মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তাদের সতর্ক থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার তাঁদের সঙ্গে প্রশাসন ও পুলিশের মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
উপজেলা পরিষদের বেগম রোকেয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১৭২ জন প্রিসাইডিং কর্মকর্তা অংশ নেন। পরে একই জায়গায় ১২৯ জন চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে মতবিনিময় করা হয়।
ইউপি নির্বাচনের সপ্তম ধাপে মিঠাপুকুরের ১৭ ইউনিয়নে ৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। নির্বাচন স্বচ্ছ ও শতভাগ নিরপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিতে প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষমতা দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
আসিব আহসান জানান, প্রিসাইডিং কর্মকর্তা ছাড়া ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রিসাইডিং কর্মকর্তার কক্ষের দরজা সব সময় খোলা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। তিনি বলেন, ভোট সুষ্ঠু পরিবেশে হলেও গণনা ও ফল ঘোষণার সময় ত্রুটি-বিচ্যুতির কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি এ সময় সবাইকে সতর্কতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন এবং জরুরি প্রয়োজনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দেওয়ার আহ্বান জানান।
অপর বিশেষ অতিথি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ভোট গণনা শেষে নির্ধারিত ফরম পূরণ করে কেন্দ্রেই নির্বাচনের ফল ঘোষণা দিয়ে আসতে হবে। এমন কোনো ভুল করা যাবে না, যার খেসারত সারা জীবন ভোগ করতে হয়। এখনো অনেক রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তা বিভাগীয় মামলায় খেসারত দিচ্ছেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন রায়, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক জাকির হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান।
অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন বলেন, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো প্রার্থীর বাড়িতে রাত যাপন করতে পারবেন না। কোনো প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের উপহার নেওয়া বা লেনদেন করবেন না। এমনকি কারও দেওয়া খাবারও খাওয়া যাবে না।
সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, ভোট গণনার সময় প্রার্থীর নিয়োগ দেওয়া একজন পোলিং এজেন্ট থাকতে পারবেন। গণনার সময় যাঁরা কক্ষে থাকবেন, তাঁরা গণনা শেষ না হওয়া পর্যন্ত বাইরে যেতে পারবেন না।
পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, ভোট গণনা শেষে নির্ধারিত ফল ফরমে যাবতীয় তথ্যসহ পূরণ করে স্বাক্ষর করতে হবে। কোনো ক্রমেই ফাঁকা ফরমে স্বাক্ষর করে সরবরাহ করা যাবে না।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রাতে কেন্দ্রে গিয়ে সেখানেই থাকবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোরে ব্যালট পেপার কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং কোনো ক্রমেই কেন্দ্রের বাইরে ব্যালট পেপারে স্বাক্ষর করা যাবে না।
মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তাদের সতর্ক থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার তাঁদের সঙ্গে প্রশাসন ও পুলিশের মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
উপজেলা পরিষদের বেগম রোকেয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১৭২ জন প্রিসাইডিং কর্মকর্তা অংশ নেন। পরে একই জায়গায় ১২৯ জন চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে মতবিনিময় করা হয়।
ইউপি নির্বাচনের সপ্তম ধাপে মিঠাপুকুরের ১৭ ইউনিয়নে ৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। নির্বাচন স্বচ্ছ ও শতভাগ নিরপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিতে প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষমতা দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
আসিব আহসান জানান, প্রিসাইডিং কর্মকর্তা ছাড়া ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রিসাইডিং কর্মকর্তার কক্ষের দরজা সব সময় খোলা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। তিনি বলেন, ভোট সুষ্ঠু পরিবেশে হলেও গণনা ও ফল ঘোষণার সময় ত্রুটি-বিচ্যুতির কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি এ সময় সবাইকে সতর্কতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন এবং জরুরি প্রয়োজনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দেওয়ার আহ্বান জানান।
অপর বিশেষ অতিথি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ভোট গণনা শেষে নির্ধারিত ফরম পূরণ করে কেন্দ্রেই নির্বাচনের ফল ঘোষণা দিয়ে আসতে হবে। এমন কোনো ভুল করা যাবে না, যার খেসারত সারা জীবন ভোগ করতে হয়। এখনো অনেক রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তা বিভাগীয় মামলায় খেসারত দিচ্ছেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন রায়, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক জাকির হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান।
অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন বলেন, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো প্রার্থীর বাড়িতে রাত যাপন করতে পারবেন না। কোনো প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের উপহার নেওয়া বা লেনদেন করবেন না। এমনকি কারও দেওয়া খাবারও খাওয়া যাবে না।
সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, ভোট গণনার সময় প্রার্থীর নিয়োগ দেওয়া একজন পোলিং এজেন্ট থাকতে পারবেন। গণনার সময় যাঁরা কক্ষে থাকবেন, তাঁরা গণনা শেষ না হওয়া পর্যন্ত বাইরে যেতে পারবেন না।
পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, ভোট গণনা শেষে নির্ধারিত ফল ফরমে যাবতীয় তথ্যসহ পূরণ করে স্বাক্ষর করতে হবে। কোনো ক্রমেই ফাঁকা ফরমে স্বাক্ষর করে সরবরাহ করা যাবে না।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রাতে কেন্দ্রে গিয়ে সেখানেই থাকবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোরে ব্যালট পেপার কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং কোনো ক্রমেই কেন্দ্রের বাইরে ব্যালট পেপারে স্বাক্ষর করা যাবে না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে