বাঘা প্রতিনিধি
মাত্র দেড় বছর বয়সে বাবাকে হারিয়েছেন। অভাব ছিল নিত্যসঙ্গী। দুই কক্ষের সেমিপাকা ছোট্ট বাড়িতে চৌকি ছাড়া তেমন কিছুই ছিল না। ছিল না পড়ার টেবিলও।
কখনো চৌকি, কখনো টিনের বাক্সে বইখাতা রেখে লেখাপড়া করতেন তিনি। কিন্তু লেখাপড়ার হাল ছাড়েননি। সেই মেয়ে এবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে পরিবার ও এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন।
অন্তরা খাতুন রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বড়ছয়ঘটি গ্রামের দিনমজুর আলাউদ্দিন প্রামাণিকের মেয়ে। এই গ্রামে অন্তরার আগে কেউ সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পায়নি।
মেডিকেলে ভর্তি কোচিংয়ের জন্য বাড়ির গাভি বিক্রি করে দেন অন্তরার মা। মা-ভাইয়ের কষ্টার্জিত অর্থ ও নিজের টিউশনির টাকায় অনেক কষ্টে পড়াশোনা চালিয়েছেন তিনি।
গ্রামের ব্র্যাক স্কুলে ভর্তির পর থেকে সংগ্রাম করে লেখাপড়া করতে হয়েছে অন্তরাকে। প্রাথমিকের পর উপজেলার চণ্ডীপুর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিকের গণ্ডি পেরোন তিনি। এরপর ভর্তি হন উপজেলা সদরে অবস্থিত শাহদৌলা সরকারি কলেজে। ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিসহ পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তিনি।
মেডিকেলে ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এগিয়ে এসেছেন কয়েকজন। অন্তরা বলেন, ভর্তির টাকা ইতিমধ্যে জোগাড় হয়েছে। ৫ বছরের পড়াশোনার খরচ তাঁর পরিবারের পক্ষে মেটানো সম্ভব নয়। এ জন্য প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
অন্তরার মা রসুনা বেগম জানান, আঠারো বছর আগে এক ছেলে ও এক মেয়ে রেখে তার স্বামী আলা উদ্দীন মারা যান। স্থানীয় রাইস মিলে ও অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে ছেলে-মেয়ের মুখে খাবার জুগিয়েছেন তিনি। মেয়ে মুখ উজ্জ্বল করেছেন তাঁর।
জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, জেলা প্রশাসন অন্তরার ভর্তির খরচ বহন করবে। ইতিমধ্যে ২০ হাজার টাকা তিনি দিয়েছেন। তিনি অন্তরাকে আশ্বস্ত করেছেন, পড়াশোনার ব্যয় নির্বাহের জন্য যখনই দরকার হবে, তখনই জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর পাশে থাকবেন।
মাত্র দেড় বছর বয়সে বাবাকে হারিয়েছেন। অভাব ছিল নিত্যসঙ্গী। দুই কক্ষের সেমিপাকা ছোট্ট বাড়িতে চৌকি ছাড়া তেমন কিছুই ছিল না। ছিল না পড়ার টেবিলও।
কখনো চৌকি, কখনো টিনের বাক্সে বইখাতা রেখে লেখাপড়া করতেন তিনি। কিন্তু লেখাপড়ার হাল ছাড়েননি। সেই মেয়ে এবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে পরিবার ও এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন।
অন্তরা খাতুন রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বড়ছয়ঘটি গ্রামের দিনমজুর আলাউদ্দিন প্রামাণিকের মেয়ে। এই গ্রামে অন্তরার আগে কেউ সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পায়নি।
মেডিকেলে ভর্তি কোচিংয়ের জন্য বাড়ির গাভি বিক্রি করে দেন অন্তরার মা। মা-ভাইয়ের কষ্টার্জিত অর্থ ও নিজের টিউশনির টাকায় অনেক কষ্টে পড়াশোনা চালিয়েছেন তিনি।
গ্রামের ব্র্যাক স্কুলে ভর্তির পর থেকে সংগ্রাম করে লেখাপড়া করতে হয়েছে অন্তরাকে। প্রাথমিকের পর উপজেলার চণ্ডীপুর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিকের গণ্ডি পেরোন তিনি। এরপর ভর্তি হন উপজেলা সদরে অবস্থিত শাহদৌলা সরকারি কলেজে। ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিসহ পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তিনি।
মেডিকেলে ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এগিয়ে এসেছেন কয়েকজন। অন্তরা বলেন, ভর্তির টাকা ইতিমধ্যে জোগাড় হয়েছে। ৫ বছরের পড়াশোনার খরচ তাঁর পরিবারের পক্ষে মেটানো সম্ভব নয়। এ জন্য প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
অন্তরার মা রসুনা বেগম জানান, আঠারো বছর আগে এক ছেলে ও এক মেয়ে রেখে তার স্বামী আলা উদ্দীন মারা যান। স্থানীয় রাইস মিলে ও অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে ছেলে-মেয়ের মুখে খাবার জুগিয়েছেন তিনি। মেয়ে মুখ উজ্জ্বল করেছেন তাঁর।
জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, জেলা প্রশাসন অন্তরার ভর্তির খরচ বহন করবে। ইতিমধ্যে ২০ হাজার টাকা তিনি দিয়েছেন। তিনি অন্তরাকে আশ্বস্ত করেছেন, পড়াশোনার ব্যয় নির্বাহের জন্য যখনই দরকার হবে, তখনই জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর পাশে থাকবেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে