বাগেরহাট প্রতিনিধি
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেছেন, ‘পুরুষের এক পাক্ষিক উন্নয়ন করে কোনো দেশের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। টেকসই বাংলাদেশ গড়তে হলে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে এক জোট হয়ে কাজ করতে হবে। এ জন্য সরকার নারী নির্যাতন বন্ধ, নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনি সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। আমরা বিশ্বাস করি এসব কার্যক্রমের মাধ্যমে নারীদের ক্ষমতায়নের পাশাপাশি সমাজে নারী-পুরুষের সমতা বৃদ্ধি পাবে।’
গতকাল সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাল্যবিবাহ নারী উন্নয়নের পথে অন্যতম বাধা উল্লেখ করে সচিব আরও বলেন, নিকাহ রেজিস্ট্রাররা বিভিন্নভাবে বাল্যবিবাহের সঙ্গে সম্পৃক্ত থাকেন। যে কোনো মূল্যে এই বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বন্ধ করতে হবে। যারা অনিয়মের আশ্রয় নেবে তাদের জন্য আইন রয়েছে। প্রয়োজনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান সভার সভাপতিত্ব করেন। সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম, অধ্যাপক বুলবুল কবীর, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ-ই আলম বাচ্চু, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি শেখ আসাদ, ঝিমি মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।
সভায় জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, নিকাহ রেজিস্ট্রার, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বাল্যবিবাহ রোধে বিভিন্ন পরামর্শ দেওয়া এবং বাল্যবিবাহ রোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেছেন, ‘পুরুষের এক পাক্ষিক উন্নয়ন করে কোনো দেশের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। টেকসই বাংলাদেশ গড়তে হলে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে এক জোট হয়ে কাজ করতে হবে। এ জন্য সরকার নারী নির্যাতন বন্ধ, নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনি সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। আমরা বিশ্বাস করি এসব কার্যক্রমের মাধ্যমে নারীদের ক্ষমতায়নের পাশাপাশি সমাজে নারী-পুরুষের সমতা বৃদ্ধি পাবে।’
গতকাল সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাল্যবিবাহ নারী উন্নয়নের পথে অন্যতম বাধা উল্লেখ করে সচিব আরও বলেন, নিকাহ রেজিস্ট্রাররা বিভিন্নভাবে বাল্যবিবাহের সঙ্গে সম্পৃক্ত থাকেন। যে কোনো মূল্যে এই বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বন্ধ করতে হবে। যারা অনিয়মের আশ্রয় নেবে তাদের জন্য আইন রয়েছে। প্রয়োজনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান সভার সভাপতিত্ব করেন। সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম, অধ্যাপক বুলবুল কবীর, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ-ই আলম বাচ্চু, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি শেখ আসাদ, ঝিমি মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।
সভায় জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, নিকাহ রেজিস্ট্রার, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বাল্যবিবাহ রোধে বিভিন্ন পরামর্শ দেওয়া এবং বাল্যবিবাহ রোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে