চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় হঠাৎ বেড়েছে ডাকাতের উপদ্রব। আজ এ-বাড়ি, কাল ও-বাড়ি; আবার কখনো সড়কে। ডাকাতের এমন আতঙ্কে ঘুম হারাম হয়ে গেছে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর ও মীরগঞ্জ গ্রামবাসীর। পুলিশ ডাকাত চক্রকে শনাক্ত এবং গ্রেপ্তার করতে না পারায় পাহারা দিয়ে রাত কাটাচ্ছে ওই এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস ধরে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর, মীরগঞ্জ, পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সাহারপাড়, সূর্যপুর গ্রামে ডাকাতি সংঘটিত হচ্ছে। ওই চারটি গ্রাম পাশাপাশি হওয়ায় ডাকাত চক্র ২-৩ দিন পরপর ওই চারটি গ্রামে ধারাবাহিকভাবে ডাকাতি করে মালামাল লুটে নিচ্ছে। কখনো কখনো গৃহকর্তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত করছে। তাঁদের মধ্যে কেউ কেউ হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন। ডাকাতের কবল থেকে রক্ষা পেতে ইতিমধ্যে এলাকাবাসী মানববন্ধন ও সভা-সমাবেশ করেন।
চান্দিনার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের বাসিন্দা নাছির বলেন, ‘আমার ভাই এলাকার প্রতিষ্ঠিত গরু ব্যবসায়ী। ব্যবসার কারণে আমার ঘরে মোটামুটি টাকা রাখতে হয়। গত ২৯ মে রাতে ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে টাকাপয়সা লুটে নেয়। এ সময় আমার ভাই সফিকুল ইসলাম বাধা দিলে তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আমার ভাই ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।’ একই গ্রামের সবুজ হোসেন জানান, ২ জুন রাতে ডাকাত দল আমার ঘরে ঢুকে অস্ত্রের মুখে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যায়।
মীরগঞ্জ গ্রামের হোসেন বলেন, ‘গত এক সপ্তাহে আমাদের গ্রামের দুটি বাড়িতে ডাকাত হানা দেয়। কিন্তু আমাদের এলাকায় পাহারার কারণে ডাকাতি করতে পারেনি। ১ জুন মাধাইয়া বাজার থেকে এক ব্যবসায়ী বাড়ি ফেরার সময় তাঁকে আটক করে ডাকাত দল। তবে তাঁর কাছে কিছু না থাকায় ছেড়ে দেয়।’
মাধাইয়া ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বলেন, ‘ডাকাত-আতঙ্কে এলাকায় পাহারা দিচ্ছে গ্রামবাসী। ৪ জুন বিকেলে কুটুম্বপুর গ্রামে আমরা সচেতনা সভা করি। ওই সভায় চান্দিনা থানা পুলিশও উপস্থিত ছিল।’
ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর বাসস্টেশন এলাকার এক পাশে চান্দিনা উপজেলার কুটুম্বপুর, মীরগঞ্জ গ্রাম, অপর পাশে দেবিদ্বার উপজেলার সাহারপাড়, সূর্যপুর ও খাদঘর গ্রামে। গত এক মাসে ওই সব এলাকায় ৭-৮টি ডাকাতির ঘটনা ঘটে।
সাহারপাড় গ্রামের বাসিন্দা তানভীর আহমেদ বলেন, ২৮ জুন রাতে সাহারপাড় আক্তারুজ্জামান খন্দকার বাড়িতে ডাকাতি করে সর্বস্ব লুটে নেয় ডাকাত দল। গত এক মাসে ওই গ্রামের আরও ৩টি ডাকাতির ঘটনা ঘটে। ১ জুন ডাকাতি রোধে মানববন্ধন করেছেন কয়েক গ্রামের মানুষ।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘সফিকের বাড়িতে ডাকাতি নয়, সেটি পূর্বশত্রুতায় হামলা। সবুজের বাড়িতে ডাকাতির ঘটনা আমার জানা নেই। দুই গ্রামের মানুষ এখন প্রতি রাতে পাহারা দিচ্ছে।’ ডাকাতি যদি না-ই হয়, তাহলে গ্রামের মানুষ রাতে পাহারা দিচ্ছে কেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ডাকাতি হলে তো কিছু নিত। সফিকের ঘর থেকে কিছু নেয়নি।’
কুমিল্লার চান্দিনায় হঠাৎ বেড়েছে ডাকাতের উপদ্রব। আজ এ-বাড়ি, কাল ও-বাড়ি; আবার কখনো সড়কে। ডাকাতের এমন আতঙ্কে ঘুম হারাম হয়ে গেছে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর ও মীরগঞ্জ গ্রামবাসীর। পুলিশ ডাকাত চক্রকে শনাক্ত এবং গ্রেপ্তার করতে না পারায় পাহারা দিয়ে রাত কাটাচ্ছে ওই এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস ধরে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর, মীরগঞ্জ, পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সাহারপাড়, সূর্যপুর গ্রামে ডাকাতি সংঘটিত হচ্ছে। ওই চারটি গ্রাম পাশাপাশি হওয়ায় ডাকাত চক্র ২-৩ দিন পরপর ওই চারটি গ্রামে ধারাবাহিকভাবে ডাকাতি করে মালামাল লুটে নিচ্ছে। কখনো কখনো গৃহকর্তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত করছে। তাঁদের মধ্যে কেউ কেউ হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন। ডাকাতের কবল থেকে রক্ষা পেতে ইতিমধ্যে এলাকাবাসী মানববন্ধন ও সভা-সমাবেশ করেন।
চান্দিনার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের বাসিন্দা নাছির বলেন, ‘আমার ভাই এলাকার প্রতিষ্ঠিত গরু ব্যবসায়ী। ব্যবসার কারণে আমার ঘরে মোটামুটি টাকা রাখতে হয়। গত ২৯ মে রাতে ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে টাকাপয়সা লুটে নেয়। এ সময় আমার ভাই সফিকুল ইসলাম বাধা দিলে তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আমার ভাই ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।’ একই গ্রামের সবুজ হোসেন জানান, ২ জুন রাতে ডাকাত দল আমার ঘরে ঢুকে অস্ত্রের মুখে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যায়।
মীরগঞ্জ গ্রামের হোসেন বলেন, ‘গত এক সপ্তাহে আমাদের গ্রামের দুটি বাড়িতে ডাকাত হানা দেয়। কিন্তু আমাদের এলাকায় পাহারার কারণে ডাকাতি করতে পারেনি। ১ জুন মাধাইয়া বাজার থেকে এক ব্যবসায়ী বাড়ি ফেরার সময় তাঁকে আটক করে ডাকাত দল। তবে তাঁর কাছে কিছু না থাকায় ছেড়ে দেয়।’
মাধাইয়া ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বলেন, ‘ডাকাত-আতঙ্কে এলাকায় পাহারা দিচ্ছে গ্রামবাসী। ৪ জুন বিকেলে কুটুম্বপুর গ্রামে আমরা সচেতনা সভা করি। ওই সভায় চান্দিনা থানা পুলিশও উপস্থিত ছিল।’
ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর বাসস্টেশন এলাকার এক পাশে চান্দিনা উপজেলার কুটুম্বপুর, মীরগঞ্জ গ্রাম, অপর পাশে দেবিদ্বার উপজেলার সাহারপাড়, সূর্যপুর ও খাদঘর গ্রামে। গত এক মাসে ওই সব এলাকায় ৭-৮টি ডাকাতির ঘটনা ঘটে।
সাহারপাড় গ্রামের বাসিন্দা তানভীর আহমেদ বলেন, ২৮ জুন রাতে সাহারপাড় আক্তারুজ্জামান খন্দকার বাড়িতে ডাকাতি করে সর্বস্ব লুটে নেয় ডাকাত দল। গত এক মাসে ওই গ্রামের আরও ৩টি ডাকাতির ঘটনা ঘটে। ১ জুন ডাকাতি রোধে মানববন্ধন করেছেন কয়েক গ্রামের মানুষ।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘সফিকের বাড়িতে ডাকাতি নয়, সেটি পূর্বশত্রুতায় হামলা। সবুজের বাড়িতে ডাকাতির ঘটনা আমার জানা নেই। দুই গ্রামের মানুষ এখন প্রতি রাতে পাহারা দিচ্ছে।’ ডাকাতি যদি না-ই হয়, তাহলে গ্রামের মানুষ রাতে পাহারা দিচ্ছে কেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ডাকাতি হলে তো কিছু নিত। সফিকের ঘর থেকে কিছু নেয়নি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে