নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও মাগুরা প্রতিনিধি
আজ এখানে তো কাল ওখানে—অবিরত ছোটাছুটির ভালো অভ্যাস আছে সাকিব আল হাসানের। গতকাল মঙ্গলবার সকালে সাকিব যেমন গেলেন নির্বাচনী এলাকা মাগুরায়; সন্ধ্যায় ফিরলেন ঢাকায়। রাতেই তাঁর যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কথা ছিল।
বিশ্বকাপে ভারতের দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। এ জন্য টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ আর খেলতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। এই কদিনে নির্বাচনী কার্যক্রমে সাকিবের ব্যান্ডেজ পরা আঙুল নিশ্চয়ই সবার চোখে পড়েছে। এখন রাজনৈতিক মাঠে যতই ব্যস্ত থাকুন, আরও এক-দেড় বছর তাঁর আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা। জানুয়ারিতে বিপিএল দিয়ে মাঠে ফিরতে চাওয়া সাকিবের তাই দ্রুত আঙুলের চোট থেকে সেরে উঠতে হবে।
আঙুলের চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল সাকিবের।
সেই পরিকল্পনা থেকে তিনি সরে এসেছেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ঝাঁপিয়ে পড়তে হবে নির্বাচনী প্রচারণায়। তার আগে এই সময়টা তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছ থেকে ঘুরে আসতে চান বলে জানিয়েছে সাকিবঘনিষ্ঠ একাধিক সূত্র।
বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘আজ (গতকাল) রাতে যাওয়ার কথা। আমরা তাঁর আঙুলের সিটি স্ক্যান করিয়েছি, ভালোই মনে হচ্ছে। বলেছি, যেহেতু যাচ্ছ, ওখানে হ্যান্ড সার্জন দেখিয়ে আসো। না গেলে বলতাম না। ওখানে তো খুব ভালো হ্যান্ড সার্জন থাকে।’
কদিনের জন্য ভোটের মাঠ রেখে যুক্তরাষ্ট্রে গেলেও সাকিব দূর থেকেই মাগুরা-১ আসনে তাঁর নির্বাচনী প্রচারণার কাজ এগিয়ে নিতে চান। এ নিয়ে বেশ কিছু পরিকল্পনা করেছেন।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গতকাল মাগুরা শহরের জামরুলতলায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন সাকিব। সেখানে নিজের জেলাকে দেশের অন্যতম মডেল জেলা হিসেবে গড়ে তোলার কথা বলেছেন, ‘মাগুরা আমার জেলা। আমি এখানে এবার নৌকার মাঝি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন আপনাদের সেবা করতে। সবাই এক হয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন করব বলে আপনাদের নিকট আশা করছি।’
বর্ধিত সভায় আরও বক্তব্য দেন মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ প্রমুখ।
আজ এখানে তো কাল ওখানে—অবিরত ছোটাছুটির ভালো অভ্যাস আছে সাকিব আল হাসানের। গতকাল মঙ্গলবার সকালে সাকিব যেমন গেলেন নির্বাচনী এলাকা মাগুরায়; সন্ধ্যায় ফিরলেন ঢাকায়। রাতেই তাঁর যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কথা ছিল।
বিশ্বকাপে ভারতের দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। এ জন্য টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ আর খেলতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। এই কদিনে নির্বাচনী কার্যক্রমে সাকিবের ব্যান্ডেজ পরা আঙুল নিশ্চয়ই সবার চোখে পড়েছে। এখন রাজনৈতিক মাঠে যতই ব্যস্ত থাকুন, আরও এক-দেড় বছর তাঁর আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা। জানুয়ারিতে বিপিএল দিয়ে মাঠে ফিরতে চাওয়া সাকিবের তাই দ্রুত আঙুলের চোট থেকে সেরে উঠতে হবে।
আঙুলের চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল সাকিবের।
সেই পরিকল্পনা থেকে তিনি সরে এসেছেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ঝাঁপিয়ে পড়তে হবে নির্বাচনী প্রচারণায়। তার আগে এই সময়টা তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছ থেকে ঘুরে আসতে চান বলে জানিয়েছে সাকিবঘনিষ্ঠ একাধিক সূত্র।
বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘আজ (গতকাল) রাতে যাওয়ার কথা। আমরা তাঁর আঙুলের সিটি স্ক্যান করিয়েছি, ভালোই মনে হচ্ছে। বলেছি, যেহেতু যাচ্ছ, ওখানে হ্যান্ড সার্জন দেখিয়ে আসো। না গেলে বলতাম না। ওখানে তো খুব ভালো হ্যান্ড সার্জন থাকে।’
কদিনের জন্য ভোটের মাঠ রেখে যুক্তরাষ্ট্রে গেলেও সাকিব দূর থেকেই মাগুরা-১ আসনে তাঁর নির্বাচনী প্রচারণার কাজ এগিয়ে নিতে চান। এ নিয়ে বেশ কিছু পরিকল্পনা করেছেন।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গতকাল মাগুরা শহরের জামরুলতলায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন সাকিব। সেখানে নিজের জেলাকে দেশের অন্যতম মডেল জেলা হিসেবে গড়ে তোলার কথা বলেছেন, ‘মাগুরা আমার জেলা। আমি এখানে এবার নৌকার মাঝি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন আপনাদের সেবা করতে। সবাই এক হয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন করব বলে আপনাদের নিকট আশা করছি।’
বর্ধিত সভায় আরও বক্তব্য দেন মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে