স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২২, ০৭: ০১

নারায়ণগঞ্জের বন্দরে জলি আক্তার অনিতা (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে বন্দরের শাহি মসজিদ কোর্টপাড়া এলাকা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত অনিতা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরসারতলা গ্রামের আবুল কালামের মেয়ে। অভিযুক্ত স্বামী আশিক উল্লাহ বন্দরের কোটপাড়া এলাকার শাহ আলমের ছেলে। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত আশিক উল্লাহ ৭ বছর আগে অনিতাকে বিয়ে করে বিদেশে চলে যান। দেশে ফিরে তিনি বেকার ছিলেন। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন আশিক। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। গত মঙ্গলবার দিবাগত রাতে ঝগড়ার একপর্যায়ে অনিতাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাঁর লাশ গুমের উদ্দেশ্যে বাড়ির পাশে নির্জন স্থানে ভাগাড়ে নিয়ে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

অনিতার মা রুমি বেগম জানান, আশিক তাঁর মেয়েকে টাকার জন্য চাপ দিতেন। মেয়ের সুখের জন্য তিনি রিকশা কিনতে দুই দফায় ৬৫ হাজার টাকা দেন। কিন্তু আশিক রিকশা না কিনে নেশা করে টাকা খরচ করে ফেলেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে তাঁর মেয়েকে হত্যা করেন আশিক।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আশিক উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত