রিমন রহমান, রাজশাহী
কাজের পর ঠিকাদারদের বিল দেওয়া হয়েছে। তখন তাঁদের কাছ থেকে ভ্যাট এবং আয়করের টাকাও কেটে নেওয়া হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী এই টাকা আর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এভাবে ৫৫ লাখ ৬ হাজার ৭৮২ টাকা নয়ছয় করা হয়েছে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায়। কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের নিরীক্ষায় এই আর্থিক অনিয়ম ধরা পড়েছে।
নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে ‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার জন্য তাহেরপুর পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ নামে একটি প্রকল্প বাস্তবায়িত হয়। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট ও আয়কর বাবদ আদায় করা মোট ৫৫ লাখ ৬ হাজার ৭৮২ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়নি। অথচ নিয়ম অনুযায়ী, ১৫ দিনের মধ্যে এ টাকা সরকারি কোষাগারে জমা করার নিয়ম রয়েছে।
পরে ২০২১ সালের আগস্টে কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের নিরীক্ষায় বিপুল অঙ্কের এই টাকার অনিয়মের বিষয়টি ধরা পড়ে।
অডিটের সময় দেশের বাইরে ছিলেন জানিয়ে পৌর মেয়র আবুল কালাম আজাদ বলেন, ‘অডিট আপত্তি যেন না দেওয়া হয় তার জন্য নিরীক্ষা কর্মকর্তাদের ১০ লাখ টাকা ঘুষ দেওয়া হয়েছে। তাঁরা বলেছিলেন, কোনো অডিট আপত্তি দেবেন না। কিন্তু পরে আপত্তি ঠিকই দিয়েছেন। এখন টাকা পরিশোধ করছি।’
কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের মহাপরিচালক ফারমিন মওলার অফিসের টেলিফোন নম্বরে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান ফোন ধরেন। এসব বিষয়ে মহাপরিচালক কথা বলবেন না জানিয়ে মিজানুর রহমান বলেন, অডিট আপত্তি উঠে এলে অভিযুক্ত প্রতিষ্ঠান কখনো কখনো অডিট কর্মকর্তাদের বিরুদ্ধেই এ ধরনের অভিযোগ তোলেন।
কাজের পর ঠিকাদারদের বিল দেওয়া হয়েছে। তখন তাঁদের কাছ থেকে ভ্যাট এবং আয়করের টাকাও কেটে নেওয়া হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী এই টাকা আর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এভাবে ৫৫ লাখ ৬ হাজার ৭৮২ টাকা নয়ছয় করা হয়েছে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায়। কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের নিরীক্ষায় এই আর্থিক অনিয়ম ধরা পড়েছে।
নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে ‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার জন্য তাহেরপুর পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ নামে একটি প্রকল্প বাস্তবায়িত হয়। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট ও আয়কর বাবদ আদায় করা মোট ৫৫ লাখ ৬ হাজার ৭৮২ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়নি। অথচ নিয়ম অনুযায়ী, ১৫ দিনের মধ্যে এ টাকা সরকারি কোষাগারে জমা করার নিয়ম রয়েছে।
পরে ২০২১ সালের আগস্টে কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের নিরীক্ষায় বিপুল অঙ্কের এই টাকার অনিয়মের বিষয়টি ধরা পড়ে।
অডিটের সময় দেশের বাইরে ছিলেন জানিয়ে পৌর মেয়র আবুল কালাম আজাদ বলেন, ‘অডিট আপত্তি যেন না দেওয়া হয় তার জন্য নিরীক্ষা কর্মকর্তাদের ১০ লাখ টাকা ঘুষ দেওয়া হয়েছে। তাঁরা বলেছিলেন, কোনো অডিট আপত্তি দেবেন না। কিন্তু পরে আপত্তি ঠিকই দিয়েছেন। এখন টাকা পরিশোধ করছি।’
কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের মহাপরিচালক ফারমিন মওলার অফিসের টেলিফোন নম্বরে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান ফোন ধরেন। এসব বিষয়ে মহাপরিচালক কথা বলবেন না জানিয়ে মিজানুর রহমান বলেন, অডিট আপত্তি উঠে এলে অভিযুক্ত প্রতিষ্ঠান কখনো কখনো অডিট কর্মকর্তাদের বিরুদ্ধেই এ ধরনের অভিযোগ তোলেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে