আজকের পত্রিকা ডেস্ক
হবিগঞ্জ সদর উপজেলার আওরা গ্রাম ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে পৃথক সংঘর্ষে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:
হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার আওরা গ্রামে হাওরে ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অন্তত ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের তাজুল ইসলাম ও সাবাজ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল শনিবার সকালে হাওরে ঘাস কাটা নিয়ে দুই পক্ষের দুজন লোকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়।
স্থানীয় লোকজন তাঁদের নিয়ন্ত্রণ করেন। বিষয়টি বাড়িতে জানাজানি হলে দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাস্তা সম্প্রসারণ কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার নরসিংপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংপুর বাজারে দোকান ঘরের মালিকানা ও দখল নিয়ে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিনের সঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদের উপস্থিতিতে বাজারের রাস্তা সম্প্রসারণ কাজ পরিদর্শন ও মাপজোখ চলছিল। এ সময় ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এ ব্যাপারে নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন বলেন, ‘বাজারের খাসজমি দীর্ঘদিন ধরে অনেকেই বেদখল করে রেখেছে। রাস্তা সম্প্রসারণ ও বেদখল খাসজমিতে সরকারিভাবে মাছ বাজারের শেড নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। এসব জমিতে ১১টি ঘর ছিল। এর মধ্যে ৮টি ঘরের মালিককে বুঝিয়ে শুনিয়ে তাদের ঘর তাদের মাধ্যমেই সরিয়ে নেওয়া হয়। বাকি তিনটি ঘর উচ্ছেদ করতে গতকাল শুক্রবার বিকেলে নরসিংপুর বাজারে ইউএনও, এসিল্যান্ডসহ প্রশাসনের লোকজন এসেছিলেন। উচ্ছেদ অভিযানে আমার কিছু লোক লেবার হিসেবে সহযোগিতা করে। এতে দখলদারদের লোকজন ক্ষিপ্ত হয়ে আমার লোকজনের ওপর আক্রমণ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘রাস্তা সম্প্রসারণের জন্য প্রশাসন বাজারের কিছু ঘর সরানোর উদ্যোগ নেয়। কিন্তু এর মধ্যেই কিছুদিন ধরে ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজন বাজারের প্রায় আট-দশটি ঘরের মালিককে উচ্ছেদের হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছে। গত শুক্রবার বিকেলে ইউএনও ও এসিল্যান্ড বাজারের কয়েকটি ঘর উচ্ছেদের নির্দেশ দেন। নির্দেশ দেওয়ামাত্রই চেয়ারম্যান নূর উদ্দিনের ভাই ভাতিজাসহ তার ভাড়াটে লোকজন ঘর ভাঙা শুরু করে। ঘরের মালিকদের মালামাল সরানোর ন্যূনতম সময়টুকু পর্যন্ত দেয়নি তারা। এ সময় চেয়ারম্যানের লোকজনকে ঘরের মালিকপক্ষের লোকজন বাধা দিতে গেলে তারা সংঘবদ্ধভাবে আক্রমণ করে।’
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এখন পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি।
হবিগঞ্জ সদর উপজেলার আওরা গ্রাম ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে পৃথক সংঘর্ষে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:
হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার আওরা গ্রামে হাওরে ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অন্তত ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের তাজুল ইসলাম ও সাবাজ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল শনিবার সকালে হাওরে ঘাস কাটা নিয়ে দুই পক্ষের দুজন লোকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়।
স্থানীয় লোকজন তাঁদের নিয়ন্ত্রণ করেন। বিষয়টি বাড়িতে জানাজানি হলে দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাস্তা সম্প্রসারণ কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার নরসিংপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংপুর বাজারে দোকান ঘরের মালিকানা ও দখল নিয়ে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিনের সঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদের উপস্থিতিতে বাজারের রাস্তা সম্প্রসারণ কাজ পরিদর্শন ও মাপজোখ চলছিল। এ সময় ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এ ব্যাপারে নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন বলেন, ‘বাজারের খাসজমি দীর্ঘদিন ধরে অনেকেই বেদখল করে রেখেছে। রাস্তা সম্প্রসারণ ও বেদখল খাসজমিতে সরকারিভাবে মাছ বাজারের শেড নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। এসব জমিতে ১১টি ঘর ছিল। এর মধ্যে ৮টি ঘরের মালিককে বুঝিয়ে শুনিয়ে তাদের ঘর তাদের মাধ্যমেই সরিয়ে নেওয়া হয়। বাকি তিনটি ঘর উচ্ছেদ করতে গতকাল শুক্রবার বিকেলে নরসিংপুর বাজারে ইউএনও, এসিল্যান্ডসহ প্রশাসনের লোকজন এসেছিলেন। উচ্ছেদ অভিযানে আমার কিছু লোক লেবার হিসেবে সহযোগিতা করে। এতে দখলদারদের লোকজন ক্ষিপ্ত হয়ে আমার লোকজনের ওপর আক্রমণ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘রাস্তা সম্প্রসারণের জন্য প্রশাসন বাজারের কিছু ঘর সরানোর উদ্যোগ নেয়। কিন্তু এর মধ্যেই কিছুদিন ধরে ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজন বাজারের প্রায় আট-দশটি ঘরের মালিককে উচ্ছেদের হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছে। গত শুক্রবার বিকেলে ইউএনও ও এসিল্যান্ড বাজারের কয়েকটি ঘর উচ্ছেদের নির্দেশ দেন। নির্দেশ দেওয়ামাত্রই চেয়ারম্যান নূর উদ্দিনের ভাই ভাতিজাসহ তার ভাড়াটে লোকজন ঘর ভাঙা শুরু করে। ঘরের মালিকদের মালামাল সরানোর ন্যূনতম সময়টুকু পর্যন্ত দেয়নি তারা। এ সময় চেয়ারম্যানের লোকজনকে ঘরের মালিকপক্ষের লোকজন বাধা দিতে গেলে তারা সংঘবদ্ধভাবে আক্রমণ করে।’
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এখন পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে