নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। কোনো কোনোটিতে তাঁর বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়ও আসামি। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে সংস্থাটির আঞ্চলিক পরিচালক পুতুল আগামী অক্টোবরে ঢাকায় এলে তাঁকে গ্রেপ্তার করা হবে কি না, এ নিয়ে নানা আলোচনার মধ্যে সম্মেলনের স্থানই বদলে ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঢাকার বদলে সম্মেলন হবে ভারতের নয়াদিল্লিতে। ফলে পুতুলকেও আসতে হচ্ছে না।
আজকের পত্রিকা থেকে জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশ্ব স্বাস্থ্য অধিশাখার যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ গতকাল রোববার বলেন, সম্মেলনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ের। আগামী মাসে ঢাকায় হওয়ার কথা ছিল। এখন সম্মেলনটি হবে ভারতে তাদের কার্যালয়ে।
নয়াদিল্লি থেকে কূটনৈতিক একটি সূত্র জানায়, আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর নয়াদিল্লিতে সম্মেলনটি হবে।
শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যান। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। দিল্লিতে সরকারি ব্যবস্থাপনায় কড়া নিরাপত্তায় রয়েছেন তাঁরা।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের দেখভাল করে দিল্লিভিত্তিক আঞ্চলিক দপ্তরটি। এর প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন পুতুল।
বাংলাদেশের কয়েকজন কূটনীতিক বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যাতায়াতে সায়মা ওয়াজেদ পুতুলের জাতিসংঘের ভ্রমণ দলিল ব্যবহার করার কথা, যা সাধারণভাবে জাতিসংঘ পাসপোর্ট হিসেবে গণ্য হয়। জাতিসংঘের কর্মকর্তা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিশেষ আইনি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ীই এই প্রাপ্যতায় হেরফের করার সুযোগও আছে।
দিল্লির এক কূটনীতিক বলেন, সম্মেলনের স্থান বদল হওয়ায় পুতুলের ঢাকায় যাওয়ার আপাতত কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা। তিনি বলেন, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের দেশে কূটনৈতিক ছাড় নাও পেতে পারেন। বিষয়টি নির্ভর করে তাঁর প্রতি সংশ্লিষ্ট দেশের সরকারের দৃষ্টিভঙ্গি ও তাঁকে জড়িয়ে অভিযোগের ধরন কী, তার ওপর।
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। কোনো কোনোটিতে তাঁর বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়ও আসামি। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে সংস্থাটির আঞ্চলিক পরিচালক পুতুল আগামী অক্টোবরে ঢাকায় এলে তাঁকে গ্রেপ্তার করা হবে কি না, এ নিয়ে নানা আলোচনার মধ্যে সম্মেলনের স্থানই বদলে ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঢাকার বদলে সম্মেলন হবে ভারতের নয়াদিল্লিতে। ফলে পুতুলকেও আসতে হচ্ছে না।
আজকের পত্রিকা থেকে জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশ্ব স্বাস্থ্য অধিশাখার যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ গতকাল রোববার বলেন, সম্মেলনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ের। আগামী মাসে ঢাকায় হওয়ার কথা ছিল। এখন সম্মেলনটি হবে ভারতে তাদের কার্যালয়ে।
নয়াদিল্লি থেকে কূটনৈতিক একটি সূত্র জানায়, আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর নয়াদিল্লিতে সম্মেলনটি হবে।
শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যান। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। দিল্লিতে সরকারি ব্যবস্থাপনায় কড়া নিরাপত্তায় রয়েছেন তাঁরা।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের দেখভাল করে দিল্লিভিত্তিক আঞ্চলিক দপ্তরটি। এর প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন পুতুল।
বাংলাদেশের কয়েকজন কূটনীতিক বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যাতায়াতে সায়মা ওয়াজেদ পুতুলের জাতিসংঘের ভ্রমণ দলিল ব্যবহার করার কথা, যা সাধারণভাবে জাতিসংঘ পাসপোর্ট হিসেবে গণ্য হয়। জাতিসংঘের কর্মকর্তা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিশেষ আইনি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ীই এই প্রাপ্যতায় হেরফের করার সুযোগও আছে।
দিল্লির এক কূটনীতিক বলেন, সম্মেলনের স্থান বদল হওয়ায় পুতুলের ঢাকায় যাওয়ার আপাতত কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা। তিনি বলেন, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের দেশে কূটনৈতিক ছাড় নাও পেতে পারেন। বিষয়টি নির্ভর করে তাঁর প্রতি সংশ্লিষ্ট দেশের সরকারের দৃষ্টিভঙ্গি ও তাঁকে জড়িয়ে অভিযোগের ধরন কী, তার ওপর।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে