রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে স্থলবন্দরের অবকাঠামোগত নির্মাণকাজ থেমে আছে। সীমান্তে ভূমি জটিলতা ও নকশার অনুমোদন না মেলায় এখনো পুরোদমে নির্মাণকাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে ২০২৪ সালের জুনের মধ্যে বন্দরের নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ, সীমান্তরক্ষী, জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, ২০১৭ সালে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে স্থলবন্দর নির্মাণের অনুমোদন দেয় সরকার। এর পাঁচ বছর পর গত বছরের নভেম্বরে স্থলবন্দরের অবকাঠামো নির্মাণকাজ পুরোদমে করার ঘোষণা দেন স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর।
ঘোষণা অনুযায়ী, স্থালবন্দরে আন্তর্জাতিক মানের একটি যাত্রী টার্মিনাল ভবন নির্মাণ করা হবে। এ ভবনের ভেতরই বিজিবি চেক পোস্ট, কাস্টমস, ইমিগ্রেশনসহ অন্যান্য কার্যালয় থাকবে। ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমে একই ভবনে সব ধরনের চেকিং সম্পন্ন করে বহির্গমন ও প্রবেশ করবেন যাত্রীরা। এ ছাড়া মালামাল সংরক্ষণের জন্য আধুনিক ওয়ারহাউস, কোল্ডস্টোরেজ, লোড, আন-লোডের ইয়ার্ড, ট্রান্সশিপমেন্ট শেড, স্ক্যানিং ও প্যাকেজিং ও সিসিটিভির ব্যবস্থা থাকবে। পরে ভারতের ২০০টি এবং বাংলাদেশের ১০০টি ট্রাকের পার্কিং ইয়ার্ড নির্মাণ করা হবে।
রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ারুল মাজহার বলেন, ‘মূলত সীমান্ত জটিলতায় বন্দরের অবকাঠামোর নির্মাণকাজ কিছুটা থমকে আছে।
ন্তর্জাতিক নিয়মানুযায়ী, সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থাপনা তৈরি করতে হলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অনুমোদনের প্রয়োজন হয়। তবে বন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) দিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছ থেকে নকশার অনুমোদন নেয়নি। ফলে স্থলবন্দর ঘোষণার পাঁচ বছর পরও শুরু হয়নি এর নির্মাণকাজ।’ তবে তিনি জানিয়েছেন নকশা অনুমোদন হলে কাজ শুরু হতে দেরি হবে না।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির রামগড় ও ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম সীমান্তের ফেনী নদীর ওপর নির্মাণ করা হয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ নানা লক্ষ্য সামনে রেখে মৈত্রী সেতুর বাংলাদেশ অংশে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করার কথা রামগড় স্থলবন্দর। ২০১৭ সালে সরকার এর অনুমোদন দেওয়ার পর প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে ২৬ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু এখনো কাগজে-কলমেই সীমাবদ্ধ বন্দর নির্মাণের কাজ।
রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল বলেন, নির্ধারিত সময়ের পরও বন্দরের অবকাঠামোগত নির্মাণকাজ শুরু হয়নি। ২০২৪ সালের জুনের মধ্যে এ নির্মাণকাজ শেষ হওয়ার কথা। করোনা পরিস্থিতি, ভূমি জটিলতা ও দুই দেশের সীমান্তবর্তী জায়গায় নির্মাণকাজ হওয়ায় বন্দরের নকশা অনুমোদনের জন্য দফায় দফায় বিজিবি, বিএসএফের পতাকা বৈঠক করতে হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে এখন পর্যন্ত বন্দরের অবকাঠামো নির্মাণকাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা বলেন, ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যসহ মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচলের সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ হবে। আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হতে পারে।’ ভূমি জটিলতা মিটলে দ্রুত বন্দরে নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রকল্প-১ এর পরিচালক (যুগ্ম সচিব) সারোয়ার আলম জানিয়েছেন, ইতিমধ্যে মনিকো লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রামগড় স্থলবন্দরের কাজ প্রাথমিকভাবে শুরু করলেও কিছু জটিলতায় পুরোদমে তা শুরু করা যাচ্ছে না। বন্দরটিতে চারতলা টার্মিনাল ও পোর্টভবন নির্মাণসহ নানা অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। মোট দুই পর্যায়ে শেষ হবে বন্দরের কাজ। এর মধ্যে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে ১০ একর ও দ্বিতীয় পর্যায়ে ১৬ একর ভূমি অধিগ্রহণের কাজ শেষ করেছে। বিশ্বব্যাংকের অর্থায়নের ভূমি উন্নয়নসহ সব অবকাঠামো নির্মাণের কাজ করা হবে।
খাগড়াছড়ির রামগড়ে স্থলবন্দরের অবকাঠামোগত নির্মাণকাজ থেমে আছে। সীমান্তে ভূমি জটিলতা ও নকশার অনুমোদন না মেলায় এখনো পুরোদমে নির্মাণকাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে ২০২৪ সালের জুনের মধ্যে বন্দরের নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ, সীমান্তরক্ষী, জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, ২০১৭ সালে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে স্থলবন্দর নির্মাণের অনুমোদন দেয় সরকার। এর পাঁচ বছর পর গত বছরের নভেম্বরে স্থলবন্দরের অবকাঠামো নির্মাণকাজ পুরোদমে করার ঘোষণা দেন স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর।
ঘোষণা অনুযায়ী, স্থালবন্দরে আন্তর্জাতিক মানের একটি যাত্রী টার্মিনাল ভবন নির্মাণ করা হবে। এ ভবনের ভেতরই বিজিবি চেক পোস্ট, কাস্টমস, ইমিগ্রেশনসহ অন্যান্য কার্যালয় থাকবে। ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমে একই ভবনে সব ধরনের চেকিং সম্পন্ন করে বহির্গমন ও প্রবেশ করবেন যাত্রীরা। এ ছাড়া মালামাল সংরক্ষণের জন্য আধুনিক ওয়ারহাউস, কোল্ডস্টোরেজ, লোড, আন-লোডের ইয়ার্ড, ট্রান্সশিপমেন্ট শেড, স্ক্যানিং ও প্যাকেজিং ও সিসিটিভির ব্যবস্থা থাকবে। পরে ভারতের ২০০টি এবং বাংলাদেশের ১০০টি ট্রাকের পার্কিং ইয়ার্ড নির্মাণ করা হবে।
রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ারুল মাজহার বলেন, ‘মূলত সীমান্ত জটিলতায় বন্দরের অবকাঠামোর নির্মাণকাজ কিছুটা থমকে আছে।
ন্তর্জাতিক নিয়মানুযায়ী, সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থাপনা তৈরি করতে হলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অনুমোদনের প্রয়োজন হয়। তবে বন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) দিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছ থেকে নকশার অনুমোদন নেয়নি। ফলে স্থলবন্দর ঘোষণার পাঁচ বছর পরও শুরু হয়নি এর নির্মাণকাজ।’ তবে তিনি জানিয়েছেন নকশা অনুমোদন হলে কাজ শুরু হতে দেরি হবে না।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির রামগড় ও ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম সীমান্তের ফেনী নদীর ওপর নির্মাণ করা হয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ নানা লক্ষ্য সামনে রেখে মৈত্রী সেতুর বাংলাদেশ অংশে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করার কথা রামগড় স্থলবন্দর। ২০১৭ সালে সরকার এর অনুমোদন দেওয়ার পর প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে ২৬ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু এখনো কাগজে-কলমেই সীমাবদ্ধ বন্দর নির্মাণের কাজ।
রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল বলেন, নির্ধারিত সময়ের পরও বন্দরের অবকাঠামোগত নির্মাণকাজ শুরু হয়নি। ২০২৪ সালের জুনের মধ্যে এ নির্মাণকাজ শেষ হওয়ার কথা। করোনা পরিস্থিতি, ভূমি জটিলতা ও দুই দেশের সীমান্তবর্তী জায়গায় নির্মাণকাজ হওয়ায় বন্দরের নকশা অনুমোদনের জন্য দফায় দফায় বিজিবি, বিএসএফের পতাকা বৈঠক করতে হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে এখন পর্যন্ত বন্দরের অবকাঠামো নির্মাণকাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা বলেন, ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যসহ মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচলের সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ হবে। আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হতে পারে।’ ভূমি জটিলতা মিটলে দ্রুত বন্দরে নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রকল্প-১ এর পরিচালক (যুগ্ম সচিব) সারোয়ার আলম জানিয়েছেন, ইতিমধ্যে মনিকো লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রামগড় স্থলবন্দরের কাজ প্রাথমিকভাবে শুরু করলেও কিছু জটিলতায় পুরোদমে তা শুরু করা যাচ্ছে না। বন্দরটিতে চারতলা টার্মিনাল ও পোর্টভবন নির্মাণসহ নানা অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। মোট দুই পর্যায়ে শেষ হবে বন্দরের কাজ। এর মধ্যে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে ১০ একর ও দ্বিতীয় পর্যায়ে ১৬ একর ভূমি অধিগ্রহণের কাজ শেষ করেছে। বিশ্বব্যাংকের অর্থায়নের ভূমি উন্নয়নসহ সব অবকাঠামো নির্মাণের কাজ করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে