উবায়দুল্লাহ বাদল, ঢাকা
শিল্পকারখানার অপরিশোধিত তরল বা কঠিন বর্জ্য হাওর ও জলাভূমিতে ফেলা হলে পানি দূষিত হয় এবং হাওর ও জলাভূমির পরিবেশ, উদ্ভিদ, প্রাণিকুলসহ জলজ বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে হাওর ও জলাভূমিতে শিল্পবর্জ্য ফেলাকে অপরাধ হিসেবে গণ্য করে এর জন্য কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন করা হচ্ছে। এরই মধ্যে প্রস্তাবিত আইনের খসড়া চূড়ান্ত করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।
এর নাম দেওয়া হয়েছে ‘হাওর ও জলাভূমি সুরক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০২৩’। খসড়া আইনটির বিষয়ে অংশীজনদের মতামতও নেওয়া হয়েছে। আরও দু-একটি আন্তমন্ত্রণালয় সভা করে যাচাই-বাছাই শেষে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, প্রস্তাবিত আইনের খসড়ায় হাওর ও জলাভূমিতে শিল্পবর্জ্য ফেলার অপরাধে অনধিক ১০ বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। আর হাওর ও জলাভূমি অবৈধভাবে দখল, ভরাট বা অনুমতি ছাড়া খনন করলে অনধিক ৫ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। একই শাস্তি হবে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করলে। খসড়ায় বলা হয়েছে, এমন অপরাধে সহায়তা করলে সহায়তাকারীরও একই শাস্তি হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান আজকের পত্রিকাকে বলেন, আন্তমন্ত্রণালয় বৈঠক করে এটির খসড়া চূড়ান্ত করা হয়েছে।আরও দু-একটি মিটিং করা লাগতে পারে।
সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ অনুযায়ী, বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য হাওর, জলাভূমিসহ সব প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের বাধ্যবাধকতা আছে। হাইকোর্ট বিভাগের এক আদেশেও হাওর ও জলাভূমি সুরক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন দ্রুত প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয়।
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ—এই সাত জেলা মিলে হাওরাঞ্চল। মন্ত্রণালয়ের হিসাবমতে, এই ৭ জেলার ৭ লাখ ৮৪ হাজার হেক্টর জলাভূমিতে আছে ৪২৩টি হাওর। এর মধ্যে কিশোরগঞ্জেই আছে বিশাল আকারের ১২২টি হাওর। তবে দেশে জলাভূমির সুনির্দিষ্ট তথ্য নেই। হাওরের অনেক বাসিন্দার অভিযোগ, চৈত্র-বৈশাখ মাসে মাছ ধরতে স্থানীয় ব্যক্তিরা ছোট হাওর ও জলাভূমির পানি শুকিয়ে ফেলেন। এতে জলজ প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের সুবিধামতো বাঁধ কেটেও ফসলের ক্ষতি করে থাকেন। এ ছাড়া হাওরে অপরিকল্পিত রাস্তা, কালভার্ট, স্লুইসগেট ও বেড়িবাঁধ নির্মাণের অভিযোগও কম নয়। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব সেতু, রাস্তা ও বাঁধের কারণে হাওরে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় পর্যায়ে এর প্রতিবাদ হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের হাওর-জলাভূমি রক্ষায় আইন করা হচ্ছে। ছয়টি অধ্যায়ে ২৯টি ধারা-সংবলিত খসড়া আইনটি তৈরি করেছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর।
আইনটি পাস হলে দেশে ‘হাওর ও জলাভূমি কোর্ট’ নামে এক বা একাধিক কোর্ট থাকবে। প্রতিটি কোর্ট একজন বিচারকের সভাপতিত্বে গঠিত হবে। খসড়ায় বলা হয়েছে, এ কোর্ট তার এখতিয়ারাধীন হাওর ও জলাভূমিসংক্রান্ত অপরাধ আমলে নেবেন। এ কোর্ট প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন এবং এ আইনের তফসিলভুক্ত হওয়া সাপেক্ষে, মোবাইল কোর্ট দণ্ড আরোপ করতে পারবেন। এ ছাড়া পানি ধারক স্তরের নিরাপদ সীমা ব্যাহত হয়, এমনভাবে পানি আহরণ করলে অনধিক তিন বছর কারাদণ্ড অথবা তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।
শিল্পকারখানার অপরিশোধিত তরল বা কঠিন বর্জ্য হাওর ও জলাভূমিতে ফেলা হলে পানি দূষিত হয় এবং হাওর ও জলাভূমির পরিবেশ, উদ্ভিদ, প্রাণিকুলসহ জলজ বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে হাওর ও জলাভূমিতে শিল্পবর্জ্য ফেলাকে অপরাধ হিসেবে গণ্য করে এর জন্য কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন করা হচ্ছে। এরই মধ্যে প্রস্তাবিত আইনের খসড়া চূড়ান্ত করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।
এর নাম দেওয়া হয়েছে ‘হাওর ও জলাভূমি সুরক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০২৩’। খসড়া আইনটির বিষয়ে অংশীজনদের মতামতও নেওয়া হয়েছে। আরও দু-একটি আন্তমন্ত্রণালয় সভা করে যাচাই-বাছাই শেষে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, প্রস্তাবিত আইনের খসড়ায় হাওর ও জলাভূমিতে শিল্পবর্জ্য ফেলার অপরাধে অনধিক ১০ বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। আর হাওর ও জলাভূমি অবৈধভাবে দখল, ভরাট বা অনুমতি ছাড়া খনন করলে অনধিক ৫ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। একই শাস্তি হবে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করলে। খসড়ায় বলা হয়েছে, এমন অপরাধে সহায়তা করলে সহায়তাকারীরও একই শাস্তি হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান আজকের পত্রিকাকে বলেন, আন্তমন্ত্রণালয় বৈঠক করে এটির খসড়া চূড়ান্ত করা হয়েছে।আরও দু-একটি মিটিং করা লাগতে পারে।
সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ অনুযায়ী, বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য হাওর, জলাভূমিসহ সব প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের বাধ্যবাধকতা আছে। হাইকোর্ট বিভাগের এক আদেশেও হাওর ও জলাভূমি সুরক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন দ্রুত প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয়।
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ—এই সাত জেলা মিলে হাওরাঞ্চল। মন্ত্রণালয়ের হিসাবমতে, এই ৭ জেলার ৭ লাখ ৮৪ হাজার হেক্টর জলাভূমিতে আছে ৪২৩টি হাওর। এর মধ্যে কিশোরগঞ্জেই আছে বিশাল আকারের ১২২টি হাওর। তবে দেশে জলাভূমির সুনির্দিষ্ট তথ্য নেই। হাওরের অনেক বাসিন্দার অভিযোগ, চৈত্র-বৈশাখ মাসে মাছ ধরতে স্থানীয় ব্যক্তিরা ছোট হাওর ও জলাভূমির পানি শুকিয়ে ফেলেন। এতে জলজ প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের সুবিধামতো বাঁধ কেটেও ফসলের ক্ষতি করে থাকেন। এ ছাড়া হাওরে অপরিকল্পিত রাস্তা, কালভার্ট, স্লুইসগেট ও বেড়িবাঁধ নির্মাণের অভিযোগও কম নয়। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব সেতু, রাস্তা ও বাঁধের কারণে হাওরে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় পর্যায়ে এর প্রতিবাদ হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের হাওর-জলাভূমি রক্ষায় আইন করা হচ্ছে। ছয়টি অধ্যায়ে ২৯টি ধারা-সংবলিত খসড়া আইনটি তৈরি করেছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর।
আইনটি পাস হলে দেশে ‘হাওর ও জলাভূমি কোর্ট’ নামে এক বা একাধিক কোর্ট থাকবে। প্রতিটি কোর্ট একজন বিচারকের সভাপতিত্বে গঠিত হবে। খসড়ায় বলা হয়েছে, এ কোর্ট তার এখতিয়ারাধীন হাওর ও জলাভূমিসংক্রান্ত অপরাধ আমলে নেবেন। এ কোর্ট প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন এবং এ আইনের তফসিলভুক্ত হওয়া সাপেক্ষে, মোবাইল কোর্ট দণ্ড আরোপ করতে পারবেন। এ ছাড়া পানি ধারক স্তরের নিরাপদ সীমা ব্যাহত হয়, এমনভাবে পানি আহরণ করলে অনধিক তিন বছর কারাদণ্ড অথবা তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে