গাজীপুর প্রতিনিধি
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডি খেলার প্রসার ও ভালো খেলোয়াড় তৈরি করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডি খেলাকে জাতীয় খেলা ঘোষণা করেছিলেন। ইতিমধ্যে কাবাডি খেলাকে গুরুত্ব দিয়ে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে ভবন, কার্যালয় এবং হোস্টেল নির্মাণ করা হয়েছে।’
গতকাল শনিবার সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মানের কাবাডি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ভালো খেলোয়াড় তৈরির জন্য কাবাডি খেলাকে বিকেএসপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাবাডির এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ আয়োজনের এ প্রতিযোগিতায় ব্রহ্মপুত্র অঞ্চলের গাজীপুর, মানিকগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার বালক ও বালিকা দল অংশ নিচ্ছে।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান, জিএমপির উপকমিশনার (অপরাধ) জাকির হাসান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডি খেলার প্রসার ও ভালো খেলোয়াড় তৈরি করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডি খেলাকে জাতীয় খেলা ঘোষণা করেছিলেন। ইতিমধ্যে কাবাডি খেলাকে গুরুত্ব দিয়ে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে ভবন, কার্যালয় এবং হোস্টেল নির্মাণ করা হয়েছে।’
গতকাল শনিবার সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মানের কাবাডি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ভালো খেলোয়াড় তৈরির জন্য কাবাডি খেলাকে বিকেএসপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাবাডির এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ আয়োজনের এ প্রতিযোগিতায় ব্রহ্মপুত্র অঞ্চলের গাজীপুর, মানিকগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার বালক ও বালিকা দল অংশ নিচ্ছে।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান, জিএমপির উপকমিশনার (অপরাধ) জাকির হাসান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে