কুষ্টিয়া প্রতিনিধি
সরকারি বেশ কয়েকটি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এসব অভিযোগ সম্পর্কে তাঁরা জানেন না। অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।
দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি চিলমারী ইউনিয়নে ২টি টয়লেট নির্মাণ বাবদ ২ লাখ ৮৮ হাজার ৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার ও বিধি লঙ্ঘন করে তাঁর বাড়িসংলগ্ন নিজের জমিতে একটি টয়লেট নির্মাণ করেন, যা সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না। একই প্রকল্পের আওতায় তহহাটে আরও একটি টয়লেট ও প্রস্রাবখানা নির্মাণ করার কথা থাকলেও তা নির্মাণ না করেই টাকা উত্তোলন করে নিয়েছেন চেয়ারম্যান আব্দুল মান্নান। একইভাবে ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) ১ম পর্যায়ের অনুকূলে চলতি বছরের ১৩ জানুয়ারি ৩ লাখ ১১ হাজার ৫৫৪ টাকা বরাদ্দ দেওয়া হয়।
অভিযোগ উঠেছে, মনগড়া পিআইসি কমিটি গঠন করে চেয়ারম্যান আব্দুল মান্নান ইউনিয়ন পরিষদের কথা বলে নিজ বাড়ির পাশের নিজ জমিতে টিনশেড ঘর নির্মাণ করেন। যা সম্পূর্ণ বিধিবহির্ভূত। এ ছাড়া ঘর নির্মাণের ক্ষেত্রেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পাশে গোডাউন ঘর নির্মাণের জন্য গত ৩ জানুয়ারি ১ লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান ওই টাকায় তার ব্যক্তিগত জমিতে গোডাউন ঘর নির্মাণ করে ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে চিলমারী ইউনিয়নের অনুকূলে বরাদ্দপ্রাপ্ত ৪০ দিনের কর্মসূচিতে ১২৮ জন শ্রমিকের নিয়োগ নিবন্ধনে অনিয়ম করে অর্থ উত্তোলনের অভিযোগও রয়েছে চেয়ারম্যান মান্নানের বিরুদ্ধে। স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয় লাভ করলেও স্থানীয়ভাবে অনেক প্রভাবশালী হওয়ায় এসব বিষয়ে ভয়ে কেউ প্রতিবাদ করছেন না। আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবকিছু দেখেও না দেখার ভান করছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। কোনো প্রকল্পের কাজে অনিয়ম করা হয়নি। তাঁকে হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো বলা হচ্ছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নাই।
চেয়ারম্যানের অনিয়মের বিষয়ে জানতে চাইলে দৌলতপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘সরকারি প্রকল্পের বিষয়ে এ রকম অনিয়ম করার কোনো সুযোগ নেই। এরপরও আমি বিষটি খতিয়ে দেখব। কোনো ধরনের অনিয়ম পেলে অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
সরকারি বেশ কয়েকটি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এসব অভিযোগ সম্পর্কে তাঁরা জানেন না। অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।
দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি চিলমারী ইউনিয়নে ২টি টয়লেট নির্মাণ বাবদ ২ লাখ ৮৮ হাজার ৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার ও বিধি লঙ্ঘন করে তাঁর বাড়িসংলগ্ন নিজের জমিতে একটি টয়লেট নির্মাণ করেন, যা সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না। একই প্রকল্পের আওতায় তহহাটে আরও একটি টয়লেট ও প্রস্রাবখানা নির্মাণ করার কথা থাকলেও তা নির্মাণ না করেই টাকা উত্তোলন করে নিয়েছেন চেয়ারম্যান আব্দুল মান্নান। একইভাবে ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) ১ম পর্যায়ের অনুকূলে চলতি বছরের ১৩ জানুয়ারি ৩ লাখ ১১ হাজার ৫৫৪ টাকা বরাদ্দ দেওয়া হয়।
অভিযোগ উঠেছে, মনগড়া পিআইসি কমিটি গঠন করে চেয়ারম্যান আব্দুল মান্নান ইউনিয়ন পরিষদের কথা বলে নিজ বাড়ির পাশের নিজ জমিতে টিনশেড ঘর নির্মাণ করেন। যা সম্পূর্ণ বিধিবহির্ভূত। এ ছাড়া ঘর নির্মাণের ক্ষেত্রেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পাশে গোডাউন ঘর নির্মাণের জন্য গত ৩ জানুয়ারি ১ লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান ওই টাকায় তার ব্যক্তিগত জমিতে গোডাউন ঘর নির্মাণ করে ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে চিলমারী ইউনিয়নের অনুকূলে বরাদ্দপ্রাপ্ত ৪০ দিনের কর্মসূচিতে ১২৮ জন শ্রমিকের নিয়োগ নিবন্ধনে অনিয়ম করে অর্থ উত্তোলনের অভিযোগও রয়েছে চেয়ারম্যান মান্নানের বিরুদ্ধে। স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয় লাভ করলেও স্থানীয়ভাবে অনেক প্রভাবশালী হওয়ায় এসব বিষয়ে ভয়ে কেউ প্রতিবাদ করছেন না। আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবকিছু দেখেও না দেখার ভান করছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। কোনো প্রকল্পের কাজে অনিয়ম করা হয়নি। তাঁকে হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো বলা হচ্ছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নাই।
চেয়ারম্যানের অনিয়মের বিষয়ে জানতে চাইলে দৌলতপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘সরকারি প্রকল্পের বিষয়ে এ রকম অনিয়ম করার কোনো সুযোগ নেই। এরপরও আমি বিষটি খতিয়ে দেখব। কোনো ধরনের অনিয়ম পেলে অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে