জয়নাল আবেদীন খান, ঢাকা
ডলারের বাজারে মারাত্মক সংকট চলছে। বাজারে ডলারের তেজ না কমে উল্টো লাগামহীন হয়ে পড়েছে। এর মূলে রয়েছে ডলারের ভাসমান রেট। বিশেষ করে ব্যাংক ও ডলার ব্যবসায়ীরা ভাসমান রেটের সুযোগ হাতিয়ে নিতে মরিয়া। গতকাল ব্যাংকগুলো ঋণপত্রের বিল পরিশোধের জন্য আমদানিকারকদের কাছ থেকে ১১১-১১৪ টাকা পর্যন্ত নিচ্ছে। আর রপ্তানিকারকদের কাছ থেকে ডলার ক্রয় করেছে ৯৩ থেকে ৯৪ টাকা হারে। এতে ব্যাংকগুলো প্রতি ডলার ক্রয়-বিক্রয়ে লাভ করেছে ২০-২১ টাকা। আর গতকাল খোলাবাজারে ডলার ক্রয়-বিক্রয় হয়েছে ১১৪-১১৫ টাকা। যদিও কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রয়ের রেট ছিল ৯৪ টাকা ৮৫ পয়সা।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম আজকের পত্রিকাকে বলেন, ‘ডলারের ভাসমান দরে ব্যবসায়ীদের জন্য উদ্বেগময় পরিস্থিতি সৃষ্টি করেছে। ব্যাংকগুলো আমদানির সময় বেশি রেট রাখছে আবার রপ্তানির সময় কম দামে দিচ্ছে। ব্যাংকগুলো আমদানির জন্য আমাদের কাছ থেকে খোলাবাজারের ডলারের রেটে (১১৫ টাকা) আদায় করছে। আর রপ্তানি আয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের চলমানে রেটের চেয়ে (৯৪ টাকা ৮৫ পয়সা) এক টাকা কম দিচ্ছে। ব্যাংকগুলো এখন ডলারের ভাসমান রেটের সুযোগ নিচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি দিতে কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে ১ টাকার ব্যবধান রেখে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ডলারের দাম বেঁধে দেওয়া।
বাংলাদেশ ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, গতকাল তাঁরা ৯৪ টাকা ৯৫ পয়সা দরে সরকারি ব্যাংকগুলোর কাছে ১৩৯ মিলিয়ন ডলার বিক্রি করেছেন। তার আগে কয়েক দিন ধরে ৯৪ টাকা ৭০ পয়সা দরে ডলার বিক্রি হচ্ছিল।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকগুলো ডলারের বাজার বৃদ্ধির সুফল পাচ্ছে। তারা আমাদের কাছ থেকে ৯৩-৯৪ টাকা দরে ডলার ক্রয় করে। আর খোলাবাজারের দরে আমাদের কাছে বিক্রি করছে। ব্যাংক নিজেরা লুটপাট করে খায় আর বলে লস হচ্ছে। সব ক্ষেত্রে চার্জ নিচ্ছে। তারা ব্রিটিশ আমলের কবুলিওয়ালাদের মতো ব্যবসায়ীদের কাছ থেকে সুদ নিচ্ছে। তাদের তো ক্ষতি নেই।’
এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা পৃথিবীর কোনো দেশে খুঁজে পাওয়া যাবে না। ডলার ক্রয়-বিক্রয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। বাংলাদেশ ব্যাংক যে দরে ডলার বিক্রি করছে সেই দরে কোথাও ডলার বিক্রি হচ্ছে না। হওয়ার কথাও না। কারণ, বিশ্ব ডলারের চাহিদা বেড়েছে। কার্যত বাংলাদেশ ব্যাংকের ডলার ব্যবস্থাপনা অচল হয়ে পড়েছে। কোনো কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকে মিথ্যা রেট দেখাচ্ছে। যাতে প্রতিষ্ঠানের ওপর জবাবদিহি না বাড়ে ও সুনাম ক্ষুণ্ন না হয়। এ জন্য ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে একটি রেট নির্ধারণ করা যেতে পারে।’
রাজধানীর পল্টনে খোলাবাজারের ডলার ব্যবসায়ী নাজমুল ইসলাম বলেন, ‘ডলারের দাম উন্মুক্ত করে দেওয়ায় দাম বেড়ে যাচ্ছে। দাম বাড়লেও চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যাচ্ছে না। গতকাল ১১৩-১১৪ টাকা পর্যন্ত ডলার বিক্রি করেছি।’
মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে বাজারে ডলারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। কারণ, ব্যাংকগুলো আমাদের কাছে ডলার বিক্রি করে না। গতকাল দিনের শুরুতে ১০৮-১১০ টাকা ডলার বিক্রি হয়েছে। তবে বিকেল নাগাদ ১১৪-১১৫ টাকায় ডলার বিক্রি হতে শুনেছি।’
ডলারের বাজারে মারাত্মক সংকট চলছে। বাজারে ডলারের তেজ না কমে উল্টো লাগামহীন হয়ে পড়েছে। এর মূলে রয়েছে ডলারের ভাসমান রেট। বিশেষ করে ব্যাংক ও ডলার ব্যবসায়ীরা ভাসমান রেটের সুযোগ হাতিয়ে নিতে মরিয়া। গতকাল ব্যাংকগুলো ঋণপত্রের বিল পরিশোধের জন্য আমদানিকারকদের কাছ থেকে ১১১-১১৪ টাকা পর্যন্ত নিচ্ছে। আর রপ্তানিকারকদের কাছ থেকে ডলার ক্রয় করেছে ৯৩ থেকে ৯৪ টাকা হারে। এতে ব্যাংকগুলো প্রতি ডলার ক্রয়-বিক্রয়ে লাভ করেছে ২০-২১ টাকা। আর গতকাল খোলাবাজারে ডলার ক্রয়-বিক্রয় হয়েছে ১১৪-১১৫ টাকা। যদিও কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রয়ের রেট ছিল ৯৪ টাকা ৮৫ পয়সা।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম আজকের পত্রিকাকে বলেন, ‘ডলারের ভাসমান দরে ব্যবসায়ীদের জন্য উদ্বেগময় পরিস্থিতি সৃষ্টি করেছে। ব্যাংকগুলো আমদানির সময় বেশি রেট রাখছে আবার রপ্তানির সময় কম দামে দিচ্ছে। ব্যাংকগুলো আমদানির জন্য আমাদের কাছ থেকে খোলাবাজারের ডলারের রেটে (১১৫ টাকা) আদায় করছে। আর রপ্তানি আয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের চলমানে রেটের চেয়ে (৯৪ টাকা ৮৫ পয়সা) এক টাকা কম দিচ্ছে। ব্যাংকগুলো এখন ডলারের ভাসমান রেটের সুযোগ নিচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি দিতে কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে ১ টাকার ব্যবধান রেখে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ডলারের দাম বেঁধে দেওয়া।
বাংলাদেশ ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, গতকাল তাঁরা ৯৪ টাকা ৯৫ পয়সা দরে সরকারি ব্যাংকগুলোর কাছে ১৩৯ মিলিয়ন ডলার বিক্রি করেছেন। তার আগে কয়েক দিন ধরে ৯৪ টাকা ৭০ পয়সা দরে ডলার বিক্রি হচ্ছিল।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকগুলো ডলারের বাজার বৃদ্ধির সুফল পাচ্ছে। তারা আমাদের কাছ থেকে ৯৩-৯৪ টাকা দরে ডলার ক্রয় করে। আর খোলাবাজারের দরে আমাদের কাছে বিক্রি করছে। ব্যাংক নিজেরা লুটপাট করে খায় আর বলে লস হচ্ছে। সব ক্ষেত্রে চার্জ নিচ্ছে। তারা ব্রিটিশ আমলের কবুলিওয়ালাদের মতো ব্যবসায়ীদের কাছ থেকে সুদ নিচ্ছে। তাদের তো ক্ষতি নেই।’
এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা পৃথিবীর কোনো দেশে খুঁজে পাওয়া যাবে না। ডলার ক্রয়-বিক্রয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। বাংলাদেশ ব্যাংক যে দরে ডলার বিক্রি করছে সেই দরে কোথাও ডলার বিক্রি হচ্ছে না। হওয়ার কথাও না। কারণ, বিশ্ব ডলারের চাহিদা বেড়েছে। কার্যত বাংলাদেশ ব্যাংকের ডলার ব্যবস্থাপনা অচল হয়ে পড়েছে। কোনো কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকে মিথ্যা রেট দেখাচ্ছে। যাতে প্রতিষ্ঠানের ওপর জবাবদিহি না বাড়ে ও সুনাম ক্ষুণ্ন না হয়। এ জন্য ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে একটি রেট নির্ধারণ করা যেতে পারে।’
রাজধানীর পল্টনে খোলাবাজারের ডলার ব্যবসায়ী নাজমুল ইসলাম বলেন, ‘ডলারের দাম উন্মুক্ত করে দেওয়ায় দাম বেড়ে যাচ্ছে। দাম বাড়লেও চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যাচ্ছে না। গতকাল ১১৩-১১৪ টাকা পর্যন্ত ডলার বিক্রি করেছি।’
মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে বাজারে ডলারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। কারণ, ব্যাংকগুলো আমাদের কাছে ডলার বিক্রি করে না। গতকাল দিনের শুরুতে ১০৮-১১০ টাকা ডলার বিক্রি হয়েছে। তবে বিকেল নাগাদ ১১৪-১১৫ টাকায় ডলার বিক্রি হতে শুনেছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে