হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
‘বাবা পুলিশ আমার কাছে ১ লাখ টাকা চেয়েছে। টাকা দিলে ছেড়ে দেবে, না দিলে আমাকে ও আমার মেয়েকে জেলে পাঠিয়ে দেবে।’ কথাগুলো মারা যাওয়ার আগে গত শুক্রবার বেলা দেড়টার দিকে হিমাংশু বর্মণ বলেছিলেন—দাবি বাবা বিসেশ্বর বর্মণের।
এর আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া থেকে শুক্রবার সকালে হিমাংশুর স্ত্রী সবিতার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হিমাংশুসহ তাঁর এক মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। পরে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় তাঁর লাশ পাওয়া যায়। স্বজনদের অভিযোগ, পুলিশি নির্যাতনে হিমাংশুর মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, হিমাংশু আত্মহত্যা করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিরণ্ময় বর্মণ বলেন, ‘হিমাংশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনে পুলিশ। তাঁর গলায় একটি দাগ রয়েছে।’
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে হিমাংশুর স্ত্রী সবিতা নিজ বাড়িতে খুন হন। ওই সময় আশপাশের লোকজন হিমাংশুকে তাঁর স্ত্রীর মরদেহের পাশে দেখতে পান। পরে বেলা সাড়ে ১১টার দিকে হাতীবান্ধা থানা-পুলিশ সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে ওই লাশসহ জিজ্ঞাসাবাদের জন্য হিমাংশু ও তাঁর এক মেয়েকে নিয়ে যায় পুলিশ। এরপর হিমাংশু মারা যাওয়ায় এলাকার অনেকে সমালোচনা করছেন।
এ বিষয়ে নিহতের বাবা বিসেশ্বর বর্মণ বলেন, ‘শুক্রবার দুপুরে ছেলেকে থানায় দেখতে গেলে পুলিশ তাঁর কাছে ১ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে পারলে ছেলে ও নাতনিকে ছেড়ে দেওয়া হবে, না হলে তাঁদের জেলে পাঠানো হবে বলে জানায়।’
তবে টাকা চাওয়ার বিষয়টা ভিত্তিহীন বলে দাবি করে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ‘হিমাংশু থানাকক্ষে থাকা ওয়াই-ফাইয়ের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাটের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে হিমাংশুর মৃত্যুর ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিষ্ঠাকালীন সভাপতি সুলতানা কামাল তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছেন। পাশাপাশি তিনি এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
‘বাবা পুলিশ আমার কাছে ১ লাখ টাকা চেয়েছে। টাকা দিলে ছেড়ে দেবে, না দিলে আমাকে ও আমার মেয়েকে জেলে পাঠিয়ে দেবে।’ কথাগুলো মারা যাওয়ার আগে গত শুক্রবার বেলা দেড়টার দিকে হিমাংশু বর্মণ বলেছিলেন—দাবি বাবা বিসেশ্বর বর্মণের।
এর আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া থেকে শুক্রবার সকালে হিমাংশুর স্ত্রী সবিতার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হিমাংশুসহ তাঁর এক মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। পরে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় তাঁর লাশ পাওয়া যায়। স্বজনদের অভিযোগ, পুলিশি নির্যাতনে হিমাংশুর মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, হিমাংশু আত্মহত্যা করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিরণ্ময় বর্মণ বলেন, ‘হিমাংশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনে পুলিশ। তাঁর গলায় একটি দাগ রয়েছে।’
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে হিমাংশুর স্ত্রী সবিতা নিজ বাড়িতে খুন হন। ওই সময় আশপাশের লোকজন হিমাংশুকে তাঁর স্ত্রীর মরদেহের পাশে দেখতে পান। পরে বেলা সাড়ে ১১টার দিকে হাতীবান্ধা থানা-পুলিশ সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে ওই লাশসহ জিজ্ঞাসাবাদের জন্য হিমাংশু ও তাঁর এক মেয়েকে নিয়ে যায় পুলিশ। এরপর হিমাংশু মারা যাওয়ায় এলাকার অনেকে সমালোচনা করছেন।
এ বিষয়ে নিহতের বাবা বিসেশ্বর বর্মণ বলেন, ‘শুক্রবার দুপুরে ছেলেকে থানায় দেখতে গেলে পুলিশ তাঁর কাছে ১ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে পারলে ছেলে ও নাতনিকে ছেড়ে দেওয়া হবে, না হলে তাঁদের জেলে পাঠানো হবে বলে জানায়।’
তবে টাকা চাওয়ার বিষয়টা ভিত্তিহীন বলে দাবি করে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ‘হিমাংশু থানাকক্ষে থাকা ওয়াই-ফাইয়ের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাটের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে হিমাংশুর মৃত্যুর ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিষ্ঠাকালীন সভাপতি সুলতানা কামাল তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছেন। পাশাপাশি তিনি এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে