বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছর থেকে কনসার্টে ফিরেছে অর্থহীন ব্যান্ড। গত মার্চে শিশির আহমেদ অর্থহীন ছেড়ে যাওয়ার পর ব্যান্ডের কার্যক্রম কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে। তবে নতুন উদ্যমে আবারও দর্শকদের সামনে ফিরছে দলটি। চার মাস পর মঞ্চ কাঁপানোর অপেক্ষায় অর্থহীন। ২৮ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা আইসিসিবির ৪ নম্বর হলে পারফর্ম করবে বেজবাবা সুমনের দল।
অর্থহীন ছাড়াও এ কনসার্টে পারফর্ম করবে ওয়ারফেজ, শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েড রাফা, ব্লু জিনস, আপেক্ষিক ও এসেইস। এ সময়ের জনপ্রিয় আটটি ব্যান্ড নিয়ে ‘দ্য আলটিমেট রক ফেস্ট ২০২৩’ শিরোনামের কনসার্ট আয়োজন করতে যাচ্ছে ওপলি। তরুণদের নিয়ে সবুজ নগর গড়ার লক্ষ্য আয়োজক প্রতিষ্ঠানের। তাই আয়োজনের স্লোগান রাখা হয়েছে ‘গো গ্রিন ঢাকা সিটি’।
ওপলির প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির আল মাহমুদ সানি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তরুণদের মধ্যে সচেতনতামূলক প্রচারণাই আমাদের প্রধান লক্ষ্য। সেই সঙ্গে শহরের উষ্ণতা কমিয়ে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান উন্নত করতে আমরা বদ্ধপরিকর। প্রিয় এই শহরকে সবুজে সবুজে ভরে দিতে চাই আমরা। তরুণ প্রজন্মই ঢাকার ভবিষ্যৎ। ঢাকার ভাগ্য নির্ধারণ এবং সুন্দর বিশ্ব গড়তে প্রধান ভূমিকা পালন করতে পারে তারাই। তাদের হাত ধরেই নিশ্চিত হবে সুন্দর ভবিষ্যৎ।’
সাব্বির আল মাহমুদ সানি জানিয়েছেন, দ্য আলটিমেট রক ফেস্ট ২০২৩ কনসার্টে বিক্রীত টিকিটের সমপরিমাণ গাছের চারা ঢাকার বিভিন্ন স্থানে রোপণ করা হবে। ইতিমধ্যে গেট সেট রক ডটকমে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। রেগুলার টিকিটের দাম ধরা হয়েছে ৬০০ টাকা, ৯০০ টাকায় মিলবে ফ্রন্টলাইনার এবং ভিআইপি টিকিটের জন্য খরচ করতে হবে ১৫০০ টাকা। আয়োজনের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে ২৮ জুলাই শুক্রবার বেলা ১টায়।
গত বছর থেকে কনসার্টে ফিরেছে অর্থহীন ব্যান্ড। গত মার্চে শিশির আহমেদ অর্থহীন ছেড়ে যাওয়ার পর ব্যান্ডের কার্যক্রম কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে। তবে নতুন উদ্যমে আবারও দর্শকদের সামনে ফিরছে দলটি। চার মাস পর মঞ্চ কাঁপানোর অপেক্ষায় অর্থহীন। ২৮ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা আইসিসিবির ৪ নম্বর হলে পারফর্ম করবে বেজবাবা সুমনের দল।
অর্থহীন ছাড়াও এ কনসার্টে পারফর্ম করবে ওয়ারফেজ, শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েড রাফা, ব্লু জিনস, আপেক্ষিক ও এসেইস। এ সময়ের জনপ্রিয় আটটি ব্যান্ড নিয়ে ‘দ্য আলটিমেট রক ফেস্ট ২০২৩’ শিরোনামের কনসার্ট আয়োজন করতে যাচ্ছে ওপলি। তরুণদের নিয়ে সবুজ নগর গড়ার লক্ষ্য আয়োজক প্রতিষ্ঠানের। তাই আয়োজনের স্লোগান রাখা হয়েছে ‘গো গ্রিন ঢাকা সিটি’।
ওপলির প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির আল মাহমুদ সানি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তরুণদের মধ্যে সচেতনতামূলক প্রচারণাই আমাদের প্রধান লক্ষ্য। সেই সঙ্গে শহরের উষ্ণতা কমিয়ে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান উন্নত করতে আমরা বদ্ধপরিকর। প্রিয় এই শহরকে সবুজে সবুজে ভরে দিতে চাই আমরা। তরুণ প্রজন্মই ঢাকার ভবিষ্যৎ। ঢাকার ভাগ্য নির্ধারণ এবং সুন্দর বিশ্ব গড়তে প্রধান ভূমিকা পালন করতে পারে তারাই। তাদের হাত ধরেই নিশ্চিত হবে সুন্দর ভবিষ্যৎ।’
সাব্বির আল মাহমুদ সানি জানিয়েছেন, দ্য আলটিমেট রক ফেস্ট ২০২৩ কনসার্টে বিক্রীত টিকিটের সমপরিমাণ গাছের চারা ঢাকার বিভিন্ন স্থানে রোপণ করা হবে। ইতিমধ্যে গেট সেট রক ডটকমে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। রেগুলার টিকিটের দাম ধরা হয়েছে ৬০০ টাকা, ৯০০ টাকায় মিলবে ফ্রন্টলাইনার এবং ভিআইপি টিকিটের জন্য খরচ করতে হবে ১৫০০ টাকা। আয়োজনের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে ২৮ জুলাই শুক্রবার বেলা ১টায়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে