নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়েস্ট ইন্ডিজ সফর
‘২০০৭ (ওয়ানডে) বিশ্বকাপে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজে এসেছিলাম। তখন থেকেই জায়গাটা আমার প্রিয়। এখানে আসতে ভালো লাগে, খেলতে ভালো লাগে, এখানকার মানুষেরাও ভালো। আসলে জায়গাটা আমার ভালো লাগে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আমার হৃদয়ের খুব কাছে থাকে। বাংলাদেশ দলের কোনো ওয়েস্ট ইন্ডিজ সফর আমি হাতছাড়া করতে চাই না। আমি প্রতিবার এর অংশ হতে চাই।’
বাংলাদেশের স্কোয়াড
‘স্কোয়াড নিয়ে আমি খুশি। মিরাজের (মেহেদী হাসান) ফেরাটা বেশ স্বস্তির। সোহান (নুরুল হাসান) আসা-যাওয়ার মধ্যে আছে। এবার সে ঘরোয়া ক্রিকেটের ছন্দ ধরে রাখতে চাইবে। সবাই কঠোর পরিশ্রম করছে। কালকের (আজকের) ম্যাচ খেলার জন্য সবাই রোমাঞ্চিত।’
অ্যান্টিগার উইকেট
‘চার বছর আগের উইকেটের চেয়ে এখনকারটা পুরোপুরি ভিন্ন। মনে হচ্ছে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। তবে চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে। শেষ দিকে স্পিনাররা বাড়তি সহায়তা পেতে পারে। প্রথম ইনিংসে কেমন ব্যাট করছি, এটা গুরুত্বপূর্ণ। প্রথমে ব্যাটিং করি বা বোলিং, ভালো করতে না পারলে লাভ নেই। আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
তরুণদের সম্ভাবনা
‘দলে বেশ কয়েকজন তরুণ আছে। জয় (মাহমুদুল হাসান) নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভালো করেছে। আরও ভালো করার সামর্থ্য আছে। এটা ওর জন্য আরেকটি চ্যালেঞ্জ। রাজা (রেজাউর রহমান) নতুন ফাস্ট বোলার হলেও ওর ওপর আমরা ভরসা রাখতে পারি। তরুণেরা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারলে বাংলাদেশেরই মঙ্গল।’
দলে চোট-সমস্যা
‘তিন সংস্করণ মিলিয়ে আমরা এখন অনেক ক্রিকেট খেলছি। এতে করে ছেলেরা বেশি চোটে পড়ছে। একইসঙ্গে এটা নতুনদের খেলার সুযোগ করে দিচ্ছে। দুই বছর পর আমরা এর সুফল পাব। তখন তিন সংস্করণ খেলার জন্য ২৫ থেকে ৩০ জন খেলোয়াড় প্রস্তুত থাকবে। তরুণেরা ভালো করা শুরু করলে দলে জায়গা পেতে অনেক স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে।’
টেস্টে মোস্তাফিজের অনীহা
‘দেখুন, একেকজনের একেক প্রাধান্য থাকতেই পারে। এখানে কাউকে উদ্বুদ্ধ করার কিছু নেই। সে (মোস্তাফিজুর রহমান) যদি মনে করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললে ওর ভালো হবে, আমাদের সেটিই মেনে নিতে হবে। ওর সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু এই সিরিজে আছে, আমি নিশ্চিত খেলার জন্যও উন্মুখ। এটাই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘ মেয়াদের কথা উঠলে আমি জানি না ওর মনে কী চলছে। আমি মনে করি প্রত্যেক খেলোয়াড়েরই ব্যক্তিগত কিছু চাহিদা থাকে, স্বাচ্ছন্দ্যের জায়গা থাকে। সেটিকে সম্মান করা উচিত। অধিনায়ক হিসেবে আপাতত এই সিরিজে মনোযোগ দিতে চাইছি।’
নিজের ফিটনেস ও ফর্ম
‘ফিটনেসের দিক দিয়ে ভালো আছি। ফর্ম নিয়ে উদ্বিগ্ন নই। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে (ঢাকা টেস্টে) ভালো খেলেছি। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় অর্জন নিয়েই বেশি ভাবছি। সাম্প্রতিক সময়ে টেস্টে আমরা ভালো খেলিনি। এটা সবাইকে ভুল প্রমাণের সুযোগ। এই ম্যাচে ভালো করতে পারলে পুরো সফরের আত্মবিশ্বাস বাড়বে।’
ওয়েস্ট ইন্ডিজ সফর
‘২০০৭ (ওয়ানডে) বিশ্বকাপে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজে এসেছিলাম। তখন থেকেই জায়গাটা আমার প্রিয়। এখানে আসতে ভালো লাগে, খেলতে ভালো লাগে, এখানকার মানুষেরাও ভালো। আসলে জায়গাটা আমার ভালো লাগে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আমার হৃদয়ের খুব কাছে থাকে। বাংলাদেশ দলের কোনো ওয়েস্ট ইন্ডিজ সফর আমি হাতছাড়া করতে চাই না। আমি প্রতিবার এর অংশ হতে চাই।’
বাংলাদেশের স্কোয়াড
‘স্কোয়াড নিয়ে আমি খুশি। মিরাজের (মেহেদী হাসান) ফেরাটা বেশ স্বস্তির। সোহান (নুরুল হাসান) আসা-যাওয়ার মধ্যে আছে। এবার সে ঘরোয়া ক্রিকেটের ছন্দ ধরে রাখতে চাইবে। সবাই কঠোর পরিশ্রম করছে। কালকের (আজকের) ম্যাচ খেলার জন্য সবাই রোমাঞ্চিত।’
অ্যান্টিগার উইকেট
‘চার বছর আগের উইকেটের চেয়ে এখনকারটা পুরোপুরি ভিন্ন। মনে হচ্ছে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। তবে চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে। শেষ দিকে স্পিনাররা বাড়তি সহায়তা পেতে পারে। প্রথম ইনিংসে কেমন ব্যাট করছি, এটা গুরুত্বপূর্ণ। প্রথমে ব্যাটিং করি বা বোলিং, ভালো করতে না পারলে লাভ নেই। আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
তরুণদের সম্ভাবনা
‘দলে বেশ কয়েকজন তরুণ আছে। জয় (মাহমুদুল হাসান) নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভালো করেছে। আরও ভালো করার সামর্থ্য আছে। এটা ওর জন্য আরেকটি চ্যালেঞ্জ। রাজা (রেজাউর রহমান) নতুন ফাস্ট বোলার হলেও ওর ওপর আমরা ভরসা রাখতে পারি। তরুণেরা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারলে বাংলাদেশেরই মঙ্গল।’
দলে চোট-সমস্যা
‘তিন সংস্করণ মিলিয়ে আমরা এখন অনেক ক্রিকেট খেলছি। এতে করে ছেলেরা বেশি চোটে পড়ছে। একইসঙ্গে এটা নতুনদের খেলার সুযোগ করে দিচ্ছে। দুই বছর পর আমরা এর সুফল পাব। তখন তিন সংস্করণ খেলার জন্য ২৫ থেকে ৩০ জন খেলোয়াড় প্রস্তুত থাকবে। তরুণেরা ভালো করা শুরু করলে দলে জায়গা পেতে অনেক স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে।’
টেস্টে মোস্তাফিজের অনীহা
‘দেখুন, একেকজনের একেক প্রাধান্য থাকতেই পারে। এখানে কাউকে উদ্বুদ্ধ করার কিছু নেই। সে (মোস্তাফিজুর রহমান) যদি মনে করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললে ওর ভালো হবে, আমাদের সেটিই মেনে নিতে হবে। ওর সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু এই সিরিজে আছে, আমি নিশ্চিত খেলার জন্যও উন্মুখ। এটাই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘ মেয়াদের কথা উঠলে আমি জানি না ওর মনে কী চলছে। আমি মনে করি প্রত্যেক খেলোয়াড়েরই ব্যক্তিগত কিছু চাহিদা থাকে, স্বাচ্ছন্দ্যের জায়গা থাকে। সেটিকে সম্মান করা উচিত। অধিনায়ক হিসেবে আপাতত এই সিরিজে মনোযোগ দিতে চাইছি।’
নিজের ফিটনেস ও ফর্ম
‘ফিটনেসের দিক দিয়ে ভালো আছি। ফর্ম নিয়ে উদ্বিগ্ন নই। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে (ঢাকা টেস্টে) ভালো খেলেছি। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় অর্জন নিয়েই বেশি ভাবছি। সাম্প্রতিক সময়ে টেস্টে আমরা ভালো খেলিনি। এটা সবাইকে ভুল প্রমাণের সুযোগ। এই ম্যাচে ভালো করতে পারলে পুরো সফরের আত্মবিশ্বাস বাড়বে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে