সনি আজাদ, চারঘাট
ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলায় ৯ হাজার ৮০০ পরিবারকে বিনা মূল্যে চাল দেবে সরকার। অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার ১০ কেজি চাল পাবে। তবে গত বছরের ঈদুল আজহার তুলনায় এবার বরাদ্দ প্রায় অর্ধেকে নেমে এসেছে।
চারঘাট ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবার সুবিধাভোগীর সংখ্যা ৯ হাজার ৮০০ জন, যা গত ঈদুল আজহার বরাদ্দের প্রায় অর্ধেক। ওই সময় উপজেলায় উপকারভোগীর সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার জন। তবে পৌরসভায় বরাদ্দ কমেনি। ৯ জুলাইয়ের মধ্যে এ চাল সরকারি খাদ্যগুদাম থেকে তুলে বিনা মূল্যে বিতরণ করার জন্য ৩ জুলাই রাজশাহী জেলা প্রশাসক স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ঈদুল আজহা উপলক্ষে চারঘাট উপজেলায় ৯ হাজার ৮০০ জন উপকারভোগীর জন্য ৯৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এতে দেখা গেছে, বিভিন্ন ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। তবে গত ঈদুল ফিতরেও সমপরিমাণ বরাদ্দ ছিল।
বরাদ্দ পর্যালোচনা করে দেখা যায়, উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৮৩৩ জন, শলুয়া ইউনিয়নের ৯২৮ জন, সরদহ ইউনিয়নের ৬১০ জন, নিমপাড়া ইউনিয়নের ১ হাজার ২১১ জন, চারঘাট সদর ইউনিয়নের ৬৯২ জন, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ৯২৬ জন এবং চারঘাট পৌরসভার ৪ হাজার ৬০০ জনকে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল দেওয়া হবে। তাতে পৌরসভার সঙ্গে ইউনিয়নগুলোর বরাদ্দের বিস্তর পার্থক্য দেখা যায়। অথচ পৌরসভার চেয়ে ইউনিয়নগুলোতে হতদরিদ্র পরিবারের সংখ্যা বেশি।
উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু বলেন, ‘গত কোরবানিতে আমার ইউনিয়নের প্রায় ১ হাজার ২০০ জনকে এই চাল দেওয়া হয়। এবার বরাদ্দ মাত্র ৬৯২ জনের। ফলে বিতরণে সমস্যা হবে। আমার ইউনিয়নটি দরিদ্র এলাকায়। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সহায়তা নিয়ে পরিবার চালিয়ে থাকেন অনেকে। অথচ ঈদে তাদের ঠিকমতো চাল দিতে পারছি না।’
নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন আমারটা। গত ঈদুল আজহায় আমার ইউনিয়নে ২ হাজার ৫০০ জনকে ভিজিএফের চাল দেওয়া হয়। এবার মাত্র ১ হাজার ২১১ জনকে বরাদ্দ দেওয়া হয়েছে; যা গতবারের অর্ধেক। চাল বিতরণ করতে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ বলেন, পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্যের হারের প্রতিবেদনের ভিত্তিতে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত ঈদুল আজহার চেয়ে বরাদ্দ প্রায় অর্ধেক। তবে তা গত ঈদুল ফিতরের সমপরিমাণ। ঈদের আগেই বিনা মূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলায় ৯ হাজার ৮০০ পরিবারকে বিনা মূল্যে চাল দেবে সরকার। অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার ১০ কেজি চাল পাবে। তবে গত বছরের ঈদুল আজহার তুলনায় এবার বরাদ্দ প্রায় অর্ধেকে নেমে এসেছে।
চারঘাট ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবার সুবিধাভোগীর সংখ্যা ৯ হাজার ৮০০ জন, যা গত ঈদুল আজহার বরাদ্দের প্রায় অর্ধেক। ওই সময় উপজেলায় উপকারভোগীর সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার জন। তবে পৌরসভায় বরাদ্দ কমেনি। ৯ জুলাইয়ের মধ্যে এ চাল সরকারি খাদ্যগুদাম থেকে তুলে বিনা মূল্যে বিতরণ করার জন্য ৩ জুলাই রাজশাহী জেলা প্রশাসক স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ঈদুল আজহা উপলক্ষে চারঘাট উপজেলায় ৯ হাজার ৮০০ জন উপকারভোগীর জন্য ৯৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এতে দেখা গেছে, বিভিন্ন ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। তবে গত ঈদুল ফিতরেও সমপরিমাণ বরাদ্দ ছিল।
বরাদ্দ পর্যালোচনা করে দেখা যায়, উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৮৩৩ জন, শলুয়া ইউনিয়নের ৯২৮ জন, সরদহ ইউনিয়নের ৬১০ জন, নিমপাড়া ইউনিয়নের ১ হাজার ২১১ জন, চারঘাট সদর ইউনিয়নের ৬৯২ জন, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ৯২৬ জন এবং চারঘাট পৌরসভার ৪ হাজার ৬০০ জনকে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল দেওয়া হবে। তাতে পৌরসভার সঙ্গে ইউনিয়নগুলোর বরাদ্দের বিস্তর পার্থক্য দেখা যায়। অথচ পৌরসভার চেয়ে ইউনিয়নগুলোতে হতদরিদ্র পরিবারের সংখ্যা বেশি।
উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু বলেন, ‘গত কোরবানিতে আমার ইউনিয়নের প্রায় ১ হাজার ২০০ জনকে এই চাল দেওয়া হয়। এবার বরাদ্দ মাত্র ৬৯২ জনের। ফলে বিতরণে সমস্যা হবে। আমার ইউনিয়নটি দরিদ্র এলাকায়। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সহায়তা নিয়ে পরিবার চালিয়ে থাকেন অনেকে। অথচ ঈদে তাদের ঠিকমতো চাল দিতে পারছি না।’
নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন আমারটা। গত ঈদুল আজহায় আমার ইউনিয়নে ২ হাজার ৫০০ জনকে ভিজিএফের চাল দেওয়া হয়। এবার মাত্র ১ হাজার ২১১ জনকে বরাদ্দ দেওয়া হয়েছে; যা গতবারের অর্ধেক। চাল বিতরণ করতে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ বলেন, পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্যের হারের প্রতিবেদনের ভিত্তিতে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত ঈদুল আজহার চেয়ে বরাদ্দ প্রায় অর্ধেক। তবে তা গত ঈদুল ফিতরের সমপরিমাণ। ঈদের আগেই বিনা মূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে