ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের প্রথম বাঁশি বাজতে আর এক দিনের অপেক্ষা। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নিয়ে কাতারে এখন সাজ সাজ রব। মূল মঞ্চের ৩২ দলের খেলোয়াড়রাও আগামী এক মাসের জন্য বাক্সপেটরা গুছিয়ে পৌঁছে গেছে মরুর বুকের দেশে।
পিছিয়ে নেই দর্শক-সমর্থকেরাও। পৃথিবীর নানা প্রান্ত থেকে ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেছে প্রিয় দলকে সমর্থন জানাতে। ২০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাতার-ইকুয়েডরের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টুর্নামেন্টের। ২০২২ সালে ২২তম বিশ্বকাপ! এমন মহামিলনের উপলক্ষ রাঙাতে প্রস্তুত সবাই।
গ্রুপ পর্বের লড়াই শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলে দলগুলোও নিজেদের ঝালিয়ে নিয়েছে। ফেবারিটের তকমা নিয়ে কাতারে আসা আর্জেন্টিনা, জার্মানি ও ফ্রান্সের মতো পরাশক্তিরা প্রীতি ম্যাচ খেললেও ব্রাজিল তেমন কিছুই করেনি। এতেই বুঝা যায়, প্রস্তুতি ম্যাচ কারও কাছে গুরুত্বপূর্ণ হলেও কারও কাছে গুরুত্ব নেই।
বরাবরের মতো কাতার বিশ্বকাপ জয়ের সম্ভাব্য তালিকায় ওপরের দিকেই আছে সেলেসাওদের নাম। ফুটবল পরিসংখ্যান নিয়ে কাজ করা অপটাও জানাচ্ছে, এবারের বিশ্বকাপ যেতে পারে কোচ তিতের শিষ্যদের হাতে। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। তারা শেষ ম্যাচ খেলেছে গত সেপ্টেম্বরের শেষ দিকে, তিউনিসিয়ার বিপক্ষে। এরপর আর কোনো আন্তর্জাতিক বা প্রীতি ম্যাচ না খেলে ‘জি’ গ্রুপের প্রতিপক্ষ সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন নেইমাররা।
আর্জেন্টিনা অবশ্য প্রীতি ম্যাচ খেলেই অভিযান শুরু করতে যাচ্ছে। প্রস্তুতি ম্যাচে বড় জয়ও পেয়েছেন মেসিরা। আরব আমিরাতকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে গোল পেয়েছেন দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া।
ইউরোপ জায়ান্ট জার্মানির প্রস্তুতি ভালো হয়নি। ওমানের বিপক্ষে জিততেই তাদের ঘাম ছুটেছে। অভিষেক ম্যাচ খেলতে নামা নিকলাস ফুলক্রুগ শেষ মুহূর্তে গোল না করলে হ্যানসি ফ্লিকের শিষ্যদের মাঠ ছাড়তে হতো ড্র নিয়ে। রাশিয়া বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গিয়ে গ্রুপ পর্ব থেকে ঘরে ফিরতে হয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এরপর জার্মান দল বেশ ভাঙাগড়ার ভেতর দিয়ে গেছে।
গত বছর জার্মানির কোচ হিসেবে হোয়াকিম লোর স্থলাভিষিক্ত হন ফ্লিক। কিন্তু তাঁর অধীনে বিশ্বকাপ সামনে রেখে এ বছর তেমন প্রস্তুতি নিতে পারেনি জার্মানরা। তার মধ্যে প্রস্তুতি ম্যাচে কষ্টের জয়, কিন্তু বিশ্বকাপে এসব দলে প্রভাব পড়বে না বলে মনে করেন ফ্লিক, ‘আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে চেয়েছি, সেটা কঠিন হলেও। গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে সুযোগটা কাজে লাগাতে চাই। মাত্র আমরা কাতার পৌঁছেছি। তাপমাত্রাসহ সবকিছুতে অভ্যস্ত হতে হবে। ওমানের বিপক্ষে একটা ম্যাচ খেলেছি। জাপান ম্যাচের আগে আমাদের মনোযোগ থাকবে অনুশীলনের দিকে।’
জয় দিয়ে প্রস্তুতিও সেরেছে স্পেন, পর্তুগালের মতো পরাশক্তিরা। তবে গা গরমের ম্যাচে হেরেছে মেক্সিকো, সুইজারল্যান্ড ও জাপান।
ব্রাজিলের মতো আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডও মূল লড়াইয়ে নেমে পড়ছে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই। একই অবস্থা গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সেরও। দুই দলই শেষ ম্যাচ খেলেছে গত সেপ্টেম্বরের শেষ দিকে।
বিশ্বকাপের প্রথম বাঁশি বাজতে আর এক দিনের অপেক্ষা। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নিয়ে কাতারে এখন সাজ সাজ রব। মূল মঞ্চের ৩২ দলের খেলোয়াড়রাও আগামী এক মাসের জন্য বাক্সপেটরা গুছিয়ে পৌঁছে গেছে মরুর বুকের দেশে।
পিছিয়ে নেই দর্শক-সমর্থকেরাও। পৃথিবীর নানা প্রান্ত থেকে ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেছে প্রিয় দলকে সমর্থন জানাতে। ২০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাতার-ইকুয়েডরের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টুর্নামেন্টের। ২০২২ সালে ২২তম বিশ্বকাপ! এমন মহামিলনের উপলক্ষ রাঙাতে প্রস্তুত সবাই।
গ্রুপ পর্বের লড়াই শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলে দলগুলোও নিজেদের ঝালিয়ে নিয়েছে। ফেবারিটের তকমা নিয়ে কাতারে আসা আর্জেন্টিনা, জার্মানি ও ফ্রান্সের মতো পরাশক্তিরা প্রীতি ম্যাচ খেললেও ব্রাজিল তেমন কিছুই করেনি। এতেই বুঝা যায়, প্রস্তুতি ম্যাচ কারও কাছে গুরুত্বপূর্ণ হলেও কারও কাছে গুরুত্ব নেই।
বরাবরের মতো কাতার বিশ্বকাপ জয়ের সম্ভাব্য তালিকায় ওপরের দিকেই আছে সেলেসাওদের নাম। ফুটবল পরিসংখ্যান নিয়ে কাজ করা অপটাও জানাচ্ছে, এবারের বিশ্বকাপ যেতে পারে কোচ তিতের শিষ্যদের হাতে। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। তারা শেষ ম্যাচ খেলেছে গত সেপ্টেম্বরের শেষ দিকে, তিউনিসিয়ার বিপক্ষে। এরপর আর কোনো আন্তর্জাতিক বা প্রীতি ম্যাচ না খেলে ‘জি’ গ্রুপের প্রতিপক্ষ সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন নেইমাররা।
আর্জেন্টিনা অবশ্য প্রীতি ম্যাচ খেলেই অভিযান শুরু করতে যাচ্ছে। প্রস্তুতি ম্যাচে বড় জয়ও পেয়েছেন মেসিরা। আরব আমিরাতকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে গোল পেয়েছেন দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া।
ইউরোপ জায়ান্ট জার্মানির প্রস্তুতি ভালো হয়নি। ওমানের বিপক্ষে জিততেই তাদের ঘাম ছুটেছে। অভিষেক ম্যাচ খেলতে নামা নিকলাস ফুলক্রুগ শেষ মুহূর্তে গোল না করলে হ্যানসি ফ্লিকের শিষ্যদের মাঠ ছাড়তে হতো ড্র নিয়ে। রাশিয়া বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গিয়ে গ্রুপ পর্ব থেকে ঘরে ফিরতে হয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এরপর জার্মান দল বেশ ভাঙাগড়ার ভেতর দিয়ে গেছে।
গত বছর জার্মানির কোচ হিসেবে হোয়াকিম লোর স্থলাভিষিক্ত হন ফ্লিক। কিন্তু তাঁর অধীনে বিশ্বকাপ সামনে রেখে এ বছর তেমন প্রস্তুতি নিতে পারেনি জার্মানরা। তার মধ্যে প্রস্তুতি ম্যাচে কষ্টের জয়, কিন্তু বিশ্বকাপে এসব দলে প্রভাব পড়বে না বলে মনে করেন ফ্লিক, ‘আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে চেয়েছি, সেটা কঠিন হলেও। গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে সুযোগটা কাজে লাগাতে চাই। মাত্র আমরা কাতার পৌঁছেছি। তাপমাত্রাসহ সবকিছুতে অভ্যস্ত হতে হবে। ওমানের বিপক্ষে একটা ম্যাচ খেলেছি। জাপান ম্যাচের আগে আমাদের মনোযোগ থাকবে অনুশীলনের দিকে।’
জয় দিয়ে প্রস্তুতিও সেরেছে স্পেন, পর্তুগালের মতো পরাশক্তিরা। তবে গা গরমের ম্যাচে হেরেছে মেক্সিকো, সুইজারল্যান্ড ও জাপান।
ব্রাজিলের মতো আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডও মূল লড়াইয়ে নেমে পড়ছে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই। একই অবস্থা গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সেরও। দুই দলই শেষ ম্যাচ খেলেছে গত সেপ্টেম্বরের শেষ দিকে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে