মেয়রের তো আমার কাছে পরামর্শ চাইতে হবে। তিনি আমার কাছে পরামর্শ চাননি। দলের কাছে পরামর্শ চেয়েছেন। দল তাঁকে পরামর্শ দিয়েছে। মেয়র যদি আমার কাছে পরামর্শ চান, আমি তাঁকে অবশ্যই পরামর্শ দেব।’
এ বিষয়ে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে